বুনিয়াদপুর, 7 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধ করতে লকডাউন ঘোষণা হয়েছে । আর এই লকডাউনকে সফল করতে নিজের জীবনের তোয়াক্কা না করে আসরে নেমেছে প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা । মানুষকে লকডাউনের গুরুত্ব বোঝাতে কখনও হাতজোড় করেছেন । কখনও হাতে তুলে নিয়েছেন লাঠি । কিন্তু মানুষের বেপরোয়া মনোভাব তাঁদের বার বার পরাজিত করছে । তারই উদাহরণ বুনিয়াদপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক । যেখানে সিভিক ভলান্টিয়ার থাকা সত্ত্বেও তাঁদের অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গ্রাহকদের ।
লকডাউনের দু'সপ্তাহ পূর্ণ হবে আজ । এখনও মানুষের মধ্যে সামান্য সচেতনতাটুকুও নজরে পড়ল না । তাই তো বুনিয়াদপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ঘেঁষাঘেষি করে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গ্রাহকদের । অবাক করার বিষয় হল, ওই ব্যাঙ্কের সামনে তিন-চার জন সিভিক ভলান্টিয়ার দাঁড়িয়ে ছিলেন । কিন্তু কোনও কিছুতেই ভীত নন মানুষ । তাই সিভিক ভলান্টিয়ারদের তোয়াক্কা না করেই লাইন দাঁড়িয়ে রইলেন গ্রাহকরা ।
প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলে বার বার বলছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে । মানুষের ভিড় ঠেকাতে চালু রাখা হয়েছে জরুরি পরিষেবা । প্রতিদিন খোলা রাখা হচ্ছে ব্যাঙ্ক । তারপরও লকডাউনের 14 দিনের মাথায় আর পাঁচটা দিনের মতোই বুনিয়াদপুরে ব্যাঙ্কের সামনে ভিড় করতে দেখা গেল গ্রাহকদের ।