ETV Bharat / state

গঙ্গারামপুরে পাঁচ কেজি গাঁজা-সহ আটক এক ব্যক্তি - পূর্ণেন্দু কুন্ডু

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডু জানান, গতকাল রাতে কাদিঘাট এলাকার একটি সরকারি কলেজের সামনে পাঁচ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে আটক করা হয় ৷

Gangarampur
গঙ্গারামপুরে গাঁজা উদ্ধার
author img

By

Published : Aug 7, 2020, 6:54 PM IST

গঙ্গারামপুর, 7 অগাস্ট : গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকার একটি সরকারি কলেজের সামনে প্রায় পাঁচ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ আটক ওই ব্যক্তির নাম সুকান্ত হালদার ৷ বয়স 27 ৷ বাড়ি গঙ্গারামপুর থানার পশ্চিম হালদারপাড়া এলাকায় ।

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডু জানান, "গতকাল রাতে আমাদের কাছে গোপণ সূত্রে কাদিঘাট এলাকার একটি সরকারি কলেজের সামনে গাঁজা পাচারের খবর আসে ৷ আমরা তখনই ঘটনাস্থানে পৌঁছে পাঁচ কেজি গাঁজা-সহ সুকান্ত হালদারকে আটক করি ৷ সম্ভবত পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল । গাঁজাগুলির বাজার মূল্য প্রায় 50 হাজার টাকা ।"

পুলিশের একাংশের অনুমান লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ বেআইনি কাজ শুরু করেছে এবং যতদিন যাবে তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে পাচারের আগে বাজেয়াপ্ত করা হচ্ছে ব্রাউন সুগার, নিষিদ্ধ কাফ সিরাপ-সহ বিভিন্ন জিনিস । একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে । তবে এদিন কাদিঘাট এলাকায় গাঁজা পাচারের কাজে কারা যুক্ত আছে, কোথায় পাচার করা হচ্ছিল, সে সব খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

গঙ্গারামপুর, 7 অগাস্ট : গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকার একটি সরকারি কলেজের সামনে প্রায় পাঁচ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ আটক ওই ব্যক্তির নাম সুকান্ত হালদার ৷ বয়স 27 ৷ বাড়ি গঙ্গারামপুর থানার পশ্চিম হালদারপাড়া এলাকায় ।

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডু জানান, "গতকাল রাতে আমাদের কাছে গোপণ সূত্রে কাদিঘাট এলাকার একটি সরকারি কলেজের সামনে গাঁজা পাচারের খবর আসে ৷ আমরা তখনই ঘটনাস্থানে পৌঁছে পাঁচ কেজি গাঁজা-সহ সুকান্ত হালদারকে আটক করি ৷ সম্ভবত পাচারের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল । গাঁজাগুলির বাজার মূল্য প্রায় 50 হাজার টাকা ।"

পুলিশের একাংশের অনুমান লকডাউনে কাজ হারিয়ে অনেক মানুষ বেআইনি কাজ শুরু করেছে এবং যতদিন যাবে তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে পাচারের আগে বাজেয়াপ্ত করা হচ্ছে ব্রাউন সুগার, নিষিদ্ধ কাফ সিরাপ-সহ বিভিন্ন জিনিস । একাধিক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে । তবে এদিন কাদিঘাট এলাকায় গাঁজা পাচারের কাজে কারা যুক্ত আছে, কোথায় পাচার করা হচ্ছিল, সে সব খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.