চন্দ্রকোনা, 6 অগাস্ট : একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি । বাধ্য হয়েই বেআইনি মদের দোকান-সহ ঠেক উচ্ছেদ অভিযানে নামল প্রমীলাবাহিনী । আজ দুপুরে চন্দ্রকোনার ধরমপুর এলাকার ঘটনা । খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ আসে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের কুঁয়াপুরের 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধরমপুর এলাকা । দীর্ঘদিন ধরে চা ও ভুসিমালের দোকানে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "চা ও ভুসিমালের দোকানের আড়ালে বেআইনিভাবে মদের ঠেক চলত । এ বিষয়ে একাধিকবার পুলিশকে জানান হয়েছিল । পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়ে আইন হাতে তুলে নেন মহিলারা ।"
স্থানীয় বাসিন্দা স্বস্তিকা কারক বলেন, "চা-ভুষিমালের দোকানের আড়ালে অবৈধ মদের ব্যবসা চলছিল । গ্রামের পুরুষরা কাজ করে ঘরে ফেরার পথে প্রতিদিন মদ্যপান করে । তারপর বাড়িতে এসে ঝামেলা করে । বাড়ির ছেলে মেয়েদের মারধর করে । এলাকায় প্রতিদিন ছড়াচ্ছিল অশান্তি, মারপিট ।" গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছে, আগামী দিনে ফের ওই দোকানগুলিতে বেআইনি মদের ব্যবসা চললে আরও বড় ধরনের পদক্ষেপ করা হবে ।
স্থানীয় বাসিন্দা তপন ঘোষ বলেন, "লকডাউনের আগে ও পরে অবৈধভাবে মদের ব্যবসা চলত । এই মদের ব্যাবসার জন্য এলাকায় অশান্তি বাড়ছিল । প্রতিদিন মারপিট গন্ডগোল হওয়ায় পরিবেশ নষ্ট হচ্ছিল l বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সদুত্তর মেলেনি । তাই বাধ্য হয়ে এলাকার মহিলারা একজোট হয়ে এই কর্মসূচি নিয়েছে । পুলিশ যদি ব্যবস্থা না নেয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব আমরা ।"