ETV Bharat / state

কুমারগঞ্জে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত - covid positive cases at kumarganj

কুমারগঞ্জের গ্রামীণ হাসপাতালে কোরোনা আক্রান্ত প্রসূতি জন্ম দিলেন সুস্থ সন্তানের ৷ বর্তমানে মা ও সন্তান সুস্থ রয়েছেন ৷

covid-positive-patient-gives-birth-a-child-at-kumarganj
কুমারগঞ্জে সুস্থ সন্তানের জন্ম দিলেন কোরোনা আক্রান্ত
author img

By

Published : Aug 17, 2020, 11:00 AM IST

কুমারগঞ্জ, 17 অগাস্ট : কোরোনা আক্রান্ত প্রসূতি জন্ম দিলেন সুস্থ সন্তানের ৷ রবিবার কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের ঘটনা ৷ যুবতি কুমারগঞ্জ ব্লকের কেসুরাইল এলাকার বাসিন্দা ৷ বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে ৷

জানা গেছে, 3 অগাস্ট কোরোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ তার 2 দিনের মধ্যে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ চিকিৎসার জন্য তাঁকে কুমারগঞ্জ ITI কলেজের সেফহোমে নিয়ে আসা হয় ৷ সেখানে কয়েকদিন থাকার পরে তাঁর রবিবারে ভোরের দিকে প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷

এবিষয়ে সুকুমার দে বলেন, "জেলার প্রতিটি হাসপাতালেই কোরোনা আক্রান্ত মায়েদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । সেখানেই মা ও সদ্যোজাতদের চিকিৎসা হবে । এখনও পর্যন্ত মা ও শিশু দু'জনেই সুস্থ রয়েছে । সদ্যোজাত শিশুর যাতে কোনও রকমভাবে সংক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে । প্রয়োজনে 2 থেকে 3 দিন পর সদ্যোজাতের কোরোনা পরীক্ষা করা হতে পারে ৷"

কুমারগঞ্জ, 17 অগাস্ট : কোরোনা আক্রান্ত প্রসূতি জন্ম দিলেন সুস্থ সন্তানের ৷ রবিবার কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের ঘটনা ৷ যুবতি কুমারগঞ্জ ব্লকের কেসুরাইল এলাকার বাসিন্দা ৷ বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে ৷

জানা গেছে, 3 অগাস্ট কোরোনা পরীক্ষার জন্য তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ তার 2 দিনের মধ্যে রিপোর্ট পজ়িটিভ আসে ৷ চিকিৎসার জন্য তাঁকে কুমারগঞ্জ ITI কলেজের সেফহোমে নিয়ে আসা হয় ৷ সেখানে কয়েকদিন থাকার পরে তাঁর রবিবারে ভোরের দিকে প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷

এবিষয়ে সুকুমার দে বলেন, "জেলার প্রতিটি হাসপাতালেই কোরোনা আক্রান্ত মায়েদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । সেখানেই মা ও সদ্যোজাতদের চিকিৎসা হবে । এখনও পর্যন্ত মা ও শিশু দু'জনেই সুস্থ রয়েছে । সদ্যোজাত শিশুর যাতে কোনও রকমভাবে সংক্রমণ না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে । প্রয়োজনে 2 থেকে 3 দিন পর সদ্যোজাতের কোরোনা পরীক্ষা করা হতে পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.