ETV Bharat / state

দল বদলালেও বদলায়নি ছবি, জেলা পরিষদ ভবনে এখনও একই ফ্রেমে মমতা-বিপ্লব - মমতা বন্দ্যোপাধ্যায়

দলবদলের পর আজই প্রথম জেলা পরিষদ ভবনে আসেন লিপিকা রায়, বিপ্লব মিত্ররা । জেলা পরিষদের 10 জন সদস্য BJP-তে যোগ দিলেও আজ জেলা পরিষদ ভবনে আসেন মাত্র ছ'জন । BJP-র তরফে জানানো হয় এই চারজন না কি "অসুস্থ", তাই আসতে পারেননি ।

একফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র
author img

By

Published : Jul 11, 2019, 9:35 PM IST

Updated : Jul 11, 2019, 9:53 PM IST

বালুঘাট, 11 জুলাই : দিল্লি থেকে ফিরে আজই প্রথম জেলা পরিষদ ভবনে এলেন লিপিকা রায়, বিপ্লব মিত্ররা । সভাধিপতি লিপিকা রায় বসলেন নিজের আসনে । পাশে তখন বিপ্লববাবু । তৃণমূল ছেড়ে আজ ওরা BJP-তে । আর পিছন থেকে উঁকি মারছে পুরনো দিনের ছবি । একফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র ।

সমস্যাটা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে থেকেই । বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষের পরাজয়ের পরই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । এরপরই দলত্যাগ করেন তিনি । সেই সঙ্গে দল ছাড়েন তৃণমূল কংগ্রেসের 10 জেলা পরিষদ সদস্যও । এদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ।

BJP তে যোগদানের পর 7 জুলাই রাজ্যে ফেরেন বিপ্লব মিত্র সহ জেলা পরিষদের সদস্যরা । 10 জন সদস্য BJP-তে যোগ দিলেও আজ জেলা পরিষদ ভবনে আসেন মাত্র ছ'জন । বিশ্বনাথ পাহান, গৌরী মালি, ইরা রায় ও পঞ্চানন বর্মণ উপস্থিত ছিলেন না । BJP-র তরফে জানানো হয় এই চারজন না কি 'অসুস্থ', তাই আসতে পারেননি ।

জেলা পরিষদ ভবনে এখনও একই ফ্রেমে মমতা-বিপ্লব

এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারির

এদিকে, জেলা পরিষদ ভবনে এসেই নিজের ঘরে আসেন লিপিকা রায় । ছিলেন বিপ্লব মিত্র, BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকাররা । এরা কেউই এখন তৃণমূল কংগ্রেসের সদস্য নন । তবুও জেলা সভাধিপতির ঘরে দেখা গেল মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবি । তৃণমূল নেত্রীর সঙ্গে এক ফ্রেমে বিপ্লব মিত্র ।

এই সংক্রান্ত খবর : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP

তিনি বলেন, "পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে জেলা সভাধিপতির বিরুদ্ধে কোনও অনাস্থা আনা যায় না । পাশাপাশি, মোট সদস্যের এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই দল পরিবর্তন করা যায় ।" জেলা পরিষদে BJP-তে যোগদানকারী চার সদস্যই আজ অনুপস্থিত ছিলেন । এবিষয়ে তিনি বলেন, "আজ নানা কারণে কয়েকজন সদস্য আসতে পারেননি । যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ও পুলিশ-প্রশাসন ভয় দেখাচ্ছে তাতে অনেকেই সন্ত্রস্ত হয়ে পড়ছেন । BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো হচ্ছে । ভয় না পেয়ে সকলে মিলে একসঙ্গে লড়তে হবে । আইন সবার জন্য সমান ।"

এই সংক্রান্ত খবর : দেড় মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে, হুঁশিয়ারি বিপ্লবের

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় বলেন, "আগামী দিনে সকলকে নিয়েই কাজ করব ।"

বালুঘাট, 11 জুলাই : দিল্লি থেকে ফিরে আজই প্রথম জেলা পরিষদ ভবনে এলেন লিপিকা রায়, বিপ্লব মিত্ররা । সভাধিপতি লিপিকা রায় বসলেন নিজের আসনে । পাশে তখন বিপ্লববাবু । তৃণমূল ছেড়ে আজ ওরা BJP-তে । আর পিছন থেকে উঁকি মারছে পুরনো দিনের ছবি । একফ্রেমে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিপ্লব মিত্র ।

সমস্যাটা শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে থেকেই । বালুরঘাট কেন্দ্রে অর্পিতা ঘোষের পরাজয়ের পরই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে । এরপরই দলত্যাগ করেন তিনি । সেই সঙ্গে দল ছাড়েন তৃণমূল কংগ্রেসের 10 জেলা পরিষদ সদস্যও । এদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ।

BJP তে যোগদানের পর 7 জুলাই রাজ্যে ফেরেন বিপ্লব মিত্র সহ জেলা পরিষদের সদস্যরা । 10 জন সদস্য BJP-তে যোগ দিলেও আজ জেলা পরিষদ ভবনে আসেন মাত্র ছ'জন । বিশ্বনাথ পাহান, গৌরী মালি, ইরা রায় ও পঞ্চানন বর্মণ উপস্থিত ছিলেন না । BJP-র তরফে জানানো হয় এই চারজন না কি 'অসুস্থ', তাই আসতে পারেননি ।

জেলা পরিষদ ভবনে এখনও একই ফ্রেমে মমতা-বিপ্লব

এই সংক্রান্ত খবর : BJP-তে যোগ বিপ্লব মিত্র ও উইলসন চম্প্রামারির

এদিকে, জেলা পরিষদ ভবনে এসেই নিজের ঘরে আসেন লিপিকা রায় । ছিলেন বিপ্লব মিত্র, BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকাররা । এরা কেউই এখন তৃণমূল কংগ্রেসের সদস্য নন । তবুও জেলা সভাধিপতির ঘরে দেখা গেল মমতার বন্দ্যোপাধ্যায়ের ছবি । তৃণমূল নেত্রীর সঙ্গে এক ফ্রেমে বিপ্লব মিত্র ।

এই সংক্রান্ত খবর : দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP

তিনি বলেন, "পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে জেলা সভাধিপতির বিরুদ্ধে কোনও অনাস্থা আনা যায় না । পাশাপাশি, মোট সদস্যের এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই দল পরিবর্তন করা যায় ।" জেলা পরিষদে BJP-তে যোগদানকারী চার সদস্যই আজ অনুপস্থিত ছিলেন । এবিষয়ে তিনি বলেন, "আজ নানা কারণে কয়েকজন সদস্য আসতে পারেননি । যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা ও পুলিশ-প্রশাসন ভয় দেখাচ্ছে তাতে অনেকেই সন্ত্রস্ত হয়ে পড়ছেন । BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানো হচ্ছে । ভয় না পেয়ে সকলে মিলে একসঙ্গে লড়তে হবে । আইন সবার জন্য সমান ।"

এই সংক্রান্ত খবর : দেড় মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে, হুঁশিয়ারি বিপ্লবের

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় বলেন, "আগামী দিনে সকলকে নিয়েই কাজ করব ।"

Intro:বিজেপিতে যোগদানকারী ১০ মধ্যে ৬ জনকে নিয়ে জেলা পরিষদে পা রাখলেন বিপ্লব মিত্র।।

বালুরঘাট, ১১ জুলাই: দিল্লি থেকে ফেরার পাঁচ দিনের মাথায় বৃহস্পতিবার বিপ্লব মিত্র সহ অন্যান্য জেলা নেতৃত্বদের নিয়ে নিজের কার্যালয়ে পা রাখলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। তবে দিল্লিতে ১০ জন বিজেপিতে যোগদান করলেও এদিন জেলা পরিষদে যান মাত্র ছয়জন। বাকি চার জনের কেউ বাইরে কেউ অসুস্থ আবার কেউ ভীত সন্ত্রস্ত আছে বলে জানানো হয়। এদিন জেলা পরিষদে ঢোকার আগে বৃহস্পতিবার দুপুরে বিজেপিতে যোগদান কারী বিপ্লব মিত্র সহ জেলা পরিষদের ৬ সদস্যকে সম্বর্ধনা দেওয়া হয়। কার্যত এদিনই জেলা পরিষদের দখল নিল বিজেপি বলে মিত্র জানিয়েছেন। যদিও তৃণমূলের বোর্ড তৃণমূলেরই থাকবে বলে জানান অর্পিতা ঘোষ।

প্রসঙ্গত, চলতি লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হন সুকান্ত মজুমদারের কাছে। এদিকে তৃণমূলের খারাপ ফল হওয়ায় বিপ্লব মিত্রকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের নতুন জেলা সভাপতি করা হয় অর্পিতা ঘোষকে। এদিকে ঘটনার কিছুদিন পর গত ২৪ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। ওই দিন বিপ্লব মিত্রের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ মোট ১০ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। গত 6 জুলাই দিল্লি থেকে জেলায় ফেরেন বিপ্লব সহ বিজেপিতে যোগদানকারী জেলা পরিষদের সদস্যরা। অবশেষে জেলায় ফেরার চার দিন পর জেলা পরিষদে পা রাখলেন সভাধিপতি সহ মোট ছয়জন। তবে এদিন হাজির ছিলেন না বিজেপিতে যোগদানকারী চার জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ পাহান, গৌরী মালি, ইরা রায় ও পঞ্চানন বর্মণ।

এদিকে এদিন নিজের কার্যালয়ে ঢোকার পর নিজের চেয়ারে বসেন লিপিকা রায়। এক পাশে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্য দিকে বিপ্লব মিত্র। তখনও সভাধিপতির পেছনে এক ফ্রেমে মমতা ও বিপ্লব মিত্র ও এর একটি ফ্রেমে শুধু মমতা ব্যানার্জির ছবি জ্বল জ্বল করছিল।

এ বিষয়ে সদ্য বিজেপিতে যোগদান কারী বিপ্লব মিত্র জানান, জেলায় ফেরার পর আজ জেলা পরিষদের সকলে মিলে আসেন। স্বাভাবিকভাবেই এখন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য সদস্যরা কাজ করবেন। পঞ্চায়েত আইন অনুযায়ী বোর্ড গঠনের আড়াই বছরের মধ্যে জেলা সভাপতির বিরুদ্ধে কোন অনাস্থা আনা যায় না। পাশাপাশি মোট সদস্যের এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই দল পরিবর্তন করা যায়। তিনি আরো বলেন এদিন কয়েকজন সদস্য আসতে পারেননি নানান কারণে। যেভাবে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতিকারীরা ও পুলিশ প্রশাসন ভয় দেখাচ্ছে তাতে অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পোরা হচ্ছে। আগামীতে তাকে হত জেলে ঢোকানো হবে। ভয় না পেয়ে সকলে মিলে একসঙ্গে লড়তে হবে। আইন সবার জন্য এক।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় জানান, সকলকে নিয়েই তিনি কাজ করবেন ও আগামী দিনে চলবেন।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Jul 11, 2019, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.