ETV Bharat / state

১০০ দিনের কাজে গতি বাড়াতে নির্দেশ দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের - ১০০ দিনের কাজ দক্ষিণ দিনাজপুর

প্রায় ১৫ দিন ধরে চলছিল পরিদর্শন অভিযান । তারই বিশেষ পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং অনুষ্ঠিত হল বালুরঘাট টাউন হলে । এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত তিন জেলাশাসক ও দুই মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা ।

পর্যালোচনা বৈঠক
author img

By

Published : Nov 25, 2019, 11:29 PM IST

বালুরঘাট, ২৫ নভেম্বর : প্রায় ১৫ দিন ধরে চলছিল পরিদর্শন অভিযান । তারই বিশেষ পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং অনুষ্ঠিত হল বালুরঘাট টাউন হলে । এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত তিন জেলাশাসক ও দুই মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা । বৈঠকে ১০০ দিনের কাজে অগ্রগতি আনতে নির্দেশ দেন জেলাশাসক । প্রসঙ্গত,১০০ দিনের কাজে পিছিয়ে থাকা নিয়েই সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের উপর বেজায় চটে ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শেষ পর্যন্ত সোমবার পর্যালোচনা সভায় উঠে আসা ওই সমস্যার উপর বিশেষ নজর দিতে জেলা ও ব্লক পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেন জেলাশাসক।

জেলা শাসক নিখিল নির্মলের বক্তব্য

জানা গেছে ,পরিদর্শন অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার । তাতে মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছাচ্ছে বা কোনও অসুবিধা আছে কিনা সে বিষয়ে জানতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এই উপলক্ষ্যে গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অভিযান চলে । অভিযান শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা শাসকের নেতৃত্বে এই কর্মসূচিতে একজন IAS (প্রবেশনারি), চার অতিরিক্ত জেলা শাসক সহ ৪২ জন WBCS পদের আধিকারিক ছিলেন ।

১০০ দিনের কাজে কেন পঞ্চায়েতগুলি পিছিয়ে পড়ছে তা নিয়েও রিপোর্ট তলব করেন জেলাশাসক । ১০০ দিনের কাজে সবথেকে বেশি নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও ব্লক অফিসগুলিকে । এখন থেকে প্রতি মাসে এরকম রিভিউ মিটিং হবে । সেখানে জেলার বিভিন্ন প্রকল্পগুলিকে নিয়ে তার অগ্রগতি পরিলক্ষিত করা হবে।

এ প্রসঙ্গে জেলাশাসক নিখিল নির্মল বলেন, "তাঁদের অভিযানে বেশ কিছু সমস্যা ও গাফিলতি উঠে আসে। তাঁদের আধিকারিকদের অভিযানের সময় কিছু ICDS সেন্টার বন্ধ দেখা গিয়েছিল। এছাড়া কিছু স্কুলে কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখা যায়। দুটি রেশন দোকানে চালের মান খারাপ উঠে আসে। মালিকদের শোকজ করা হয়েছে। এছাড়া সব চেয়ে বেশি সমস্যা দেখা গেছে একশো দিনের কাজে । অন্যান্য বিষয় তো বটেই, একশো দিনের প্রকল্পকে সার্থক এবং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।"

বালুরঘাট, ২৫ নভেম্বর : প্রায় ১৫ দিন ধরে চলছিল পরিদর্শন অভিযান । তারই বিশেষ পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং অনুষ্ঠিত হল বালুরঘাট টাউন হলে । এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত তিন জেলাশাসক ও দুই মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা । বৈঠকে ১০০ দিনের কাজে অগ্রগতি আনতে নির্দেশ দেন জেলাশাসক । প্রসঙ্গত,১০০ দিনের কাজে পিছিয়ে থাকা নিয়েই সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের উপর বেজায় চটে ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শেষ পর্যন্ত সোমবার পর্যালোচনা সভায় উঠে আসা ওই সমস্যার উপর বিশেষ নজর দিতে জেলা ও ব্লক পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেন জেলাশাসক।

জেলা শাসক নিখিল নির্মলের বক্তব্য

জানা গেছে ,পরিদর্শন অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার । তাতে মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা কতটা পৌঁছাচ্ছে বা কোনও অসুবিধা আছে কিনা সে বিষয়ে জানতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এই উপলক্ষ্যে গত ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অভিযান চলে । অভিযান শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলা শাসকের নেতৃত্বে এই কর্মসূচিতে একজন IAS (প্রবেশনারি), চার অতিরিক্ত জেলা শাসক সহ ৪২ জন WBCS পদের আধিকারিক ছিলেন ।

১০০ দিনের কাজে কেন পঞ্চায়েতগুলি পিছিয়ে পড়ছে তা নিয়েও রিপোর্ট তলব করেন জেলাশাসক । ১০০ দিনের কাজে সবথেকে বেশি নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও ব্লক অফিসগুলিকে । এখন থেকে প্রতি মাসে এরকম রিভিউ মিটিং হবে । সেখানে জেলার বিভিন্ন প্রকল্পগুলিকে নিয়ে তার অগ্রগতি পরিলক্ষিত করা হবে।

এ প্রসঙ্গে জেলাশাসক নিখিল নির্মল বলেন, "তাঁদের অভিযানে বেশ কিছু সমস্যা ও গাফিলতি উঠে আসে। তাঁদের আধিকারিকদের অভিযানের সময় কিছু ICDS সেন্টার বন্ধ দেখা গিয়েছিল। এছাড়া কিছু স্কুলে কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখা যায়। দুটি রেশন দোকানে চালের মান খারাপ উঠে আসে। মালিকদের শোকজ করা হয়েছে। এছাড়া সব চেয়ে বেশি সমস্যা দেখা গেছে একশো দিনের কাজে । অন্যান্য বিষয় তো বটেই, একশো দিনের প্রকল্পকে সার্থক এবং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।"

Intro:মুখ্যমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর পর্যালোচনা বৈঠকে ১০০ দিনের কাজ গতি বাড়াতে বিডিওদের নির্দেশ দিলেন জেলা শাসক।। 

বালুরঘাট, ২৫ নভেম্বর: পক্ষকাল ব্যাপী চলা পরিদর্শন অভিযানের বিশেষ পর্যালোচনা বৈঠক বা রিভিউ মিটিং অনুষ্ঠিত হল বালুরঘাট টাউন হলে। এদিনের বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত তিন জেলা শাসক ও ২ মহকুমা শাসক সহ অন্যন্যা আধিকারকিকরা। বৈঠকে ১০০ দিনের কাজে অগ্রগতি আনতে জেলা শাসক নির্দেশ দেন। এমনকি ১০০ দিনের কাজে পিছিয়ে থাকা নিয়েই সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসকের উপড় বেজায় চটে ছিলেন মূখ্যমন্ত্রী স্বয়ং। শেষ পর্যন্ত সোমবার পরিদর্শন অভিযান নিয়ে পর্যালোচনা সভায় উঠে আসা ওই সমস্যার উপড় বিশেষ নজর দিতে জেলা ও ব্লক পর্যায়ের আধিকারিকদের নির্দেশ দেন জেলা শাসক।   

জানা গেছে, মানুষের কাছে সমস্ত সরকারি প্রকল্পর সুবিধা কতটা পৌঁছাচ্ছে। কি কি সমস্যা রয়েছে। এছাড়া অসুবিধা সুবিধার বিষয়গুলি কি, তা জানতে পরিদর্শন অভিযান নামে একটি কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। সরকারি সমস্ত প্রকল্পর সুবিধা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১ নভেম্বর থেকে অভিযান শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সরকারি সব পর্যায়ে গিয়ে সরজমিনে এই পর্যবেক্ষণ চলে ১৫ নভেম্বর পর্যন্ত। জেলা শাসকের নেতৃত্বে এই কর্মসূচিতে একজন আইএএস(প্রবেশনারী), চার অতিরিক্ত  জেলা শাসক সহ ৪২ জন ডাব্লিউবিসিএস পদের আধিকারিক ছিলেন। এই  কর্মসূচিতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পরিদর্শন আবশ্যিক ছিল।  

প্রকল্পর মধ্যে ছিল নির্মিয়মান বা সমাপ্ত হওয়া ১০০ দিনের কাজ। এছাড়া, সরকার চালিত আশ্রম বা শিক্ষা প্রতিষ্ঠান,  আইসিডিএস সেন্টার, রেশন দোকান, গ্রামীন শৌচালয় প্রকল্প, কোনো একটি সংসদের গীতাঞ্জলি প্রকল্প, হেলথ সাব সেন্টার এবং বঙ্গীয় সড়ক যোজনাগুলির পরিদর্শন হয়। সোমবার তার রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় বালুরঘাটের জেলাশাসকের দফতরের টাউন হলে (বালুছায়া)। পরিদর্শনের পর যে রিপোর্ট উঠে এসেছে তার ওপর ভিত্তি করে জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কাছে। উঠে এসেছে আইসিডিএস স্কুল ও রেশন ব্যবস্থার বিভিন্ন ধরনের গাফিলতির অভিযোগ। আগামী সাত দিনের মধ্যে সেই সমস্ত গাফিলতি মিটিয়ে রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন জেলাশাসক। 


একশো দিনের কাজে কেন পঞ্চায়েত গুলো পিছিয়ে পড়ছে তা নিয়েও রিপোর্ট তলব করেন জেলাশাসক। ১০০ দিনের কাজকে সবথেকে বেশি নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও ব্লক অফিসগুলিকে। এখন থেকে প্রতি মাসে এরকম রিভিউ মিটিংয় হবে। সেখানে জেলার বিভিন্ন প্রকল্পগুলিকে নিয়ে তার অগ্রগতি পরিলক্ষিত করা হবে। 


এবিষয়ে জেলা শাসক  নিখিল নির্মল বলেন, তাদের অভিযানে বেশ কিছু সমস্যা ও গাফিলতি উঠে আসে। তাদের আধিকারিকদের অভিযানের সময় কিছু আইসিডিএস সেন্টার বন্ধ দেখা গেছিল। এছাড়া কিছু স্কুলে কয়েকজন শিক্ষককে অনুপস্থিত দেখা যায়। দুটি রেশন দোকানে চালের মান খারাপ উঠে আসে। মালিকদের শোকজ করা হয়েছে। এছাড়া সব চেয়ে বেশি সমস্যা দেখা গেছে একশো দিনের কাজে। অধিকাংশ জায়গাতে জর্বকার্ডধারীদের কাজ দিতে পারেনি পঞ্চায়েত। অনান্য বিষয় তো বটেই, একশো দিনের প্রকল্পকে সার্থক এবং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.