ETV Bharat / state

চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ বালুরঘাট হাসপাতালে - Balurghat hospital

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ ৷ ঘটনায় হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের ৷

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : Jan 7, 2021, 4:13 PM IST

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : চিকিৎসায় গাফিলতির কারণে এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ ৷ এ-বিষয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিবারের ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ৷ অভিযোগ পেয়েই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

জানা গিয়েছে, মৃত ওই প্রসূতির নাম নয়নি মুর্মু (23) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের মাধবপুরে । প্রায় বছর তিনেক আগে বালুরঘাটের বেলঘড়িয়া এলাকার বিনোদ টুডুর সঙ্গে বিয়ে হয় নয়নির । গত 3 জানুয়ারি প্রসব বেদনা নিয়ে নয়নিকে প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করে পরিবারের সদস্যরা । এরপর সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে । এদিকে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে ভরতির পর দিন অর্থাৎ 4 জানুয়ারি ছুটি দিয়ে দেওয়া হয় । বাড়ি যাওয়ার পরে রাতেই প্রসব বেদনা ওঠে ওই অন্তঃসত্ত্বা যুবতির । চিকিৎসার জন্য ফের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আবারও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অভিযোগ, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয়রা ৷

ভিডিয়োতে শুনুন রোগীর আত্মীয় ও হাসপাতাল সুপারের বক্তব্য

পরিবারের অভিযোগ, একাধিক বার ওই প্রসূতিকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে যাওয়ার কারণেই এবং চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে । এনিয়ে তাঁরা সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার পার্থসারথি মন্ডল ।

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ

এবিষয়ে মৃত প্রসূতির আত্মীয় পাউলিশ মার্ডি বলেন, "একের পর এক হাসপাতালে আমার বোনকে নিয়ে যায় । প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে বালুরঘাটে পাঠানো হয় । কিন্তু বালুরঘাটে চিকিৎসকরা সেভাবে চিকিৎসা না করেই ফিরিয়ে দিয়েছে । যার ফলে চিকিৎসার অভাবে আমার বোন ও গর্ভের শিশু মারা গিয়েছে । হাসপাতাল তো রোগীদের রাখার জায়গা, হাসপাতাল থেকেই যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাবো ? আজ আমার মেয়ের মৃত্যু হয়েছে, কাল যদি অন্য কারও মৃত্যু না হয় । তার জন্য আমরা অভিযোগ দায়ের করেছি ।" এবিষয়ে বালুরঘাট হাসপাতালের সুপার পার্থ সারথী মন্ডল বলেন, "একটা অভিযোগ পেয়েছি । এখানে আগে একবার ভরতি হয়েছিল তিন তারিখে । প্রসবের সময় হয়নি বলে চিকিৎসকরা ছুটি দিয়ে দিয়েছে । পরের দিন নাকি প্রসব ব্যথা উঠেছিল । ওই প্রসূতিকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । আজকে ভোরবেলা আমাদের হাসপাতালে নিয়ে আসে । যার ফলে অনেকটাই দেরি হয়ে গেছিল এবং রোগীর অবস্থা খারাপ ছিল । পুরো ঘটনাটি খতিয়ে দেখছি । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে তদন্ত করে দেখা হবে ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "বিষয়টি জানা নেই । অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখব ৷"

কুমারগঞ্জ, 7 জানুয়ারি : চিকিৎসায় গাফিলতির কারণে এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ ৷ এ-বিষয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের রোগীর পরিবারের ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ৷ অভিযোগ পেয়েই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

জানা গিয়েছে, মৃত ওই প্রসূতির নাম নয়নি মুর্মু (23) । বাড়ি দক্ষিণ দিনাজপুরের মাধবপুরে । প্রায় বছর তিনেক আগে বালুরঘাটের বেলঘড়িয়া এলাকার বিনোদ টুডুর সঙ্গে বিয়ে হয় নয়নির । গত 3 জানুয়ারি প্রসব বেদনা নিয়ে নয়নিকে প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করে পরিবারের সদস্যরা । এরপর সেখান থেকে তাঁকে রেফার করে দেওয়া হয় বালুরঘাট জেলা হাসপাতালে । এদিকে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে ভরতির পর দিন অর্থাৎ 4 জানুয়ারি ছুটি দিয়ে দেওয়া হয় । বাড়ি যাওয়ার পরে রাতেই প্রসব বেদনা ওঠে ওই অন্তঃসত্ত্বা যুবতির । চিকিৎসার জন্য ফের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে আবারও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ অভিযোগ, হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর আত্মীয়রা ৷

ভিডিয়োতে শুনুন রোগীর আত্মীয় ও হাসপাতাল সুপারের বক্তব্য

পরিবারের অভিযোগ, একাধিক বার ওই প্রসূতিকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে যাওয়ার কারণেই এবং চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে । এনিয়ে তাঁরা সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন । এদিকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার পার্থসারথি মন্ডল ।

আরও পড়ুন : গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ

এবিষয়ে মৃত প্রসূতির আত্মীয় পাউলিশ মার্ডি বলেন, "একের পর এক হাসপাতালে আমার বোনকে নিয়ে যায় । প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে বালুরঘাটে পাঠানো হয় । কিন্তু বালুরঘাটে চিকিৎসকরা সেভাবে চিকিৎসা না করেই ফিরিয়ে দিয়েছে । যার ফলে চিকিৎসার অভাবে আমার বোন ও গর্ভের শিশু মারা গিয়েছে । হাসপাতাল তো রোগীদের রাখার জায়গা, হাসপাতাল থেকেই যদি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় যাবো ? আজ আমার মেয়ের মৃত্যু হয়েছে, কাল যদি অন্য কারও মৃত্যু না হয় । তার জন্য আমরা অভিযোগ দায়ের করেছি ।" এবিষয়ে বালুরঘাট হাসপাতালের সুপার পার্থ সারথী মন্ডল বলেন, "একটা অভিযোগ পেয়েছি । এখানে আগে একবার ভরতি হয়েছিল তিন তারিখে । প্রসবের সময় হয়নি বলে চিকিৎসকরা ছুটি দিয়ে দিয়েছে । পরের দিন নাকি প্রসব ব্যথা উঠেছিল । ওই প্রসূতিকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । আজকে ভোরবেলা আমাদের হাসপাতালে নিয়ে আসে । যার ফলে অনেকটাই দেরি হয়ে গেছিল এবং রোগীর অবস্থা খারাপ ছিল । পুরো ঘটনাটি খতিয়ে দেখছি । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে তদন্ত করে দেখা হবে ।" জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "বিষয়টি জানা নেই । অভিযোগ পেলে পুরো ঘটনাটি খতিয়ে দেখব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.