ETV Bharat / state

খাবার মিলছে না সরকারি কোয়ারানটিন সেন্টারে, ক্ষোভ শ্রমিকদের

author img

By

Published : Jun 6, 2020, 12:03 PM IST

খাবার দেওয়া হচ্ছে না দক্ষিণ দিনাজপুরের সরকারি কোয়ারানটিন সেন্টারে ৷ তাই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন শ্রমিকরা ৷ এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে ৷

হিলি
হিলি

হিলি, 5 জুন: কোয়ারানটিন সেন্টারে খাবার না পেয়ে বাড়ি ফিরে গেলেন 14 জন শ্রমিক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলির ITI কলেজের সরকারি কোয়ারানটিন সেন্টারে । ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন কোয়ারানটিনে থাকা ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা । যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় ।

হিলি ITI কলেজে ভিন রাজ্য থেকে ফেরা 26 জন শ্রমিক কোয়ারানটিনে রয়েছেন । হঠাৎ করেই শ্রমিকরা জানতে পারেন তাদের আর খাবার দেওয়া হবে না ৷ শুনেই সেন্টার ছেড়ে অনেকেই বাড়ি চলে যান । বর্তমানে যে সমস্ত শ্রমিক ওই সেন্টারে রয়ে গেছেন তাদের অভিযোগ, গতকাল রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছিল । কিন্তু দু'বেলাই খিচুড়ি জাতীয় খাবার দেওয়ায় শ্রমিকরা আপত্তি তোলেন । অভিযোগ তুলতেই আর খাবার দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় । বাড়ি থেকে খাবার পাঠানোর কথা বলা হয় । এতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা । প্রসঙ্গত, জেলায় মোট 293 টি কোয়ারানটিন সেন্টার রয়েছে । তার মধ্যে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার রয়েছে ৪৬ টি । এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা হচ্ছে মহারাষ্ট্র সহ রেড জ়োন এলাকা থেকে ফেরা শ্রমিকদের । সরকারি উদ্যোগে আবাসিকদের দুবেলা খাবার দেওয়া হয় । হিলি ব্লকের ITI কলেজের কোয়ারানটিন সেন্টারটিও ফেসিলিটি সেন্টার ।

এবিষয়ে বিক্ষোভকারী শ্রমিক প্রসেনজিৎ দাস বলেন, "মহারাষ্ট্র থেকে ফিরেছি । আমাদের 26 জনকে এই সেন্টারে রাখা হয়েছে । কর্তৃপক্ষ এতদিন খাবার দিচ্ছিল । গতকাল রাতেও খিচুড়ি খেতে দেওয়া হয় । এরপর শুক্রবার থেকে প্রত্যেকের বাড়ি থেকে খাবার আনার ব্যবস্থা করার কথা বলা হয় । জানানো হয়, কর্তৃপক্ষ আর খাবার দেবে না । কিন্ত বহু আবাসিকের বাড়ি এই কোয়ারানটিন সেন্টার থেকে অনেক দূরে । ফলে তাদের বাড়ির লোকের পক্ষে প্রতিদিন খাবার নিয়ে আসা সম্ভব নয় । তাই রাতেই বেশ কয়েকজন আবাসিক সেন্টার ছেড়ে চলে গেছে । খাবার না পেয়ে দুপুরেই আরও কয়েকজন চলে যায় । বাড়ি থেকে আসা খাবার সকলে মিলে ভাগ করে খেয়েছি ৷" অন্যদিকে এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, "প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হবে । স্থানীয় ব্লক প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হয়েছে ।"

হিলি, 5 জুন: কোয়ারানটিন সেন্টারে খাবার না পেয়ে বাড়ি ফিরে গেলেন 14 জন শ্রমিক । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হিলির ITI কলেজের সরকারি কোয়ারানটিন সেন্টারে । ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন কোয়ারানটিনে থাকা ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা । যদিও প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় ।

হিলি ITI কলেজে ভিন রাজ্য থেকে ফেরা 26 জন শ্রমিক কোয়ারানটিনে রয়েছেন । হঠাৎ করেই শ্রমিকরা জানতে পারেন তাদের আর খাবার দেওয়া হবে না ৷ শুনেই সেন্টার ছেড়ে অনেকেই বাড়ি চলে যান । বর্তমানে যে সমস্ত শ্রমিক ওই সেন্টারে রয়ে গেছেন তাদের অভিযোগ, গতকাল রাত পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছিল । কিন্তু দু'বেলাই খিচুড়ি জাতীয় খাবার দেওয়ায় শ্রমিকরা আপত্তি তোলেন । অভিযোগ তুলতেই আর খাবার দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় । বাড়ি থেকে খাবার পাঠানোর কথা বলা হয় । এতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা । প্রসঙ্গত, জেলায় মোট 293 টি কোয়ারানটিন সেন্টার রয়েছে । তার মধ্যে ফেসিলিটি কোয়ারানটিন সেন্টার রয়েছে ৪৬ টি । এই ফেসিলিটি কোয়ারানটিন সেন্টারগুলিতে রাখা হচ্ছে মহারাষ্ট্র সহ রেড জ়োন এলাকা থেকে ফেরা শ্রমিকদের । সরকারি উদ্যোগে আবাসিকদের দুবেলা খাবার দেওয়া হয় । হিলি ব্লকের ITI কলেজের কোয়ারানটিন সেন্টারটিও ফেসিলিটি সেন্টার ।

এবিষয়ে বিক্ষোভকারী শ্রমিক প্রসেনজিৎ দাস বলেন, "মহারাষ্ট্র থেকে ফিরেছি । আমাদের 26 জনকে এই সেন্টারে রাখা হয়েছে । কর্তৃপক্ষ এতদিন খাবার দিচ্ছিল । গতকাল রাতেও খিচুড়ি খেতে দেওয়া হয় । এরপর শুক্রবার থেকে প্রত্যেকের বাড়ি থেকে খাবার আনার ব্যবস্থা করার কথা বলা হয় । জানানো হয়, কর্তৃপক্ষ আর খাবার দেবে না । কিন্ত বহু আবাসিকের বাড়ি এই কোয়ারানটিন সেন্টার থেকে অনেক দূরে । ফলে তাদের বাড়ির লোকের পক্ষে প্রতিদিন খাবার নিয়ে আসা সম্ভব নয় । তাই রাতেই বেশ কয়েকজন আবাসিক সেন্টার ছেড়ে চলে গেছে । খাবার না পেয়ে দুপুরেই আরও কয়েকজন চলে যায় । বাড়ি থেকে আসা খাবার সকলে মিলে ভাগ করে খেয়েছি ৷" অন্যদিকে এবিষয়ে জেলা শাসক নিখিল নির্মল জানান, "প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হবে । স্থানীয় ব্লক প্রশাসনকে বিষয়টি দেখতে বলা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.