ETV Bharat / state

শাসকদলের নেতার মতো আচরণ সরকারি আধিকারিকদের, পর্যবেক্ষকের কাছে অভিযোগ BJP-র

বালুরঘাট গণনাকেন্দ্রে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিকের উপর বিশেষ নজরদারি চালানোর দাবি জানানো হয় BJP-র পক্ষ থেকে ।

author img

By

Published : May 21, 2019, 11:54 PM IST

Updated : May 22, 2019, 12:12 AM IST

বাপি সরকার

বালুরঘাট, 21 মে: গত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি রুখতে এবার জেলায় আগে থেকেই তৎপর হল BJP । লোকসভা নির্বাচনে বালুরঘাট গণনাকেন্দ্রে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিককে গণনাকেন্দ্র থেকে সরানো ও তাঁদের উপর কমিশনের বিশেষ নজরদারি চালানোর দাবি জানানো হয়েছে BJP-র পক্ষ থেকে । সেইসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছেও বিষয়টি জানিয়েছে BJP ।

ভিডিয়োয় শুনুন বাপি সরকারের বক্তব্য

এবিষয়ে আজ বিকেলে বালুরঘাটে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "আমাদের জেলায় কিছু সরকারি আধিকারিক বিভিন্ন সরকারি পোস্টে থেকে শাসকদলের নেতাদের মতো আচরণ করছেন । তাঁদের কিছু ফুটেজ আজ আমরা পর্যবেক্ষকের কাছে জমা দিয়েছি । " তিনি জানান, তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে গণনাকেন্দ্রে সেইসব আধিকারিকদের উপর যেন বিশেষ নজর রাখা হয় । তাঁদের নামের একটি লিস্টও আজ পর্যবেক্ষককে জমা দিয়েছেন তিনি । ওই লিস্টে চার-পাঁচজন আধিকারিকের নাম রয়েছে । গণনাকেন্দ্রের দায়িত্ব থেকে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ), কুশমণ্ডির BDO সহ মোট পাঁচজন আধিকারিকের অব্যাহতির দাবি তোলা হয়েছে BJP-র পক্ষ থেকে । BJP-র দাবি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওই দুই আধিকারিক নিরপেক্ষ নন । সরকারি পদে থেকে কুশমণ্ডির BDO প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রোজ তীব্র সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বলে অভিযোগ ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি।

বালুরঘাট, 21 মে: গত পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি রুখতে এবার জেলায় আগে থেকেই তৎপর হল BJP । লোকসভা নির্বাচনে বালুরঘাট গণনাকেন্দ্রে জেলা প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিককে গণনাকেন্দ্র থেকে সরানো ও তাঁদের উপর কমিশনের বিশেষ নজরদারি চালানোর দাবি জানানো হয়েছে BJP-র পক্ষ থেকে । সেইসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছেও বিষয়টি জানিয়েছে BJP ।

ভিডিয়োয় শুনুন বাপি সরকারের বক্তব্য

এবিষয়ে আজ বিকেলে বালুরঘাটে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "আমাদের জেলায় কিছু সরকারি আধিকারিক বিভিন্ন সরকারি পোস্টে থেকে শাসকদলের নেতাদের মতো আচরণ করছেন । তাঁদের কিছু ফুটেজ আজ আমরা পর্যবেক্ষকের কাছে জমা দিয়েছি । " তিনি জানান, তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে গণনাকেন্দ্রে সেইসব আধিকারিকদের উপর যেন বিশেষ নজর রাখা হয় । তাঁদের নামের একটি লিস্টও আজ পর্যবেক্ষককে জমা দিয়েছেন তিনি । ওই লিস্টে চার-পাঁচজন আধিকারিকের নাম রয়েছে । গণনাকেন্দ্রের দায়িত্ব থেকে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ), কুশমণ্ডির BDO সহ মোট পাঁচজন আধিকারিকের অব্যাহতির দাবি তোলা হয়েছে BJP-র পক্ষ থেকে । BJP-র দাবি, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওই দুই আধিকারিক নিরপেক্ষ নন । সরকারি পদে থেকে কুশমণ্ডির BDO প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রোজ তীব্র সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বলে অভিযোগ ।

পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি।

Intro:দু’,মাস ছুটির ফলে শেষ হবে না পাঠ্যক্রম, সকালে স্কুল খোলার আবেদন জানিয়ে ডিআইকে ঘেরাও করে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের।।

বালুরঘাট, ৭ মে: দীর্ঘ দু’মাস ধরে সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বন্ধের প্রতিবাদে এবার সরব হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার বিকেলে জেলা স্কুল পরিদর্শকের (প্রাথমিক) অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল সংগঠনের শতাধিক শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে জেলা স্কুল পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।   

প্রসঙ্গত, গত ২রা মে তে শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যাতে উল্লেখ ছিল সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের ক্লাস ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার। ক্লাস সাসপেন্ড হলেও শিক্ষক শিক্ষিকাদের যেতে হবে বলে স্কুলে নির্দেশিকায় উল্লেখ ছিল। এদিকে পরদিনই আবার নির্দেশিকা জারি করা হয়। যাতে জানানো হয় সম্পূর্ণভাবে টানা প্রায় দু’মাসসরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বন্ধ রাখার জন্য। ঘটনার প্রতিবাদে সরব হয় বিভিন্ন শিক্ষক সংগঠন ও পড়ুয়ারা। শিক্ষা দফতরের তুঘলকি আদেশের ফলে প্রত‍্যন্ত গ্রামাঞ্চলের শিশুরা পড়াশোনায় পিছিয়ে পড়বে। সময়ে পাঠ্যক্রম শেষও হবে না। ফলে মূল‍্যায়ণে আশানুরূপ নম্বর সংগ্রহ করতে পারবে না পড়ুয়ারা। তাই দু’মাস স্কুল বন্ধ না রেখে সকালে স্কুল খোলা ও ক্লাস করার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

এবিষয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর শাখার জেলা সম্পাদক সুকান্ত মণ্ডল জানান, আগামী আগস্ট মাসে পরীক্ষা রয়েছে। এত দিন স্কুল বন্ধ থাকলে পাঠ্যক্রম শেষ করা সম্ভব হবে না। পাশাপাশি তিনি আরও বলেনএমনিতেই শিশুদের পাশফেল নেই। তারপরও টানা দুই মাস বিদ্যালয় বন্ধ থাকলে প্রত‍্যন্ত গ্রামাঞ্চলের শিশুরা পড়াশোনা প্রায় ভুলেই যাবে। এছাড়া হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের একাংশ বিদ‍্যালয়ের মধ‍্যাহ্নকালীন আহারের উপর নির্ভরশীল। তাই বিদ্যালয় বন্ধ থাকলে শিশুরা দীর্ঘদিন পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকবে। এছাড়াও দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকলে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাবে। তাই অবিলম্বে এই আদেশনামা প্রত‍্যাহার করে সকালে বিদ্যালয় শুরুর আবেদন ও প্রস্তাব জানিয়েছেন।

অন্য দিকে দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) মৃণাল কান্তি রায় সিংহ জানান, শিক্ষকদের দাবি দাওয়া গুলোর পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।  Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : May 22, 2019, 12:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.