ETV Bharat / state

ভারী বর্ষায় দক্ষিণ দিনাজপুরে অজানা জ্বরের প্রকোপ, বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা - south dinajpur fever

গত জুন মাস থেকে অজানা জ্বরে বালুরঘাট সদর হাসপাতালে রোগীরা ভরতি হচ্ছেন । ইতিমধ্যে কয়েকজনের রক্তে ডেঙ্গির উপসর্গ মিলেছে । আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন । এই মূহূর্তে আরও কয়েকজন রোগী জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । যাদের মধ্যে দু'জন রোগীকে বিশেষ নজরে রেখেছেন চিকিৎসকরা ।

বালুরঘাট হাসপাতাল
author img

By

Published : Jul 27, 2019, 5:50 AM IST

বালুরঘাট, 27 জুলাই : ভারী বর্ষা শুরু হতেই অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে । জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে । রোজ পালা করে হাসপাতালে অনেকে ভরতি হচ্ছে । দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যবিভাগ তরফে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় 21 জনের শরীরে ডেঙ্গির উপসর্গ মিলেছে । এই মুহুর্তে বালুরঘাট হাসপাতালেই অজানা জ্বরে ভরতি রয়েছেন 100-রও বেশি মানুষ । তবে এতে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

গত জুন মাস থেকে অজানা জ্বরে বালুরঘাট সদর হাসপাতালে রোগী ভরতি হচ্ছেন । ইতিমধ্যে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গির উপসর্গ মিলেছে । আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন । এই মূহূর্তে আরও কিছু রোগী জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । যাদের মধ্যে দু'জন রোগীকে বিশেষ নজরে রেখেছেন চিকিৎসকরা । বাধো বর্মণ (20) ও হীরালাল রায় (46) । তাঁরা ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গেছে । বালুরঘাট ব্লকের নকশা বেনাপাড়ায় বাড়ি বাধো বর্মণের । মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন । জ্বর না কমায় ফিরে আসেন । গত মঙ্গলবার থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি । অপরদিকে, বালুরঘাট ব্লকের বাউল বরা এলাকার বাসিন্দা পেশায় কৃষক হীরালাল রায় । অসমে পুজা দিতে গেছিলেন তিনি । থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি রয়েছেন । এদিকে অজানা জ্বর ও ডেঙ্গি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে বালুরঘাট ও সংলগ্ন এলাকায় । হাসপাতাল সূত্রে খবর, জ্বরে আক্রান্তদের জন্য হাসপাতালে পৃথক শয্যার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর ।

South dinajpur
বর্ষা শুরু হতেই বাড়ছে অজানা জ্বরের প্রকোপ

বালুরঘাট সদর হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড দুটিতে প্রায় সমস্ত জ্বরের রোগী ভরতি আছেন । এই মুহূর্তে আলাদা শয্যার কোনও দরকার নেই । জ্বর হলেই রোগীরা হাসপাতালে ভরতি হতে আসছে । তবে ডেঙ্গি আক্রান্তদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে । প্রয়োজনে তা ব্যবহার করা হবে বলে ।

balurghat hospital
ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি একাধিকজন

অন্য দিকে এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, যাদের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে তাঁরা বাইরে গিয়েছিলেন । গত জুন থেকে মোট 19 জন ডেঙ্গি নিয়ে বালুরঘাট হাসপাতালে ভরতি ছিলেন । তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । নতুন দু'জন ভরতি হয়েছেন ডেঙ্গি নিয়ে । তাঁরাও বাইরে গিয়েছিলেন । তাঁদের উপর বিশেষ নজর রয়েছে । অযথা আতঙ্কের কারণ নেই ।

বালুরঘাট, 27 জুলাই : ভারী বর্ষা শুরু হতেই অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে । জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে । রোজ পালা করে হাসপাতালে অনেকে ভরতি হচ্ছে । দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্যবিভাগ তরফে জানা গেছে, এখনও পর্যন্ত জেলায় 21 জনের শরীরে ডেঙ্গির উপসর্গ মিলেছে । এই মুহুর্তে বালুরঘাট হাসপাতালেই অজানা জ্বরে ভরতি রয়েছেন 100-রও বেশি মানুষ । তবে এতে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ ।

গত জুন মাস থেকে অজানা জ্বরে বালুরঘাট সদর হাসপাতালে রোগী ভরতি হচ্ছেন । ইতিমধ্যে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গির উপসর্গ মিলেছে । আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন । এই মূহূর্তে আরও কিছু রোগী জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । যাদের মধ্যে দু'জন রোগীকে বিশেষ নজরে রেখেছেন চিকিৎসকরা । বাধো বর্মণ (20) ও হীরালাল রায় (46) । তাঁরা ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গেছে । বালুরঘাট ব্লকের নকশা বেনাপাড়ায় বাড়ি বাধো বর্মণের । মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন । জ্বর না কমায় ফিরে আসেন । গত মঙ্গলবার থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি । অপরদিকে, বালুরঘাট ব্লকের বাউল বরা এলাকার বাসিন্দা পেশায় কৃষক হীরালাল রায় । অসমে পুজা দিতে গেছিলেন তিনি । থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভরতি রয়েছেন । এদিকে অজানা জ্বর ও ডেঙ্গি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে বালুরঘাট ও সংলগ্ন এলাকায় । হাসপাতাল সূত্রে খবর, জ্বরে আক্রান্তদের জন্য হাসপাতালে পৃথক শয্যার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর ।

South dinajpur
বর্ষা শুরু হতেই বাড়ছে অজানা জ্বরের প্রকোপ

বালুরঘাট সদর হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড দুটিতে প্রায় সমস্ত জ্বরের রোগী ভরতি আছেন । এই মুহূর্তে আলাদা শয্যার কোনও দরকার নেই । জ্বর হলেই রোগীরা হাসপাতালে ভরতি হতে আসছে । তবে ডেঙ্গি আক্রান্তদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে । প্রয়োজনে তা ব্যবহার করা হবে বলে ।

balurghat hospital
ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি একাধিকজন

অন্য দিকে এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, যাদের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে তাঁরা বাইরে গিয়েছিলেন । গত জুন থেকে মোট 19 জন ডেঙ্গি নিয়ে বালুরঘাট হাসপাতালে ভরতি ছিলেন । তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । নতুন দু'জন ভরতি হয়েছেন ডেঙ্গি নিয়ে । তাঁরাও বাইরে গিয়েছিলেন । তাঁদের উপর বিশেষ নজর রয়েছে । অযথা আতঙ্কের কারণ নেই ।

Intro:ভাড়ি বর্ষা পড়তেই জেলায় বাড়ছে অজানা জ্বরের প্রকোপ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।।

বালুরঘাট, ২৬ জুলাই: ভাড়ি বর্ষা পড়তেই ফের অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরে। জেলায় দিন দিন জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোজ পালা করে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে ভরতিদের মধ্যে ২ জনের শরীরে ডেঙ্গির উপসর্গ মিলেছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে এখন পর্যন্ত জেলায় ২১ জনের শরীরে ডেঙ্গির উপসর্গ মিলেছে। এই মুহুর্তে বালুরঘাট হাসপাতালেই অজানা জ্বরে ভরতি রয়েছে ১০০ বেশি রোগি। তবে ঘটনায় আতঙ্কের কোন বিষয় নেই বলে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, গত জুন মাস থেকে অজানা জ্বরে বালুরঘাট সদর হাসপাতালে একের পর এক রোগী ভর্তি হচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। আক্রান্তদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছে। এই মূহূর্তে আরও বেশ কিছু অজানা জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতালে। যাদের মধ্যে দু'জন রোগীকে বিশেষ নজরে রেখেছেন চিকিৎসকরা। বাধো বর্মণ (২০) এবং হীরালাল রায় ( ৪৬) ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা যায়। বালুরঘাট ব্লকের নকশা বেনাপাড়ায় বাড়ি বাধো বর্মণের। সে মুম্বাইয়ে শ্রমিকের কাজে গিয়েছিল। জ্বর না কমায় সে চলে আসে বাড়িতে। এখানে গত মঙ্গলবার থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি। অপরদিকে, বালুরঘাট ব্লকের বাউল বরা এলাকার বাসিন্দা পেশায় কৃষক হিরালাল রায়। আসামের কামাক্ষ্যায় পূজা দিতে গেছিলেন তিনি। গত সোমবার থেকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি। এদিকে অজানা জ্বর ও ডেঙ্গি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পরেছে বালুরঘাট ও তার সংলগ্ন এলাকায়। তবে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জ্বরের রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে হাসপাতাল সুপার তপন কুমার বিশ্বাস জানান, পুরুষ এবং মহিলা মেডিসিন ওয়ার্ড দুটিতে প্রায় সমস্ত জ্বরের রোগী ভর্তি আছেন। ফলে এউ মুহূর্তে আলাদা শয্যার কোনও দরকার নেই। জ্বর হলেই রোদীদের মধ্যে হাসপাতালে ভর্তির প্রবণতা বাড়ছে। তবে ডেঙ্গি আক্রান্তদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন।

অন্য দিকে এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, যাদের শরীরে ডেঙ্গির জীবাণু মিলেছে তারা সকলে বাইরে গিয়েছিলেন। গত জুন থেকে মোট ১৯ জন ডেঙ্গি নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি ছিলেন। তারা পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন দু'জন ভর্তি হয়েছেন ডেঙ্গি নিয়ে। তারাও বাইরে গিয়েছিলেন। তাদের উপড় বিশেষ নজর রয়েছে। অযথা আতঙ্কের কারণ নেই।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.