ETV Bharat / state

Buniadpur Mahakuma Stadium : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বুনিয়াদপুরে তৈরি হয়নি মহকুমা স্টেডিয়াম - মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুর সফর

আট বছর আগে প্রশাসনিক বৈঠকে বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম (Buniadpur Mahakuma Stadium) করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বারে বারে সেই কাজ শুরু হলেও আজ তা সম্পূর্ণ হয়নি ৷ আজ ফের তিনি প্রশাসনিক বৈঠকে আসছেন দক্ষিণ দিনাজপুরে ৷ আশায় ক্রীড়ামহল (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur on 7 November) ৷

Buniadpur Mahakuma Stadium
বুনিয়াদপুর মহকুমা স্টেডিয়াম
author img

By

Published : Dec 7, 2021, 11:46 AM IST

বংশীহারী, 7 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর আটটা বছর কেটে গেলেও মেলেনি বুনিয়াদপুর মহকুমা স্টেডিয়াম (Buniadpur Mahakuma Stadium) । ছ'বছর আগে প্রস্তাবিত স্টেডিয়ামে কয়েক হাজার ট্রাক্টরের মাটি এখন খানাখন্দে পূর্ণ । কোনও অজানা কারণে বন্ধ রয়েছে মহকুমা স্টেডিয়ামের কাজকর্ম । তবে এখনও আশার আলো দেখছেন মহকুমা ক্রীড়া সংস্থা সহ-ক্রীড়াপ্রেমীগণ । মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই জেলা সফরে স্টেডিয়াম হওয়ার আশায় এখনও পথ চেয়ে বসে আছেন বুনিয়াদপুরবাসী-সহ বিভিন্ন ক্রীড়াবিদরা (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur on 7 November) ।

1999 সালে গঠিত হয় মহকুমা ক্রীড়া সংস্থা । শুরুর দিন থেকে খেলোয়াড়দের জন্য একটি ভাল স্টেডিয়ামের দাবি তুলেছিল তারা । বাম জমানায় রাজনৈতিক চাপানউতোরে তা হয়ে ওঠেনি । 2011-য় তৃণমূল সরকার ক্ষমতায় এলে ক্রীড়াপ্রেমীরা ফের আশার আলো দেখতে শুরু করেন । 2013-য় 26 নভেম্বর কুশমন্ডিতে (Kushmandi) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে আসেন ৷ সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক স্টেডিয়ামের জন্য প্রস্তাব রাখেন তাঁর কাছে । সেদিন ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বুনিয়াদপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হবে ।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর প্রায় এক বছর কেটে গেলেও স্টেডিয়াম তৈরি নিয়ে কোনও হেলদোল দেখা যায়নি । 2014-র 12 অগস্ট মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক করতে আসেন গঙ্গারামপুর রবীন্দ্রভবনে । সেই সময় স্থানীয় একটি সংবাদপত্রে স্টেডিয়াম বিষয়ে প্রকাশিত খবর থেকে হাল-হকিকত জানতে পারেন তিনি ৷ তখন জেলা নেতৃত্বের উপর রুষ্ট হয়ে ওই বৈঠকে স্টেডিয়ামের জমি নির্ধারণের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee at Malda: প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী

যুদ্ধকালীন তৎপরতায় স্টেডিয়ামের জন্য বুনিয়াদপুর টাঙ্গন নদীর ধারে 36 শতক জায়গা নির্ধারণ করা হয় ৷ সেই সময় প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করা হয় এই কাজে ৷ 2015-য় স্টেডিয়ামের বাউন্ডারি ওয়াল এবং জমির উন্নতির জন্য গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতর থেকে টেন্ডার আহ্বান করা হয় ৷ পরপর দু'বার কোনও অজানা কারণে কেউ কাগজপত্র জমা হয়নি ৷ ফলে তৃতীয়বার টেন্ডার আহ্বান করতে হয় প্রশাসনকে ৷ তৃতীয়বারের টেন্ডারে স্টেডিয়াম তৈরির বরাত পায় কলকাতার ত্রিবেণী কনস্ট্রাকশন ৷ 2015-য় এই কাজের সূচনা করেন বিধায়ক বিপ্লব মিত্র ৷ কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি ৷

আজ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur) ৷ তাই বুনিয়াদপুরের ক্রীড়াবিদদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যেন এবারের প্রশাসনিক বৈঠকে স্টেডিয়ামের কাজের জন্য টাকা বরাদ্দ করা হয় এবং খুব দ্রুত তা শেষ করা হয় । এই বিষয়ে এক ক্রীড়াবিদ দেবাশিস সরকার জানান, অনেক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে স্টেডিয়ামের জন্য টাকা বরাদ্দ করেছিলেন ৷ কিন্তু কোনও কারণে তা বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন : Minakshi Mukherjee : মমতা বন্দ্যোপাধ্যায়কে 'টেম্পোরারি মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ মীনাক্ষীর

এই বিষয়ে ক্রীড়া সংস্থার সেক্রেটারি বিভূতিভূষণ চক্রবর্তী জানান, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরির জন্য অনুমতি দেন ৷ কিন্তু আজও হয়নি । তিনি বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন । বিপ্লব মিত্রের উপর আমাদের ভরসা আছে ৷ আশা করছি, তাঁর মাধ্যমে আমাদের মহকুমার স্টেডিয়াম তৈরির কাজ ফের শুরু হবে ।"

বংশীহারী, 7 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর আটটা বছর কেটে গেলেও মেলেনি বুনিয়াদপুর মহকুমা স্টেডিয়াম (Buniadpur Mahakuma Stadium) । ছ'বছর আগে প্রস্তাবিত স্টেডিয়ামে কয়েক হাজার ট্রাক্টরের মাটি এখন খানাখন্দে পূর্ণ । কোনও অজানা কারণে বন্ধ রয়েছে মহকুমা স্টেডিয়ামের কাজকর্ম । তবে এখনও আশার আলো দেখছেন মহকুমা ক্রীড়া সংস্থা সহ-ক্রীড়াপ্রেমীগণ । মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই জেলা সফরে স্টেডিয়াম হওয়ার আশায় এখনও পথ চেয়ে বসে আছেন বুনিয়াদপুরবাসী-সহ বিভিন্ন ক্রীড়াবিদরা (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur on 7 November) ।

1999 সালে গঠিত হয় মহকুমা ক্রীড়া সংস্থা । শুরুর দিন থেকে খেলোয়াড়দের জন্য একটি ভাল স্টেডিয়ামের দাবি তুলেছিল তারা । বাম জমানায় রাজনৈতিক চাপানউতোরে তা হয়ে ওঠেনি । 2011-য় তৃণমূল সরকার ক্ষমতায় এলে ক্রীড়াপ্রেমীরা ফের আশার আলো দেখতে শুরু করেন । 2013-য় 26 নভেম্বর কুশমন্ডিতে (Kushmandi) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে আসেন ৷ সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক স্টেডিয়ামের জন্য প্রস্তাব রাখেন তাঁর কাছে । সেদিন ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বুনিয়াদপুরে উত্তরবঙ্গের সবচেয়ে বড় উন্নত মানের স্টেডিয়াম তৈরি করা হবে ।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর প্রায় এক বছর কেটে গেলেও স্টেডিয়াম তৈরি নিয়ে কোনও হেলদোল দেখা যায়নি । 2014-র 12 অগস্ট মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক করতে আসেন গঙ্গারামপুর রবীন্দ্রভবনে । সেই সময় স্থানীয় একটি সংবাদপত্রে স্টেডিয়াম বিষয়ে প্রকাশিত খবর থেকে হাল-হকিকত জানতে পারেন তিনি ৷ তখন জেলা নেতৃত্বের উপর রুষ্ট হয়ে ওই বৈঠকে স্টেডিয়ামের জমি নির্ধারণের জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় ৷

আরও পড়ুন : Mamata Banerjee at Malda: প্রশাসনিক বৈঠক করতে মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী

যুদ্ধকালীন তৎপরতায় স্টেডিয়ামের জন্য বুনিয়াদপুর টাঙ্গন নদীর ধারে 36 শতক জায়গা নির্ধারণ করা হয় ৷ সেই সময় প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করা হয় এই কাজে ৷ 2015-য় স্টেডিয়ামের বাউন্ডারি ওয়াল এবং জমির উন্নতির জন্য গঙ্গারামপুর মহকুমা শাসকের দফতর থেকে টেন্ডার আহ্বান করা হয় ৷ পরপর দু'বার কোনও অজানা কারণে কেউ কাগজপত্র জমা হয়নি ৷ ফলে তৃতীয়বার টেন্ডার আহ্বান করতে হয় প্রশাসনকে ৷ তৃতীয়বারের টেন্ডারে স্টেডিয়াম তৈরির বরাত পায় কলকাতার ত্রিবেণী কনস্ট্রাকশন ৷ 2015-য় এই কাজের সূচনা করেন বিধায়ক বিপ্লব মিত্র ৷ কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি ৷

আজ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee to visit Dakshin Dinajpur) ৷ তাই বুনিয়াদপুরের ক্রীড়াবিদদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, যেন এবারের প্রশাসনিক বৈঠকে স্টেডিয়ামের কাজের জন্য টাকা বরাদ্দ করা হয় এবং খুব দ্রুত তা শেষ করা হয় । এই বিষয়ে এক ক্রীড়াবিদ দেবাশিস সরকার জানান, অনেক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে স্টেডিয়ামের জন্য টাকা বরাদ্দ করেছিলেন ৷ কিন্তু কোনও কারণে তা বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন : Minakshi Mukherjee : মমতা বন্দ্যোপাধ্যায়কে 'টেম্পোরারি মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ মীনাক্ষীর

এই বিষয়ে ক্রীড়া সংস্থার সেক্রেটারি বিভূতিভূষণ চক্রবর্তী জানান, 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ স্টেডিয়াম তৈরির জন্য অনুমতি দেন ৷ কিন্তু আজও হয়নি । তিনি বলেন, "আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, কথা রাখেন । বিপ্লব মিত্রের উপর আমাদের ভরসা আছে ৷ আশা করছি, তাঁর মাধ্যমে আমাদের মহকুমার স্টেডিয়াম তৈরির কাজ ফের শুরু হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.