কুশমাণ্ডি, 6 মে : দীর্ঘ 30 বছরের বাম জমানার পতন ঘটিয়ে ঘাসফুল মাথা তুলল কুশমাণ্ডিতে ৷ স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা ব্লক জুড়ে । গত 30 বছরে টানা ছ'বার এই বিধানসভা কেন্দ্রে জয়ী হন আরএসপি প্রার্থী নর্মদা রায় । এবারে আরএসপি প্রার্থী বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলেন । 2011 সাল এবং 2016 সালে তৃণমূলের ঝড় থাকা সত্ত্বেও কুশমাণ্ডি কেন্দ্রে মাথা তুলে দাঁড়াতে পারেনি তৃণমূল । কিন্তু, 2021 সালে পালাবদল ঘটল এই কেন্দ্রে । দীর্ঘ বাম জমানার অবসান ঘটিয়ে কুশমাণ্ডিও এবার নিজের দখলে রাখল তৃণমূল । তৃণমূল প্রার্থী রেখা রায় 12 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হন ।
কুশমাণ্ডি ব্লকের সমস্ত রাজবংশী, দেশীয় পলিয়ারা এতদিন ধরে বামকে ভোট দিয়ে এসেছেন । কিন্তু তৃণমূলের আমলে বাম বিধায়ক গত 10 বছরে রাজবংশী, দেশীয় পলিয়াদের কোনওভাবে সাহায্য ও 60 বছরের উর্ধ্বে ব্যক্তিদের কোনও ভাতার ব্যবস্থা করে দিতে পারেনি বলে অভিযোগ । সেইকারণে এবারে তাদের ভোটটা তৃণমূলের দিকে গিয়েছে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন : কড়া হাতে হিংসা দমন করা হবে, শপথ নিয়েই বললেন মুখ্য়মন্ত্রী
এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আজিদুর রহমান বলেন, "প্রায় 30 বছর ধরে জিতে আসছেন নর্মদা রায় । 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর রেখা রায়কে প্রার্থী করা হয় । এ বছর কঠোর পরিশ্রম ও লড়াইয়ের ভাল ফলস্বরূপ বাম বিধায়ককে পরাজিত করে তৃণমূল প্রার্থী রেখা রায় বিপুল ভোটের ব্যবধানে জেতেন । দীর্ঘ 30 বছরের বাম জমানার অবসান ঘটল 2021 সালে । আমরা খুবই খুশি । "
কুশমাণ্ডি ব্লকের নাট্যকার সুরজিৎ ঘোষ জানান, আমরা এখানকার সমস্ত নাট্যকারের পক্ষ থেকে তৃণমূল প্রার্থী রেখা রায়কে ভোটের আগে বলেছিলাম কুশমাণ্ডি ব্লকে কোনও থিয়েটার করার অডিটোরিয়াম নেই ৷ উনি জিতলে যেন একটি অডিটোরিয়াম তৈরি করে দেওয়া হয় ৷ তিনি আমাদের কথা রাখবেন বলে আমরা আশাবাদী ।