ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে কনটেনমেন্ট জ়োনে 31 জুলাই পর্যন্ত লকডাউন

জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল পাঁচটি ৷ জানালেন জেলাশাসক ৷

author img

By

Published : Jul 28, 2020, 6:15 AM IST

South Dinajpur lockdown in containment zone till July 31
দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট, 28 জুলাই: কোরোনা সংক্রমণ রুখতে দক্ষিণ দিনাজপুরে 31 জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন । কনটেনমেন্ট জ়োনগুলিতে এই লকডাউন কার্যকর হবে । সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । যেখানে জানানো হয়, 27 জুলাই বিকেল 5টা থেকে 31 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । লকডাউনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেমেন্ট জ়োনের সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ আরও পাঁচটি এলাকাকে কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হল । এর ফলে কনটেমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 50 ।

জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে । সোমবার বিকেল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়ে হয়েছে 1 হাজার 14 । তবে সুস্থ হয়ে উঠেছে 771 জন ৷ তবু, যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন জেলা প্রশাসন ।

রাজ্যের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে । সেই মতো এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও 31 জুলাই পর্যন্ত লকডাউন জারি হল । পাশাপাশি জেলার তিনটি পৌরসভা এলাকা, বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এবং 47টি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে । আজ পাঁচটি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন করা হয়েছে । এদিকে লকডাউন বাড়ানোর নির্দেশিকা জারি হতেই সোমবার বিকেল থেকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হল ।

জেলাশাসক নিখিল নির্মল জানান, "রাজ্যের নির্দেশ মতো দক্ষিণ দিনাজপুর জেলায় 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে । নতুন পাঁচটি কন্টেনমেন্ট জ়োন হয়েছে ।"

বালুরঘাট, 28 জুলাই: কোরোনা সংক্রমণ রুখতে দক্ষিণ দিনাজপুরে 31 জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন । কনটেনমেন্ট জ়োনগুলিতে এই লকডাউন কার্যকর হবে । সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । যেখানে জানানো হয়, 27 জুলাই বিকেল 5টা থেকে 31 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । লকডাউনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেমেন্ট জ়োনের সংখ্যাও বাড়ানো হয়েছে ৷ আরও পাঁচটি এলাকাকে কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হল । এর ফলে কনটেমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 50 ।

জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে । সোমবার বিকেল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়ে হয়েছে 1 হাজার 14 । তবে সুস্থ হয়ে উঠেছে 771 জন ৷ তবু, যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন জেলা প্রশাসন ।

রাজ্যের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে । সেই মতো এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও 31 জুলাই পর্যন্ত লকডাউন জারি হল । পাশাপাশি জেলার তিনটি পৌরসভা এলাকা, বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এবং 47টি গ্রাম পঞ্চায়েতকে কনটেনমেন্ট জ়োনের আওতায় আনা হয়েছে । আজ পাঁচটি এলাকাকে নতুন করে কনটেনমেন্ট জ়োন করা হয়েছে । এদিকে লকডাউন বাড়ানোর নির্দেশিকা জারি হতেই সোমবার বিকেল থেকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হল ।

জেলাশাসক নিখিল নির্মল জানান, "রাজ্যের নির্দেশ মতো দক্ষিণ দিনাজপুর জেলায় 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে । নতুন পাঁচটি কন্টেনমেন্ট জ়োন হয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.