গঙ্গারামপুর, 12 মার্চ: গত দেড় মাস ধরে বিকল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের (Gangarampur Super speciality Government Hospital ) ডিজিটাল এক্সরে মেশিন । আর তাই তুলনায় অনুন্নত মেশিন দিয়ে কাজ চালানো হচ্ছে । গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মত গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ডিজিটাল এক্সরে মেশিন বন্ধ (Digital x ray machine broken) থাকায় ক্রমশ প্রভাব পড়ছে চিকিৎসায় । সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের (Patients face problem) ৷
2016 সালে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডিজিটাল এই পরিষেবা চালু করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত দেড় মাস আগে এই ডিজিটাল এক্সরে মেশিনটি অকেজো হয়ে যায় । এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় মেরামতকারী সংস্থাকে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেশিনের একটি যন্ত্রাংশ নষ্ট করে দিয়েছে ইঁদুর । এই ডিজিটাল এক্সরে মেশিনটির মূল্য প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা ৷
নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ মেরামত করতে প্রায় দেড় লক্ষ টাকার মূল্যের কীটের প্রয়োজন । তবে এই কীট কোথায় থেকে জোগাড় হবে, কবে কীভাবে মেরামত করা হবে এই ডিজিটাল এক্সরে মেশিন, তা নিয়ে প্রশ্ন উঠছে । এরপর বিষয়টি স্বাস্থ্য ভবনে জানানেো হয়। দীর্ঘ দেড় মাস ধরে ডিজিটাল এক্সরে মেশিন অকেজো হয়ে পড়ে থাকবার ফলে বর্তমানে বিকল্প একটি মেশিনে এক্সরের কাজ চলছে । তবে সেই মেশিনটি তুলনামূলকভাবে অনুন্নত হওয়ায় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় এক্সরে প্রতিদিন করা সম্ভব হচ্ছে না ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানান, গঙ্গারামপুর হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন খারাপ থাকার কারণে অনেক বেশি খরচায় তাঁদের বাইরে থেকে এক্সরে করতে হচ্ছে । প্রশাসনের কাছে তাঁর দাবি অবিলম্বে যেন এক্সরে মেশিনটি ঠিক করে দেওয়া হয় । হাসপাতাল সুপার বাবুসোনা সাহা বলেন, "আমরা খুব তাড়াতাড়ি বিকল মেশিনটি সারানোর জন্য উদ্যোগ নিচ্ছি । বিগত এক মাস ধরে দুটো মেশিনের মধ্যে একটা মেশিন চালু রয়েছে । সমস্যা হওয়ার কথা না ৷ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি ।"