বংশীহারী, 2 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলা পুলিশকর্মীর ৷ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতে তিনি কর্মরত ছিলেন ৷ গতরাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর ছেলেও বর্তমানে কোরোনা আক্রান্ত ৷ তাঁকে গঙ্গারামপুর স্টেডিয়ামের কোরোনা হাসপাতালে রাখা হয়েছে ৷ এই নিয়ে জেলা মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা আট ৷
প্রসঙ্গত, 13 জুলাই গঙ্গারামপুর মহকুমা আদালতের সমস্ত কর্মীদের ও ওই পুলিশকর্মীর ছেলের কোরোনা পরীক্ষা করা হয় ৷ 16 জুলাই পরীক্ষার রিপোর্ট আসে ৷ এই রিপোর্ট অনুযায়ী, মৃত পুলিশকর্মীকে প্রথমে বালুরঘাটের নাট্যউৎকর্ষ কেন্দ্রের কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, মহিলা পুলিশকর্মীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ গতরাতে মৃত্যু হয় তাঁর ৷
কোরোনা মোকাবিলায় প্রথম থেকেই কাজ করছিলেন এই মহিলা পুলিশকর্মী ৷ স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশকর্মীরাও ৷ এই কঠিন পরিস্থিতিতে কাজ করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হয়েছেন অনেক পুলিশকর্মী ৷ এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে এক মহিলা পুলিশকর্মীর ৷ তাঁর ছেলেও কোরোনা আক্রান্ত ৷ গঙ্গারামপুরে তাঁকে রাখা হয়েছে ৷ আমরা পুলিশকর্মীরা ভীষণভাবে শোকাহত ৷"