ETV Bharat / state

বালুরঘাটের নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে জেলা পুলিশের উদ্যোগ "প্রণাম"

বালুরঘাট শহরে এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাঁরা একা থাকেন । এবার তাঁদের পাশে দাঁড়াতে পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

new attempt of district police to help lonely senior citizens in South Dinajpur
বৃদ্ধ বয়সের সন্তানের অভাব পূরণে 'প্রণাম', দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের নতুন উদ্যোগ
author img

By

Published : Feb 15, 2020, 4:29 AM IST

বালুরঘাট, 15 ফেব্রুয়ারি: বালুরঘাটের নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । তাদের নতুন উদ্যোগ "প্রণাম"। গতকাল বালুরঘাট থানা চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের পুলিশের নির্দিষ্ট হেল্পলাইন নম্বর দেওয়া হয় । জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত আনুষ্ঠানিকভাবে মঞ্চ থেকে তিনজন প্রবীণের হাতে পুলিশের হেল্পলাইন নম্বরের কার্ড তুলে দেন । এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুকুমার দে, নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি, বালুরঘাট হাসপাতালের সুপার তপনকুমার বিশ্বাস সহ অন্যরা ।

বালুঘাট শহরের 25টি ওয়ার্ডে এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাঁরা একাই থাকেনন । অনেকের সন্তান থাকলেও দেখভাল করে না । এবার তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । অসুস্থ হলে ডাক্তার দেখানো বা দোকান থেকে ওষুধ নিয়ে আসা থেকে শুরু করে নানাভাবে তাদের সাহায্য করবে পুলিশ । কোনও অভিযোগ দায়ের করতে হলে শুধু একটা ফোন করলেই পুলিশি সাহায্য মিলবে বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহ থেকে বালুরঘাটের 25টি ওয়ার্ডকে পাঁচটি ক্লাস্টারে ভাগ করে বৃদ্ধ-বৃদ্ধাদের নথি সংগ্রহের কাজ শুরু হয়েছে । এখনও পর্যন্ত বালুরঘাটে অবস্থিত একশোরও বেশি বৃদ্ধ-বৃদ্ধার নথি সংগ্রহ করেছে পুলিশ । গতকাল তাদের হাতে বালুরঘাট থানা থেকে পুলিশের হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দেওয়া হয় । একটি বালুরঘাট থানার নম্বর এবং পাঁচটি আলাদা ফোন নম্বর ওই কার্ডে লেখা রয়েছে । বর্তমানে বালুরঘাট শহরে এই পরিষেবা শুরু হলেও পরে জেলার অন্য শহরগুলিতেও তা শুরু করা হবে।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, অনেক সময় দেখা যায় সন্তান থাকা সত্ত্বেও অনেককেই একা থাকতে হয় । তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। কোনও বিপদে পড়লে শুধু একটা ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে সেই বৃদ্ধ বা বৃদ্ধার বাড়িতে । এবিষয়ে বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অক্ষয় মহন্ত বলেন, ছেলেমেয়ে থাকলেও তাঁকে কেউ দেখে না । এখন কার্যত অন্যের ভরসায় জীবন-যাপন করতে হয় । এই অবস্থায় পুলিশ-প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য ৷

বালুরঘাট, 15 ফেব্রুয়ারি: বালুরঘাটের নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে পদক্ষেপ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । তাদের নতুন উদ্যোগ "প্রণাম"। গতকাল বালুরঘাট থানা চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের পুলিশের নির্দিষ্ট হেল্পলাইন নম্বর দেওয়া হয় । জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত আনুষ্ঠানিকভাবে মঞ্চ থেকে তিনজন প্রবীণের হাতে পুলিশের হেল্পলাইন নম্বরের কার্ড তুলে দেন । এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুকুমার দে, নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখার্জি, বালুরঘাট হাসপাতালের সুপার তপনকুমার বিশ্বাস সহ অন্যরা ।

বালুঘাট শহরের 25টি ওয়ার্ডে এমন অনেক বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন যাঁরা একাই থাকেনন । অনেকের সন্তান থাকলেও দেখভাল করে না । এবার তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন । অসুস্থ হলে ডাক্তার দেখানো বা দোকান থেকে ওষুধ নিয়ে আসা থেকে শুরু করে নানাভাবে তাদের সাহায্য করবে পুলিশ । কোনও অভিযোগ দায়ের করতে হলে শুধু একটা ফোন করলেই পুলিশি সাহায্য মিলবে বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহ থেকে বালুরঘাটের 25টি ওয়ার্ডকে পাঁচটি ক্লাস্টারে ভাগ করে বৃদ্ধ-বৃদ্ধাদের নথি সংগ্রহের কাজ শুরু হয়েছে । এখনও পর্যন্ত বালুরঘাটে অবস্থিত একশোরও বেশি বৃদ্ধ-বৃদ্ধার নথি সংগ্রহ করেছে পুলিশ । গতকাল তাদের হাতে বালুরঘাট থানা থেকে পুলিশের হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দেওয়া হয় । একটি বালুরঘাট থানার নম্বর এবং পাঁচটি আলাদা ফোন নম্বর ওই কার্ডে লেখা রয়েছে । বর্তমানে বালুরঘাট শহরে এই পরিষেবা শুরু হলেও পরে জেলার অন্য শহরগুলিতেও তা শুরু করা হবে।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, অনেক সময় দেখা যায় সন্তান থাকা সত্ত্বেও অনেককেই একা থাকতে হয় । তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। কোনও বিপদে পড়লে শুধু একটা ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাবে সেই বৃদ্ধ বা বৃদ্ধার বাড়িতে । এবিষয়ে বালুরঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অক্ষয় মহন্ত বলেন, ছেলেমেয়ে থাকলেও তাঁকে কেউ দেখে না । এখন কার্যত অন্যের ভরসায় জীবন-যাপন করতে হয় । এই অবস্থায় পুলিশ-প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.