ETV Bharat / state

চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি, 3 সিভিক সহ মৃত 5 - Accident

গঙ্গারামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি । মৃত কমপক্ষে পাঁচজন । এদের মধ্যে তিনজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার । দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে ।

দুর্ঘটনাগ্রস্থ লরি
author img

By

Published : Sep 2, 2019, 8:24 AM IST

Updated : Sep 2, 2019, 12:15 PM IST

গঙ্গারামপুর, 2 সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি । । মৃত কমপক্ষে পাঁচজন । আহত বেশ কয়েকজন । দুর্ঘটনাটি গঙ্গারামপুরের ৷

রাত আড়াইটে নাগাদ পুনর্ভবা ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় লরিটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । নাম, তোফাজ্জস মিঞা(27), অয়ন দাস(23), প্রকাশ বর্মণ(31), নিমাই রায়(54) ও বিনয় হালদার(45) । এদের মধ্যে তিনজন সিভিক ভলান্টিয়ার । আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ACCIDENT
চায়ের দোকানে ঢুকে গেছে লরিটি

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । লরির চালক পলাতক । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি

গঙ্গারামপুর, 2 সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি । । মৃত কমপক্ষে পাঁচজন । আহত বেশ কয়েকজন । দুর্ঘটনাটি গঙ্গারামপুরের ৷

রাত আড়াইটে নাগাদ পুনর্ভবা ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় লরিটি । ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের । নাম, তোফাজ্জস মিঞা(27), অয়ন দাস(23), প্রকাশ বর্মণ(31), নিমাই রায়(54) ও বিনয় হালদার(45) । এদের মধ্যে তিনজন সিভিক ভলান্টিয়ার । আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ACCIDENT
চায়ের দোকানে ঢুকে গেছে লরিটি

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । লরির চালক পলাতক । মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার জেরে 512 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকল লরি
Intro:গঙ্গারামপুর ২ সেপ্টেম্বর: নিয়ন্ত্রনহারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি। ঘটনাস্থলে মৃত ৪। দুজনকে সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এদিকে পথদুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার পুনর্ভবা ব্রিজ সংলগ্ন এলাকায়। পথ দুর্ঘটনার জেরে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে লরি চালক কোথায় পলাতক। ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রাথমিক অনুমান।


Body:Gangarampur


Conclusion:Gangarampur
Last Updated : Sep 2, 2019, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.