ETV Bharat / state

কোরোনা : সোশাল মিডিয়ায় গুজব রুখতে কঠোর প্রশাসন - কোরোনাভাইরাস খবর

কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে ৷ তা বন্ধ করতেই আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল বালুরঘাট জেলা পুলিশ ও প্রশাসন ৷

corona
কোরোনা
author img

By

Published : Mar 18, 2020, 10:19 PM IST

Updated : Mar 18, 2020, 11:07 PM IST

বালুরঘাট, ১৮ মার্চ : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় কোনও গুজব ছড়ালে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন । এমনকী, সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোয় একজনকে আটক করার পাশাপাশি কয়েকজনকে সতর্ক করেছে জেলা স্বাস্থ্যবিভাগ । আগামী দিনে কোরোনা নিয়ে কোনও ধরনের গুজব বা অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস বিশ্বের ১৩৭টি দেশে থাবা বসিয়েছে । ইতিমধ্যে রাজ্যের একজনের শরীরেও কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছে । এই অবস্থায় কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কড়া পদক্ষেপ করল । কোরোনা নিয়ে কোনও ধরনের গুজব বা অপপ্রচার সোশাল মিডিয়ায় চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোয় কুশমণ্ডির এক বাসিন্দাকে আটক করা হয় । যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় । অন্যদিকে, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য বালুরঘাটের বেশ কয়েকজনকে সতর্ক করেছে জেলা স্বাস্থ্যবিভাগ । পাশাপাশি গুজব বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সেল খোলা হয়েছে । সেই সেলের পুলিশ কর্মীরা সারাক্ষণ সোশাল মিডিয়ার উপর নজরদারি চালাচ্ছে ।

শুনে নিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-র বক্তব্য

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন , "এমনিতেই কোরোনা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত । তার মধ্যে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব । কোরোনা নিয়ে যাঁরা সোশাল মিডিয়ায় গুজব বা অপপ্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । কোরোনা নিয়ে সোশাল মিডিয়ার গুজব ছড়ানোর জন্য সরকারি কর্মীকে আটক করা হয়েছিল । যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় । অন্যদিকে, বালুরঘাটেও কয়েকজনকে আটক করা হয় । আগামী দিনে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় কোনও ধরনের গুজব ছড়ালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন , "সাধারণ মানুষের কোনও জিজ্ঞাসা থাকলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন ।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সোশাল মিডিয়ার উপর বিশেষ নজরদারি চালাচ্ছেন তাঁরা । গুজবের কোনও খবর পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

বালুরঘাট, ১৮ মার্চ : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় কোনও গুজব ছড়ালে এবার আইনি ব্যবস্থা নিতে চলেছে জেলা প্রশাসন । এমনকী, সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোয় একজনকে আটক করার পাশাপাশি কয়েকজনকে সতর্ক করেছে জেলা স্বাস্থ্যবিভাগ । আগামী দিনে কোরোনা নিয়ে কোনও ধরনের গুজব বা অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ।

প্রসঙ্গত, কোরোনা ভাইরাস বিশ্বের ১৩৭টি দেশে থাবা বসিয়েছে । ইতিমধ্যে রাজ্যের একজনের শরীরেও কোরোনা ভাইরাসের সন্ধান মিলেছে । এই অবস্থায় কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কড়া পদক্ষেপ করল । কোরোনা নিয়ে কোনও ধরনের গুজব বা অপপ্রচার সোশাল মিডিয়ায় চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোয় কুশমণ্ডির এক বাসিন্দাকে আটক করা হয় । যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় । অন্যদিকে, সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য বালুরঘাটের বেশ কয়েকজনকে সতর্ক করেছে জেলা স্বাস্থ্যবিভাগ । পাশাপাশি গুজব বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সেল খোলা হয়েছে । সেই সেলের পুলিশ কর্মীরা সারাক্ষণ সোশাল মিডিয়ার উপর নজরদারি চালাচ্ছে ।

শুনে নিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-র বক্তব্য

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন , "এমনিতেই কোরোনা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত । তার মধ্যে সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে গুজব । কোরোনা নিয়ে যাঁরা সোশাল মিডিয়ায় গুজব বা অপপ্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । কোরোনা নিয়ে সোশাল মিডিয়ার গুজব ছড়ানোর জন্য সরকারি কর্মীকে আটক করা হয়েছিল । যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় । অন্যদিকে, বালুরঘাটেও কয়েকজনকে আটক করা হয় । আগামী দিনে কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় কোনও ধরনের গুজব ছড়ালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন , "সাধারণ মানুষের কোনও জিজ্ঞাসা থাকলে প্রশাসনের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন ।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সোশাল মিডিয়ার উপর বিশেষ নজরদারি চালাচ্ছেন তাঁরা । গুজবের কোনও খবর পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Mar 18, 2020, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.