ETV Bharat / state

মধুচক্র চালানোর অভিযোগে 2 মহিলাকে গণপিটুনি - মধুচক্র

ডাঙা গ্রাম পঞ্চায়েতের রায়নগর কালীবাড়ি এলাকার এক বাড়িতে মধুচক্র চলত দীর্ঘদিন ধরে ৷ আজ হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা ৷ মধুচক্রে উপস্থিত দুই মহিলাকে মারধর করে স্থানীয়রা ৷ পুলিশ তাদের উদ্ধার করে ৷

BALURGHAT
মধুচক্র চালানোর অভিযোগে গণপিটুনি
author img

By

Published : Feb 15, 2020, 11:11 PM IST

বালুরঘাট, 15 ফেব্রুয়ারি: বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগে গণপিটুনির শিকার হলেন দুই মহিলা । স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গ্রামের এক বাড়ি থেকে প্রথমে স্থানীয় মহিলারা পাঁচ জনকে হাতেনাতে ধরে আটকে রাখে । ক্ষুব্ধ জনতার হাতে এই ঘটনায় মূল অভিযুক্ত দু'জন মহিলা গণপিটুনির শিকার হন । পরে জনতা তাদের বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় । আজ ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের রায়নগর কালীবাড়ি এলাকায়।

আটক পাঁচ জনের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ । পুরুষদের মধ্যে একজন BSF-এর কর্মী বলে জানা গেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ । জানা গেছে, বাড়ির মালিক অন্যত্র থাকার কারণে মাস দুয়েক আগে বাড়িটি ভাড়া দেন । এলাকারই দুই মহিলা বাড়িটি ভাড়া নেন । অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে অবাধ যাতায়াত ছিল বাইরের ছেলে মেয়েদের । রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও ছেলে-মেয়ে আসত। রাতের বেলা চলত নাচ গান । বাড়ির চারপাশে পড়ে রয়েছে একাধিক মদের বোতল । বিষয়টি নজরে এসেছিল স্থানীয় গ্রামবাসীদেরও। ওই বাড়িতে যে মধুচক্রের আসর বসত তা গ্রামবাসীদের কাছে পরিষ্কার হয়ে গেছিল।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই ওই মহিলারা এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। প্রায় সব সময়ই অপরিচিত ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকত ওই বাড়িতে । আজ তাদের হাতেনাতে ধরে ফেলা হয় । এসব চলায় গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল।

ঘটনা নিয়ে বালুরঘাট থানার IC গৌতম রায় জানান, খবর পেয়ে পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

বালুরঘাট, 15 ফেব্রুয়ারি: বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগে গণপিটুনির শিকার হলেন দুই মহিলা । স্থানীয় সূত্রে খবর, বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গ্রামের এক বাড়ি থেকে প্রথমে স্থানীয় মহিলারা পাঁচ জনকে হাতেনাতে ধরে আটকে রাখে । ক্ষুব্ধ জনতার হাতে এই ঘটনায় মূল অভিযুক্ত দু'জন মহিলা গণপিটুনির শিকার হন । পরে জনতা তাদের বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় । আজ ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের রায়নগর কালীবাড়ি এলাকায়।

আটক পাঁচ জনের মধ্যে তিনজন মহিলা ও দু'জন পুরুষ । পুরুষদের মধ্যে একজন BSF-এর কর্মী বলে জানা গেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ । জানা গেছে, বাড়ির মালিক অন্যত্র থাকার কারণে মাস দুয়েক আগে বাড়িটি ভাড়া দেন । এলাকারই দুই মহিলা বাড়িটি ভাড়া নেন । অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে অবাধ যাতায়াত ছিল বাইরের ছেলে মেয়েদের । রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও ছেলে-মেয়ে আসত। রাতের বেলা চলত নাচ গান । বাড়ির চারপাশে পড়ে রয়েছে একাধিক মদের বোতল । বিষয়টি নজরে এসেছিল স্থানীয় গ্রামবাসীদেরও। ওই বাড়িতে যে মধুচক্রের আসর বসত তা গ্রামবাসীদের কাছে পরিষ্কার হয়ে গেছিল।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই ওই মহিলারা এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। প্রায় সব সময়ই অপরিচিত ছেলেমেয়েদের আনাগোনা লেগেই থাকত ওই বাড়িতে । আজ তাদের হাতেনাতে ধরে ফেলা হয় । এসব চলায় গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছিল।

ঘটনা নিয়ে বালুরঘাট থানার IC গৌতম রায় জানান, খবর পেয়ে পাঁচজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.