ETV Bharat / state

বোল্লা কালীপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার

এবার কোরোনা সংক্রমণের কারণে জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে না । পুজো হলেও বসবে না মেলা ।

Police Super Devarshi Dutta checked security before Bolla Kali Pujo in balurghat
Police Super Devarshi Dutta checked security before Bolla Kali Pujo in balurghat
author img

By

Published : Nov 29, 2020, 1:45 PM IST

বালুরঘাট, 28 নভেম্বর : আগামী শুক্রবার বোল্লা কালীপুজো । তার আগে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বোল্লা মন্দির চত্বর ঘুরে দেখলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত । সঙ্গে ছিলেন DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC গৌতম রায় সহ অন্যরা । প্যানডেমিকের কারণে এবার শুধুমাত্র পুজো হবে বলে প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ।

প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হয় । পুজোর পাশাপাশি মেলাও বসে । পুজোর চারদিন লাখ লাখ ভক্তের সমাগম ঘটে বোল্লা মন্দির প্রাঙ্গণে । তবে এবার কোরোনা সংক্রমণের কারণে জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে না । পুজো হলেও বসবে না মেলা । পুজো কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জারি করা হয়েছে একটি নির্দেশিকাও ৷

এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "প্রশাসনের তরফে আগেই বোল্লা মেলার আয়োজন বন্ধ করা হয়েছে । মন্দির চত্বরে পরিদর্শন করেছি । এছাড়াও পুজাে কমিটির সদস্যদের সঙ্গে পুজাের আয়োজন সম্পর্কে আলোচনা করেছি ।" বোল্লা কালীপুজো কমিটির ম্যানেজার সঞ্জয় সরকার বলেন, "আজ জেলা পুলিশ সুপার ও অন্য পুলিশ আধিকারিকরা মন্দিরে এসেছিলেন । তাঁরা মন্দির চত্বরে ঘুরে দেখেন । প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।"

বালুরঘাট, 28 নভেম্বর : আগামী শুক্রবার বোল্লা কালীপুজো । তার আগে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বোল্লা মন্দির চত্বর ঘুরে দেখলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবর্ষি দত্ত । সঙ্গে ছিলেন DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র, বালুরঘাট থানার IC গৌতম রায় সহ অন্যরা । প্যানডেমিকের কারণে এবার শুধুমাত্র পুজো হবে বলে প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ।

প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হয় । পুজোর পাশাপাশি মেলাও বসে । পুজোর চারদিন লাখ লাখ ভক্তের সমাগম ঘটে বোল্লা মন্দির প্রাঙ্গণে । তবে এবার কোরোনা সংক্রমণের কারণে জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে না । পুজো হলেও বসবে না মেলা । পুজো কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জারি করা হয়েছে একটি নির্দেশিকাও ৷

এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "প্রশাসনের তরফে আগেই বোল্লা মেলার আয়োজন বন্ধ করা হয়েছে । মন্দির চত্বরে পরিদর্শন করেছি । এছাড়াও পুজাে কমিটির সদস্যদের সঙ্গে পুজাের আয়োজন সম্পর্কে আলোচনা করেছি ।" বোল্লা কালীপুজো কমিটির ম্যানেজার সঞ্জয় সরকার বলেন, "আজ জেলা পুলিশ সুপার ও অন্য পুলিশ আধিকারিকরা মন্দিরে এসেছিলেন । তাঁরা মন্দির চত্বরে ঘুরে দেখেন । প্রশাসন যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.