ETV Bharat / state

এটা তো ট্রেলার, ফিল্ম শেষ হলে মমতার সরকারও ক্ষমতা হারাবে : মুকুল

যোগদানপর্ব চলাকালীন কৈলাস বলেন, "আমি আগেই বলেছিলাম, লোকসভা নির্বাচনের মতো BJP-তে যোগদানপর্বও সাত দফা ধরে চলবে । এখন সবে প্রথম পর্ব চলছে ।" পরে মুকুল বলেন, "মমতা ব্যানার্জির সরকার পতনের আগে পর্যন্ত এই যোগদানপর্ব চলতেই থাকবে ।" তাঁর কথায়, সাত দফা শেষ হলে দেখা যাবে, রাজ্যে তৃণমূল সরকার তাদের ক্ষমতা হারিয়েছে ।

মুকুল রায়
author img

By

Published : Jun 25, 2019, 12:57 AM IST

দিল্লি, 25 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান অব্যাহত । লোকসভা ভোটের পর দলবদলের হিড়িক যেন অনেকটাই বেড়েছে । গতকাল বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রমারি BJP-তে যোগ দেন । যা নিঃসন্দেহে আরও বেশি অক্সিজেন দিচ্ছে BJP-কে । খুশি মুকুল রায়ও । কাছে-পিঠের অনেকেই তাঁকে "চাণক্য" বলে ডাকছেন আজকাল । এহেন মুকুল বলছেন, "সবে তো ট্রেলার । সিনেমার এখনও অনেক বাকি ।"

বিপ্লব মিত্রউইলসন চম্প্রমারি যে BJP-তে যাচ্ছেন সেই খবর প্রথম প্রকাশ করে ETV ভারত । গতকাল কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লির সদর কার্যালয়ে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন । সেইসঙ্গে যোগ দেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি লিপিকা রায়সহ 10 সদস্য ।

এই সংক্রান্ত আরও খবর : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP

যোগদানপর্ব চলাকালীন কৈলাস বলেন, "আমি আগেই বলেছিলাম, লোকসভা নির্বাচনের মতো BJP-তে যোগদানপর্বও সাত দফা ধরে চলবে । এখন সবে প্রথম পর্ব চলছে ।" পরে মুকুল বলেন, "মমতা ব্যানার্জির সরকার পতনের আগে পর্যন্ত এই যোগদানপর্ব চলতেই থাকবে ।" তাঁর কথায়, সাত দফা শেষ হলে দেখা যাবে, রাজ্যে তৃণমূল সরকার তাদের ক্ষমতা হারিয়েছে ।

কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুনীল সিং 24 জন কাউন্সিলর নিয়ে BJP-তে যোগ দেন । লোকসভা ভোটের রেজ়াল্ট বেরোনোর পরপরই BJP-তে আসেন বীজপুরের বিধায়ক তথা মুকুলপুত্র শুভ্রাংশুলাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম

দিল্লি, 25 জুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান অব্যাহত । লোকসভা ভোটের পর দলবদলের হিড়িক যেন অনেকটাই বেড়েছে । গতকাল বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রমারি BJP-তে যোগ দেন । যা নিঃসন্দেহে আরও বেশি অক্সিজেন দিচ্ছে BJP-কে । খুশি মুকুল রায়ও । কাছে-পিঠের অনেকেই তাঁকে "চাণক্য" বলে ডাকছেন আজকাল । এহেন মুকুল বলছেন, "সবে তো ট্রেলার । সিনেমার এখনও অনেক বাকি ।"

বিপ্লব মিত্রউইলসন চম্প্রমারি যে BJP-তে যাচ্ছেন সেই খবর প্রথম প্রকাশ করে ETV ভারত । গতকাল কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে দিল্লির সদর কার্যালয়ে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন । সেইসঙ্গে যোগ দেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি লিপিকা রায়সহ 10 সদস্য ।

এই সংক্রান্ত আরও খবর : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP

যোগদানপর্ব চলাকালীন কৈলাস বলেন, "আমি আগেই বলেছিলাম, লোকসভা নির্বাচনের মতো BJP-তে যোগদানপর্বও সাত দফা ধরে চলবে । এখন সবে প্রথম পর্ব চলছে ।" পরে মুকুল বলেন, "মমতা ব্যানার্জির সরকার পতনের আগে পর্যন্ত এই যোগদানপর্ব চলতেই থাকবে ।" তাঁর কথায়, সাত দফা শেষ হলে দেখা যাবে, রাজ্যে তৃণমূল সরকার তাদের ক্ষমতা হারিয়েছে ।

কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুনীল সিং 24 জন কাউন্সিলর নিয়ে BJP-তে যোগ দেন । লোকসভা ভোটের রেজ়াল্ট বেরোনোর পরপরই BJP-তে আসেন বীজপুরের বিধায়ক তথা মুকুলপুত্র শুভ্রাংশুলাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম


New Delhi, Jun 24 (ANI): Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh, BJP National Working President JP Nadda, Lok Sabha Speaker Om Birla and a other prominent leaders of BJP paid tribute to Rajasthan BJP chief Madan Lal Saini at AIIMS, Delhi. Madan Lal Saini was suffering from lung cancer and was flown to Delhi for treatment. Unfortunately, he passed away at the hospital today.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.