বংশীহারি, 18 অক্টোবর : বুনিয়াদপুর স্টেশনে 'রেল রোকো' কর্মসূচি পালন করল বামফ্রন্টের কৃষক সংগঠন সারা ভারত কিষাণ সভা ৷ কেন্দ্র সরকারের নয়া তিনটি কৃষি আইন বাতিল, লখিমপুরে ঘটনায় দোষীদের শাস্তি সহ একাধিক দাবিতে সোমবার সকাল 10টা থেকে দেশজুড়ে 'রেল রোকো' কর্মসূচি পালন করছে সংযুক্ত কিষাণ মোর্চা । সেই কর্মসূচিকে সমর্থন করে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর স্টেশনে বালুরঘাটগামী গৌড় এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন আটকে রেখে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান বামফ্রন্টের নেতা কর্মীরা ।
এদিকে 'রেল রোকো' কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে বুনিয়াদপুর স্টেশন চত্বরে ৷ রেল পুলিশের পাশাপাশি বংশীহারী থানার পুলিশও রয়েছে ৷ শুধুমাত্র বুনিয়াদপুর নয় অন্যান্য জায়গাতেও এই 'রেল রোকো' কর্মসূচি চলছে। সারা ভারত কৃষক সভার ডাকে বুনিয়াদপুর রেল স্টেশনে 'রেল রোকো' অভিযান করল সারা ভারত কৃষক সভা সহ বামফ্রন্টের অন্যান্য সংগঠন। গৌড় এক্সপ্রেস মালদা থেকে বালুরঘাট যাওয়ার পথে আটকে যায় বুনিয়াদপুর স্টেশনে। সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলনের স্বপক্ষে এই অবরোধ করা হয়।
আরও পড়ুন: আজ দেশজুড়ে ছয় ঘন্টার 'রেল রোকো' কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার
সিপিআইএম সমর্থিত সারা ভারত কৃষক সভা এই আন্দোলনে অংশগ্রহণ করে। শিয়ালদা-বালুরঘাট গৌড় এক্সপ্রেস আটকে পড়ে দীর্ঘক্ষণ । এই অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ এদিনের এই 'রেল রোকো' কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএম নেতা তথা কিষাণ সভার জেলা সম্পাদক সকিরুদ্দিন আহমেদ সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা । তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নয়া তিনটি কৃষি আইন বাতিল সহ লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে কৃষকদের খুনের ঘটনার অভিযোগের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ একাধিক দাবিতেই এই আন্দোলন ৷