ETV Bharat / state

দিনেদুপুরে পুকুর ভরাট বালুরঘাটে, উদাসীন পুরসভা

দীর্ঘদিন ধরে পল্লী পাঠাগার এলাকায় দু’টি পুকুর অবৈধভাবে ভরাট করছিল এলাকার কিছু সমাজবিরোধী । এই নিয়ে বালুরঘাট পুরসভাকে লিখিত অভিযোগ জানানো হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও পদক্ষেপ করেনি পুরসভা।

দিনে দুপুরে পুকুর ভরাট বালুরঘাটে , উদাসীন পুরসভা
দিনে দুপুরে পুকুর ভরাট বালুরঘাটে , উদাসীন পুরসভা
author img

By

Published : Apr 30, 2021, 7:11 PM IST

বালুরঘাট, 30 এপ্রিল : দিনেদুপুরে পুকুর চুরির অভিযোগ উঠল বালুরঘাট চকভৃগু এলাকায় । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চকভৃগুর পল্লী পাঠাগার এলাকায় দুটি পুকুর অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে । ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বালুরঘাট পুরসভায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পল্লী পাঠাগার এলাকায় দু’টি পুকুর অবৈধভাবে ভরাট করছিল এলাকার কিছু সমাজবিরোধী । এই নিয়ে বালুরঘাট পুরসভাকে লিখিত অভিযোগ জানানো হয় । কিন্তু কোনও পদক্ষেপ করেনি পুরসভা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যেখানে ভূগর্ভস্থ জল নেমে যাচ্ছে ক্রমশ । সেই সময় পুকুর ভরাট করার মত অবৈধ কাজ হচ্ছে বালুরঘাট চকভৃগু পল্লী পাঠাগার এলাকায় । বিশেষজ্ঞদের মতে, রাজ্য তথা সারা দেশব্যাপী ভূগর্ভস্থ জল নেমে যাওয়ায় তৈরি হবে পানীয় জলের সমস্যা । যার জন্য জল ধরো জল ভরো সহ নানা প্রকল্প গ্রহণ করছে সরকার ।

বালুরঘাটে অবৈধভাবে পুকুর ভরাট

এলাকার এক বাসিন্দা বাবু সরকার বলেন, "পুরসভার উদাসীনতায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট হচ্ছে । ভারী বৃষ্টি বা বন্যা হলে জল কোথায় যাবে? সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের ।" যদিও পুকুর মালিক অরুণ রায় বলেন, "এটা কোনও পুকুর নয় । এটা ডাঙা হিসাবে রয়েছে । পৌরসভাকে জানিয়ে বাড়ি করার জন্য আমি ভরাট করছি ।"

পুকুর ভরাটকারী ঠিকাদার কর্মী অমল সরকার বলেন, "দু’টো নয় পিছনের একটা পুকুর হিসেবে রয়েছে । অপরটি দলিলে ডাঙা হিসেবে রয়েছে । পুকুর ভরাট করতে গেলে এলাকাবাসীরা বাধা দেন এবং পৌরসভায় অভিযোগ জানায় । এরপর বিষয়টি পৌরসভা তদন্ত করে ওই অংশ ভরাট করার অনুমতি দেয় । তাই আমরা ভরাট করছি ।"

আরও পড়ুন : হরিরামপুরে বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বালুরঘাট, 30 এপ্রিল : দিনেদুপুরে পুকুর চুরির অভিযোগ উঠল বালুরঘাট চকভৃগু এলাকায় । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট চকভৃগুর পল্লী পাঠাগার এলাকায় দুটি পুকুর অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে । ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বালুরঘাট পুরসভায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পল্লী পাঠাগার এলাকায় দু’টি পুকুর অবৈধভাবে ভরাট করছিল এলাকার কিছু সমাজবিরোধী । এই নিয়ে বালুরঘাট পুরসভাকে লিখিত অভিযোগ জানানো হয় । কিন্তু কোনও পদক্ষেপ করেনি পুরসভা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । যেখানে ভূগর্ভস্থ জল নেমে যাচ্ছে ক্রমশ । সেই সময় পুকুর ভরাট করার মত অবৈধ কাজ হচ্ছে বালুরঘাট চকভৃগু পল্লী পাঠাগার এলাকায় । বিশেষজ্ঞদের মতে, রাজ্য তথা সারা দেশব্যাপী ভূগর্ভস্থ জল নেমে যাওয়ায় তৈরি হবে পানীয় জলের সমস্যা । যার জন্য জল ধরো জল ভরো সহ নানা প্রকল্প গ্রহণ করছে সরকার ।

বালুরঘাটে অবৈধভাবে পুকুর ভরাট

এলাকার এক বাসিন্দা বাবু সরকার বলেন, "পুরসভার উদাসীনতায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট হচ্ছে । ভারী বৃষ্টি বা বন্যা হলে জল কোথায় যাবে? সমস্যায় পড়তে হবে এলাকাবাসীদের ।" যদিও পুকুর মালিক অরুণ রায় বলেন, "এটা কোনও পুকুর নয় । এটা ডাঙা হিসাবে রয়েছে । পৌরসভাকে জানিয়ে বাড়ি করার জন্য আমি ভরাট করছি ।"

পুকুর ভরাটকারী ঠিকাদার কর্মী অমল সরকার বলেন, "দু’টো নয় পিছনের একটা পুকুর হিসেবে রয়েছে । অপরটি দলিলে ডাঙা হিসেবে রয়েছে । পুকুর ভরাট করতে গেলে এলাকাবাসীরা বাধা দেন এবং পৌরসভায় অভিযোগ জানায় । এরপর বিষয়টি পৌরসভা তদন্ত করে ওই অংশ ভরাট করার অনুমতি দেয় । তাই আমরা ভরাট করছি ।"

আরও পড়ুন : হরিরামপুরে বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.