কুমারগঞ্জ, 17 সেপ্টেম্বর : "আমরা অসৎ হলেও হতে পারি । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৎ । তাই মুখ্যমন্ত্রীর পাশে সকলে থাকুন ।" তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পথসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল ।
বুধবার বিকেলে বাংলার ন্যায্য পাওনা টাকার দাবিতে কুমারগঞ্জ ব্লকের তিন নম্বর জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সর্দারহাটে তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হয় । পথসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় তৃণমূল নেতৃত্ব । পথসভার পর কাঁধে লাঙল নিয়ে মাঠে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতৃত্ব । শুধুমাত্র জাখিরপুরে নয়, বাংলার ন্যায্য পাওনার দাবিতে সারা রাজ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।
ওই পথসভার অনুষ্ঠান থেকে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল আরও বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গায়ে BJP- র পক্ষ থেকে মুসলিম তকমা লাগানো হয়েছিল । ঠিক সেইসময় নজিরবিহীনভাবে পুরোহিতের বাড়ি এবং ভাতার কথা ঘোষণা করেছেেন মুখ্যমন্ত্রী । আর এই ঘোষণাতেই BJP- র মুখ ভোঁতা করে দিয়েছেন তিনি । আমরা সকলেই মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকব ।" পাশাপাশি তিনি আরও বলেন, "একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে ভাবেন । কেন্দ্র কৃষকদের নিয়ে কোনওরকম চিন্তাও করে না । মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য এক গুচ্ছ প্রকল্প এনেছেন যার উপকার পাচ্ছেন কৃষকরা ।"