ETV Bharat / state

Son Murders Mother : নিত্য অশান্তি-মারধর, বালুরঘাটে মাকে পুড়িয়ে মারল ছেলে-বউ - Man and wife arrested for murdering mother in Balurghat

বালুরঘাট শহরের বটতলা এলাকায় নির্মম ঘটনা ৷ বৃদ্ধা মাকে মারধর করে, পুড়িয়ে মেরে রাস্তায় মৃতদেহ ফেলে পালাল ছেলে-বউমা (Son Murders Mother in Balurghat) ৷ পরে অবশ্য তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷

Balurghat News
বালুরঘাটে মাকে পুড়িয়ে মারল ছেলে-বউ
author img

By

Published : Mar 5, 2022, 7:08 PM IST

বালুরঘাট, 5 মার্চ : বহুদিন ধরে অত্যাচার চলছিলই ৷ শেষমেশ বৃদ্ধা মাকে পুড়িয়ে মারাল ছেলে-বউ (Son Murders Mother in Balurghat) ৷ মৃতদেহ রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বটতলা এলাকায় । শনিবার তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তাঁর ছেলে ও ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল ৷ শুক্রবার রাতেও বৃদ্ধার উপর চলছিল অত্যাচার ৷ তাঁকে পুড়িয়ে মারে তাঁর ছেলে ও তার স্ত্রী ৷ তারপর মৃতদের রাস্তার ফেলে পালায় ৷ রাতেই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তবে এদিন অর্থাৎ শনিবার সকালে তারা বাড়ি ফিরলে প্রতিবেশীরা তাদের আটক করেন ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ চলে খানিক গণধোলাইও ৷ তারপর পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তদের ৷

স্থানীয় বাবলু বিশ্বাস জানান, সদ্য সমাপ্ত পৌরভোটের আগেই একদিন বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাঁর ছেলে-বউমা ৷ সেদিন পাশেই তাঁর মেয়ের বাড়িতে স্থানীয়রা তাঁকে দিতে যান ৷ তবে মেয়ে না নিতে চাওয়ার তাঁকে ফিরে আসতে হয় ৷ স্থানীয়দের হস্তক্ষেপে আপাত ভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হয় ৷ সেদিনের মতো বৃদ্ধাকে তাঁর বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয় ৷ তবে অশান্তি লেগেই থাকে ৷ অত্যাচার-মারধরও চলতেই থাকে ৷

ওই এলাকারই বাসিন্দা মামণি দাস জানান, তাঁরা এদিন সকালে দেখতে পান অভিযুক্ত ছেলে এবং তার স্ত্রী পালিয়ে যাচ্ছিল ৷ তা দেখেই তাঁরা তাদের আটক করেন ৷ অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা, যাতে এমন ঘটনা আর কোথাও না ঘটে ৷

আরও পড়ুন : Murder Attempt in Bhangar : ভাঙড়ে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা

বালুরঘাট, 5 মার্চ : বহুদিন ধরে অত্যাচার চলছিলই ৷ শেষমেশ বৃদ্ধা মাকে পুড়িয়ে মারাল ছেলে-বউ (Son Murders Mother in Balurghat) ৷ মৃতদেহ রাস্তায় ফেলে পালিয়ে যায় ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের বটতলা এলাকায় । শনিবার তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তাঁর ছেলে ও ছেলের বউ দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছিল ৷ শুক্রবার রাতেও বৃদ্ধার উপর চলছিল অত্যাচার ৷ তাঁকে পুড়িয়ে মারে তাঁর ছেলে ও তার স্ত্রী ৷ তারপর মৃতদের রাস্তার ফেলে পালায় ৷ রাতেই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ তবে এদিন অর্থাৎ শনিবার সকালে তারা বাড়ি ফিরলে প্রতিবেশীরা তাদের আটক করেন ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ চলে খানিক গণধোলাইও ৷ তারপর পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তদের ৷

স্থানীয় বাবলু বিশ্বাস জানান, সদ্য সমাপ্ত পৌরভোটের আগেই একদিন বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাঁর ছেলে-বউমা ৷ সেদিন পাশেই তাঁর মেয়ের বাড়িতে স্থানীয়রা তাঁকে দিতে যান ৷ তবে মেয়ে না নিতে চাওয়ার তাঁকে ফিরে আসতে হয় ৷ স্থানীয়দের হস্তক্ষেপে আপাত ভাবে সমস্যার সমাধানের চেষ্টা করা হয় ৷ সেদিনের মতো বৃদ্ধাকে তাঁর বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয় ৷ তবে অশান্তি লেগেই থাকে ৷ অত্যাচার-মারধরও চলতেই থাকে ৷

ওই এলাকারই বাসিন্দা মামণি দাস জানান, তাঁরা এদিন সকালে দেখতে পান অভিযুক্ত ছেলে এবং তার স্ত্রী পালিয়ে যাচ্ছিল ৷ তা দেখেই তাঁরা তাদের আটক করেন ৷ অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা, যাতে এমন ঘটনা আর কোথাও না ঘটে ৷

আরও পড়ুন : Murder Attempt in Bhangar : ভাঙড়ে প্রাক্তন স্ত্রীর প্রেমিককে খুনের চেষ্টা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.