বালুরঘাট, 6 অক্টোবর : ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ আহত ন'জন ৷ আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকার 512 নম্বর জাতীয় সড়কে ৷ বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে ৷
মৃত দু'জনের নাম বিপ্লব সরকার (25) ও শুভম মজুমদার (25) ৷ বিপ্লবের বাড়ি হিলির আগ্রাতে ৷ শুভমের বাড়ি পাগলিগঞ্জে ৷ শুভম কিছুদিন আগেই হোটেল ম্যানেজমেন্টের কাজ ছেড়ে বাড়ি আসে ৷ বিপ্লব পেশায় বন্ধন ব্যাঙ্কের কর্মী ৷ দু'জনই ঠাকুর দেখে শুভমের বাড়ি ফিরছিলেন ৷ সে সময় পতিরামের দিকে যাওয়া একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভম ও বিপ্লবের ৷ আহত হয় বোলেরোর ন'জন যাত্রী ৷ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ৷
ঘটনাস্থান থেকে দু'টি গাড়িকেই উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তর পর পরিবারের কাছে তুলে দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই দুই যুবক ৷
মৃতের আত্মীয়রা জানান, গতরাতে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ দু'জনই মারা যায় ৷ দুই বন্ধু ঠাকুর দেখে বাড়ি ফিরছিল ৷ বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, মৃতদেহ দু'টি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷