ETV Bharat / state

ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 2, আহত 9

author img

By

Published : Oct 6, 2019, 6:34 PM IST

একটি গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে মৃ্ত্যু হয় দুই বাইক আরোহীর ৷ গাড়ির ন'জন যাত্রীই ঘটনায় আহত ৷ তাঁরা বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত

বালুরঘাট, 6 অক্টোবর : ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ আহত ন'জন ৷ আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকার 512 নম্বর জাতীয় সড়কে ৷ বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে ৷

মৃত দু'জনের নাম বিপ্লব সরকার (25) ও শুভম মজুমদার (25) ৷ বিপ্লবের বাড়ি হিলির আগ্রাতে ৷ শুভমের বাড়ি পাগলিগঞ্জে ৷ শুভম কিছুদিন আগেই হোটেল ম্যানেজমেন্টের কাজ ছেড়ে বাড়ি আসে ৷ বিপ্লব পেশায় বন্ধন ব্যাঙ্কের কর্মী ৷ দু'জনই ঠাকুর দেখে শুভমের বাড়ি ফিরছিলেন ৷ সে সময় পতিরামের দিকে যাওয়া একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভম ও বিপ্লবের ৷ আহত হয় বোলেরোর ন'জন যাত্রী ৷ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ৷

ঘটনাস্থান থেকে দু'টি গাড়িকেই উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তর পর পরিবারের কাছে তুলে দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই দুই যুবক ৷

মৃতের আত্মীয়রা জানান, গতরাতে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ দু'জনই মারা যায় ৷ দুই বন্ধু ঠাকুর দেখে বাড়ি ফিরছিল ৷ বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, মৃতদেহ দু'টি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

বালুরঘাট, 6 অক্টোবর : ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের ৷ আহত ন'জন ৷ আহতরা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকার 512 নম্বর জাতীয় সড়কে ৷ বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে ৷

মৃত দু'জনের নাম বিপ্লব সরকার (25) ও শুভম মজুমদার (25) ৷ বিপ্লবের বাড়ি হিলির আগ্রাতে ৷ শুভমের বাড়ি পাগলিগঞ্জে ৷ শুভম কিছুদিন আগেই হোটেল ম্যানেজমেন্টের কাজ ছেড়ে বাড়ি আসে ৷ বিপ্লব পেশায় বন্ধন ব্যাঙ্কের কর্মী ৷ দু'জনই ঠাকুর দেখে শুভমের বাড়ি ফিরছিলেন ৷ সে সময় পতিরামের দিকে যাওয়া একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভম ও বিপ্লবের ৷ আহত হয় বোলেরোর ন'জন যাত্রী ৷ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ৷

ঘটনাস্থান থেকে দু'টি গাড়িকেই উদ্ধার করে নিয়ে আসে পুলিশ ৷ মৃতদেহ দু'টি ময়নাতদন্তর পর পরিবারের কাছে তুলে দেওয়া হয় ৷ পুলিশের প্রাথমিক অনুমান মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই দুই যুবক ৷

মৃতের আত্মীয়রা জানান, গতরাতে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ দু'জনই মারা যায় ৷ দুই বন্ধু ঠাকুর দেখে বাড়ি ফিরছিল ৷ বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, মৃতদেহ দু'টি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

Intro:ঠাকুর দেখে ফেরার পথে বাড়ি সামনে বোলেরোর সঙ্গে সংঘর্ষ, মৃত ২ মোটর বাইক আরোহী সহ আহত ৯।।

বালুরঘাট, ৬ অক্টোবর: বাড়ি আসার পথে মোটর বাইক ও বোলেরো গাড়ি সংঘর্ষে মৃত হল ২ জনের। ঘটনায় আহত ৯। রবিবার ভোর রাতে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পাগলীগঞ্জ এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে। জখম তিনজনের চিকিৎসা বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চলছে। জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মৃত দু'জনের বিপ্লব সরকার(২৫) ও শুভম মজুমদার(২৫)। বিপ্লবের বাড়ি হিলির আগ্রাতে। আর শুভমের বাড়ি পাগলীগঞ্জে। মোটর বাইক নিয়ে মৃত দু'জন বালুরঘাটের দিকে আসছিল। অপর দিকে পতিরাম অভিমুখে যাচ্ছিল বোলেরো গাড়িটি। পথে পাগলীগঞ্জ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জন মোটর বাইক আরোহীর। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ

জানা গেছে, শুভম মজুমদার কিছু দিন আগেই হোটেল ম্যানেজমেন্টের কাজ ছেড়ে বাড়ি আসে। অন্য দিকে হিলির বিপ্লব সরকার পেশায় বন্ধন ব্যাঙ্কের কর্মী। গতকাল রাতে ঠাকুর দেখে বাড়ি পাগলীগঞ্জে শুভমের বাড়ি ফিরছিল দু'জনেই। বাড়ি থেকে একশো মিটার আগেই পতিরাম অভিমুখে যাওয়া একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইক আরোহীর। মোটর বাইক ও বোলেরো গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। অন্য দিকে বোলেরোর নয়জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা হাসপাতালেই চলছে। এদিকে দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পরে। পরে পুলিশ গেলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক ও বোলেরো গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনায় শোকের ছায়া পাগলীগঞ্জ ও হিলিতে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় বাইক চালাছিল ওই দুই যুবক। তার জেরেই হয়তো এই দুর্ঘটনা।

এবিষয়ে মৃতের আত্মীয় শুভজিৎ মণ্ডল ও সুনীল মণ্ডল জানান, গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটে। বাড়ির সামনেই দুর্ঘটনায় দু'জন মারা যায়। দুই বন্ধ ঠাকুর দেখে বাড়ি ফিরছিল। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.