বালুরঘাট, 20 এপ্রিল: কোরোনা মোকাবিলা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন COVID-১৯ মোকাবিলায় নিযুক্ত হওয়া নোডাল অফিসার রীতেশ মোহন । সোমবার তিনি বালুরঘাট সার্কিট হাউসে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । উচ্চ পর্যায়ের এই বৈঠকে নোডাল অফিসার ছাড়াও হাজির ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে সহ অন্যান্য আধিকারিকরা ।
কোরোনা মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে প্রত্যেক জেলার জন্য একজন করে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে । দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং মালদা জেলার জন্য নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন রীতেশ মোহন । ইতিমধ্যেই নোডাল অফিসার প্রত্যেক জেলার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন । সোমবার দুপুরে তিনি বালুরঘাট সার্কিট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক করেন । রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত নোডাল অফিসার রীতেশ মোহন মূলত জেলার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেন । বিভিন্ন পরিস্থিতি ও পরিকাঠামো সম্পর্কে খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি কোরোনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেইসব নিয়েও আলোচনা হয় । যদিও বৈঠক শেষে কিছু বলতে চাননি নোডাল অফিসার ।
এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, "জেলার প্রস্তুতি নিয়ে খুশি নোডাল অফিসার । কোয়ারান্টাইন ও হোম কোয়ারান্টাইন নিয়ে কী কী প্রস্তুতি নিয়েছি সেই সম্পর্কে জানতে চেয়েছেন তিনি । আমাদের জেলায় কোরোনা টেস্টের সংখ্যা বাড়ছে দেখে খুশি হয়েছেন ।"
এদিকে সোমবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও কোরোনা রোগীর সন্ধান মেলেনি । আজ পর্যন্ত মোট 46 জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে । সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক নোডাল অফিসারের
দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং মালদা জেলার জন্য নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন রীতেশ মোহন । সোমবার দুপুরে তিনি বালুরঘাট সার্কিট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক করেন ।
বালুরঘাট, 20 এপ্রিল: কোরোনা মোকাবিলা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা খতিয়ে দেখতে বালুরঘাটে এলেন COVID-১৯ মোকাবিলায় নিযুক্ত হওয়া নোডাল অফিসার রীতেশ মোহন । সোমবার তিনি বালুরঘাট সার্কিট হাউসে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । উচ্চ পর্যায়ের এই বৈঠকে নোডাল অফিসার ছাড়াও হাজির ছিলেন জেলাশাসক নিখিল নির্মল, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে সহ অন্যান্য আধিকারিকরা ।
কোরোনা মোকাবিলায় রাজ্যের পক্ষ থেকে প্রত্যেক জেলার জন্য একজন করে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে । দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং মালদা জেলার জন্য নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন রীতেশ মোহন । ইতিমধ্যেই নোডাল অফিসার প্রত্যেক জেলার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন । সোমবার দুপুরে তিনি বালুরঘাট সার্কিট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক করেন । রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত নোডাল অফিসার রীতেশ মোহন মূলত জেলার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেন । বিভিন্ন পরিস্থিতি ও পরিকাঠামো সম্পর্কে খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি কোরোনা নিয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেইসব নিয়েও আলোচনা হয় । যদিও বৈঠক শেষে কিছু বলতে চাননি নোডাল অফিসার ।
এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, "জেলার প্রস্তুতি নিয়ে খুশি নোডাল অফিসার । কোয়ারান্টাইন ও হোম কোয়ারান্টাইন নিয়ে কী কী প্রস্তুতি নিয়েছি সেই সম্পর্কে জানতে চেয়েছেন তিনি । আমাদের জেলায় কোরোনা টেস্টের সংখ্যা বাড়ছে দেখে খুশি হয়েছেন ।"
এদিকে সোমবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও কোরোনা রোগীর সন্ধান মেলেনি । আজ পর্যন্ত মোট 46 জনের সোয়াব পরীক্ষা করা হয়েছে । সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ।