ETV Bharat / state

Gangarampur Suicide : ছেলের বৌভাতের দিন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বাবা

author img

By

Published : Mar 13, 2022, 6:48 PM IST

ছেলের বৌভাতের দিন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বাবা (Father Suicide on Marraige Reception Day of Son) ৷ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 16নং ওয়ার্ডের সুভাষপল্লির পদ্মপুকুর এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রবীরকুমার দাস, পেশায় গাড়িচালক ।

Suicide Case
Suicide Case

গঙ্গারামপুর, 13 মার্চ : ছেলের বিয়ের আনন্দ উৎসবের মাঝে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বাবা (Father Suicide on Marraige Reception Day of Son) ।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 16নং ওয়ার্ডের সুভাষপল্লির পদ্মপুকুর এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রবীরকুমার দাস ৷ বয়স 45 বছর । পেশায় তিনি গাড়িচালক ।

আরও পড়ুন : Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ছিল প্রবীরবাবুর ছেলে প্রীতম দাসের বিয়ে । বিয়ে করে শনিবার রাতে বৌ নিয়ে বাড়ি ফেরেন ছেলে । ছেলে বৌ নিয়ে ফেরার পর রাতে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা । রবিবার সকালে নিজের ঘরেই প্রবীরবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেv তাঁকে । এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : Asansol-Ballygunge Bye Election 2022 : তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, আসানসোলে শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

এই বিষয়ে মৃতের ছেলে প্রীতম দাস বলেন, "গতকাল আমি বিয়ে করে বাড়ি ফিরলাম এবং রাতের বেলা বাড়ির সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম ৷ তখন বাবা ঠিকই ছিলেন ৷ সকাল বেলা উঠে দেখি নিজের ঘরেই বাবার মৃতদেহ ঝুলছে । বাবার সঙ্গে কারওর হয়ত কিছু হয়েছিল, সেই জন্য ফাঁসি দিয়েছে ।"

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বললেন, "গঙ্গারামপুর থানার সুভাষপল্লি এলাকায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা শুনেছি এবং কি কারণে আত্মহত্যা করল আমরা খোঁজ নিয়ে দেখছি । শুনেছি গতকাল রাতে তার ছেলে বাড়িতে বৌ নিয়ে এসেছে এবং তারপরে হয়তো কোন কিছু হয়েছে এবং রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি । গঙ্গারামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।"

আরও পড়ুন : Aadhaar Card Reunites Mother Son : আধার কার্ড 6 বছর পর মিলিয়ে দিল মা ও নিখোঁজ ছেলেকে

এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তেমনি শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে । কি কারণে আত্মঘাতী হলেন প্রবীরবাবু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা ।

গঙ্গারামপুর, 13 মার্চ : ছেলের বিয়ের আনন্দ উৎসবের মাঝে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বাবা (Father Suicide on Marraige Reception Day of Son) ।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার 16নং ওয়ার্ডের সুভাষপল্লির পদ্মপুকুর এলাকায় । মৃত ব্যক্তির নাম প্রবীরকুমার দাস ৷ বয়স 45 বছর । পেশায় তিনি গাড়িচালক ।

আরও পড়ুন : Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ছিল প্রবীরবাবুর ছেলে প্রীতম দাসের বিয়ে । বিয়ে করে শনিবার রাতে বৌ নিয়ে বাড়ি ফেরেন ছেলে । ছেলে বৌ নিয়ে ফেরার পর রাতে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা । রবিবার সকালে নিজের ঘরেই প্রবীরবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেv তাঁকে । এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায় ।

আরও পড়ুন : Asansol-Ballygunge Bye Election 2022 : তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, আসানসোলে শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

এই বিষয়ে মৃতের ছেলে প্রীতম দাস বলেন, "গতকাল আমি বিয়ে করে বাড়ি ফিরলাম এবং রাতের বেলা বাড়ির সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম ৷ তখন বাবা ঠিকই ছিলেন ৷ সকাল বেলা উঠে দেখি নিজের ঘরেই বাবার মৃতদেহ ঝুলছে । বাবার সঙ্গে কারওর হয়ত কিছু হয়েছিল, সেই জন্য ফাঁসি দিয়েছে ।"

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বললেন, "গঙ্গারামপুর থানার সুভাষপল্লি এলাকায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথা শুনেছি এবং কি কারণে আত্মহত্যা করল আমরা খোঁজ নিয়ে দেখছি । শুনেছি গতকাল রাতে তার ছেলে বাড়িতে বৌ নিয়ে এসেছে এবং তারপরে হয়তো কোন কিছু হয়েছে এবং রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি । গঙ্গারামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।"

আরও পড়ুন : Aadhaar Card Reunites Mother Son : আধার কার্ড 6 বছর পর মিলিয়ে দিল মা ও নিখোঁজ ছেলেকে

এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তেমনি শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকাজুড়ে । কি কারণে আত্মঘাতী হলেন প্রবীরবাবু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.