ETV Bharat / state

বালুরঘাটে মদের দোকানে আগুন, পরে আসে নিয়ন্ত্রণে - লকডাউন

লকডাউনের জন্য একমাসের বেশি সময় ধরে বন্ধ ছিল মদের দোকান । কয়েকদিন আগেই সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও মদের দোকান খোলে । নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা থাকছে । এইদিকে লকডাউনের মধ্যেই বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় থাকা একটি মদের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে ।

balurghat
balurghat
author img

By

Published : May 10, 2020, 11:16 AM IST

বালুরঘাট, 10 মে : বালুরঘাটে সাড়ে তিন নম্বর এলাকায় একটি মদের দোকানে আগুন লাগে । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । তবে দমকলকর্মীরা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় । গতকাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান । তবে আগুনে শুধুমাত্র বিদ্যুতের তার পুড়ে গেছে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ ।

লকডাউনের জন্য একমাসের বেশি সময় ধরে বন্ধ ছিল মদের দোকান । কয়েকদিন আগেই সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও মদের দোকান খোলে । নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা থাকছে । এদিকে লকডাউনের মধ্যেই গতকাল বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় থাকা একটি মদের দোকানে আগুন লেগে যায় । খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । ওই মদের দোকানের পাশে বইসহ একাধিক দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা ।

দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা ।

বালুরঘাট, 10 মে : বালুরঘাটে সাড়ে তিন নম্বর এলাকায় একটি মদের দোকানে আগুন লাগে । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । তবে দমকলকর্মীরা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় । গতকাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান । তবে আগুনে শুধুমাত্র বিদ্যুতের তার পুড়ে গেছে । ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ ।

লকডাউনের জন্য একমাসের বেশি সময় ধরে বন্ধ ছিল মদের দোকান । কয়েকদিন আগেই সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাটেও মদের দোকান খোলে । নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা থাকছে । এদিকে লকডাউনের মধ্যেই গতকাল বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় থাকা একটি মদের দোকানে আগুন লেগে যায় । খবর দেওয়া হয় দমকল ও পুলিশে । ওই মদের দোকানের পাশে বইসহ একাধিক দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা ।

দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.