বংশীহারী, 14 অগাস্ট : নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । অভিযুক্ত যুবকের নাম অলোক দাস ৷ বাড়ি গোপালপুর গ্রামে । আজ ওই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷
অভিযোগ, গত রবিবার অলোক ওই নাবালিকাকে বাড়ির কাছ থেকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় ৷ ওই যুবকের সঙ্গে আরও চারজন ছিল ৷ তারা জোর করে মেয়েকে তুলে নিয়ে যায় মালদার বুলবুলচণ্ডীতে । গত কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণ করে তারা । এরপর সুযোগ বুঝে ওই নাবালিকা বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ৷ বুধবার পরিবারের সদস্যরা ওই এলাকায় যায় ৷ সেই সময় অভিযুক্ত ওই যুবক পালিয়ে যায় ৷ সেদিনই তাঁরা নাবালিকাকে ফিরিয়ে আনে ৷ আজ বংশীহারী থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা । অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
নির্যাতিতার বাবা বলেন, "স্কুলে যাওয়ার সময় আমার মেয়েকে উত্যক্ত করত এক যুবক ৷ যদি বিয়ে না করে তাহলে তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয় ৷ সেজন্য আমার মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি । গত রবিবার বাড়ির পাশে বসে ছিল আমার মেয়ে ৷ সেসময় ওই যুবক সহ পাঁচজন মিলে একটি গাড়ি করে তুলে নিয়ে যায় তাকে ৷ অভিযুক্তর দাদুর বাড়িতে নিয়ে গিয়ে আমার মেয়েকে গত কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণ করে । এরপর ফোনে জানার পর আমরা গিয়ে মেয়েকে ফিরিয়ে আনি ৷ আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক ।"
বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার বলেন, বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্ত যুবক পলাতক । তার খোঁজে তল্লাশি চলছে ৷