বালুরঘাট, 15 জানুয়ারি: পুলিশ হেপাজতের একদিন বাকি থাকতেই কুমারগঞ্জের ঘটনায় অভিযুক্তদের বালুরঘাট জেলা আদালতে তোলা হল । বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাদের আরও তিন দিন পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকায় এক যুবতিকে গণধর্ষণ করে খুন করা হয়। 6 জানুয়ারি বিষয়টি নজরে আসে স্থানীয়দের । ঘটনার 24 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্ত মহাবুর মিঞা, গৌতম বর্মণ ও পঙ্কজ বর্মণকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ। এরপর 8 জানুয়ারি অভিযুক্তদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । হেপাজতে থাকার সময়ই পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করান ।
বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত দ্রুত হওয়ায় একদিন আগেই তাদের আদালতে পেশ করা হয়। বুধবার অ্যাডিশনাল ফাস্ট কোর্টে অভিযুক্তদের তোলা হয়। এরপর স্পেশাল বিচারক দুলাল কর অভিযুক্তদের তিন দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। বুধবারও অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী দাঁড়াননি । তাই বিচারক অভিযুক্তদের হয়ে মামলা লড়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠায়।