ETV Bharat / state

টেস্ট ড্রাইভে গিয়ে গাড়িতে আগুন, বাঁচলেন 4 জন - test driving

হিলি থানা এলাকায় একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান কয়েকজন ৷ গাড়ি কেনার আগে টেস্ট ড্রাইভ করতে গিয়েই বিপত্তি ৷ গাড়িটিতে আগুন লেগে যায় ৷

আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা
আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা
author img

By

Published : Apr 10, 2020, 9:33 PM IST

হিলি, 10 এপ্রিল : টেস্ট ড্রাইভ করতে গিয়ে গাড়িতে আগুন ৷ প্রাণে বাঁচলেন চালক সহ চারজন ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটে হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় গাড়িটি ৷ কিন্তু কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ৷

মাস দেড়েক আগে গাড়ি কেনেন মিলন দাস ৷ কিছু সমস্যা থাকায় তা বিক্রি করার সিদ্ধান্ত নেন ৷ সেই মতো আজ হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়ের লালপুরে মিলনের বাড়িতে গাড়িটি দেখতে আসেন কয়কজন ৷ টেস্ট ড্রাইভ করারও সিদ্ধান্ত নেন তাঁরা ৷ সেই মতো চারজন গাড়িটি নিয়ে টেস্ট ড্রাইভে বের হন ৷ কিন্তু, শ্রীরামপুরের কাছে চলন্ত অবস্থায় হঠাৎই গাড়িতে আগুন লেগে যায় ৷ তড়িঘড়ি চারজনই গাড়ি থেকে বেরিয়ে যান ৷ আগুন লাগার কিছু পরেই পেট্রল ট্যাঙ্কও ফেটে যায় ৷ পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

টেস্ট ড্রাইভ করতে গিয়ে এই গাড়িতেই আগুন লেগে যায়
টেস্ট ড্রাইভ করতে গিয়ে এই গাড়িতেই আগুন লেগে যায়

গাড়ির মালিক মানিক দাস জানান, হঠাৎ খবর পান তাঁর গাড়িতে আগুন লেগেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে যান তিনি ৷ তবে কী করে আগুন লাগল বুঝতে পারছেন না বলে জানান ৷ অন্যদিকে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গরমের কারণে পেট্রল ট্যাঙ্ক থেকে আগুন লাগতে পারে ৷

আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা
আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা

হিলি, 10 এপ্রিল : টেস্ট ড্রাইভ করতে গিয়ে গাড়িতে আগুন ৷ প্রাণে বাঁচলেন চালক সহ চারজন ৷ আজ বিকেলে ঘটনাটি ঘটে হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় গাড়িটি ৷ কিন্তু কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ৷

মাস দেড়েক আগে গাড়ি কেনেন মিলন দাস ৷ কিছু সমস্যা থাকায় তা বিক্রি করার সিদ্ধান্ত নেন ৷ সেই মতো আজ হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়ের লালপুরে মিলনের বাড়িতে গাড়িটি দেখতে আসেন কয়কজন ৷ টেস্ট ড্রাইভ করারও সিদ্ধান্ত নেন তাঁরা ৷ সেই মতো চারজন গাড়িটি নিয়ে টেস্ট ড্রাইভে বের হন ৷ কিন্তু, শ্রীরামপুরের কাছে চলন্ত অবস্থায় হঠাৎই গাড়িতে আগুন লেগে যায় ৷ তড়িঘড়ি চারজনই গাড়ি থেকে বেরিয়ে যান ৷ আগুন লাগার কিছু পরেই পেট্রল ট্যাঙ্কও ফেটে যায় ৷ পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন ৷

টেস্ট ড্রাইভ করতে গিয়ে এই গাড়িতেই আগুন লেগে যায়
টেস্ট ড্রাইভ করতে গিয়ে এই গাড়িতেই আগুন লেগে যায়

গাড়ির মালিক মানিক দাস জানান, হঠাৎ খবর পান তাঁর গাড়িতে আগুন লেগেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থানে যান তিনি ৷ তবে কী করে আগুন লাগল বুঝতে পারছেন না বলে জানান ৷ অন্যদিকে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গরমের কারণে পেট্রল ট্যাঙ্ক থেকে আগুন লাগতে পারে ৷

আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা
আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকল কর্মীরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.