ETV Bharat / state

হরিরামপুরে পঞ্চায়েত প্রধানের উদ্যোগে তৈরি হচ্ছে ইকো পার্ক - Eco Park construction at Harirampur Block in South Dinajpur

পঞ্চায়েত প্রধান শাহনাজ পারভিনের উদ্যোগে তৈরি হচ্ছে এই ইকো পার্কটি ৷

ইকো পার্ক
ইকো পার্ক
author img

By

Published : Nov 4, 2020, 2:00 PM IST

হরিরামপুর, 3 নভেম্বর : হরিরামপুরের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বালিহারা এলাকায় খয়ের বাড়ি বালিহারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইকো পার্ক নির্মাণের কাজ চলছে ৷ এলাকাবাসীর মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখেই ইকো পার্ক নির্মাণের কাজে উদ্যোগী হয়েছেন পঞ্চায়েত প্রধান শাহনাজ পারভিন ৷

এই নবনির্মিত ইকো পার্কে শিশুদের খেলার জন্য স্লিপার, দোলনা বসানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি এই পার্কের মাঝে একটি ফোয়ারা লাগানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পার্কের বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা রয়েছে ৷ পার্কের সৌন্দর্যায়নের দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে ৷

হরিরামপুরে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ইকো পার্ক নির্মাণ

এলাকার এক বাসিন্দা সেরিনা বিবি বলেন, "আমাদের সন্তানরা এদিক-ওদিক ঘুরে না বেরিয়ে পার্কে খেলাধুলা করতে পারবে ৷ তাদের মানসিক ও শারীরিক বিকাশ হবে ৷" পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।

পঞ্চায়েতের প্রধান শাহনাজ পারভিন বলেন, এলাকাবাসীর কথা মাথায় রেখে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে । বলেন, "শিশুরা দেশের ভবিষ্যৎ ৷ তাদের মানসিক ও শারীরিক বিকাশ সুস্থভাবে হওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস । "

হরিরামপুর, 3 নভেম্বর : হরিরামপুরের সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের বালিহারা এলাকায় খয়ের বাড়ি বালিহারা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইকো পার্ক নির্মাণের কাজ চলছে ৷ এলাকাবাসীর মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখেই ইকো পার্ক নির্মাণের কাজে উদ্যোগী হয়েছেন পঞ্চায়েত প্রধান শাহনাজ পারভিন ৷

এই নবনির্মিত ইকো পার্কে শিশুদের খেলার জন্য স্লিপার, দোলনা বসানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি এই পার্কের মাঝে একটি ফোয়ারা লাগানোর ব্যবস্থা করা হয়েছে ৷ পার্কের বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা রয়েছে ৷ পার্কের সৌন্দর্যায়নের দিকে বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে ৷

হরিরামপুরে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ইকো পার্ক নির্মাণ

এলাকার এক বাসিন্দা সেরিনা বিবি বলেন, "আমাদের সন্তানরা এদিক-ওদিক ঘুরে না বেরিয়ে পার্কে খেলাধুলা করতে পারবে ৷ তাদের মানসিক ও শারীরিক বিকাশ হবে ৷" পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।

পঞ্চায়েতের প্রধান শাহনাজ পারভিন বলেন, এলাকাবাসীর কথা মাথায় রেখে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে । বলেন, "শিশুরা দেশের ভবিষ্যৎ ৷ তাদের মানসিক ও শারীরিক বিকাশ সুস্থভাবে হওয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.