ETV Bharat / state

কোরোনা আক্রান্ত বৃদ্ধা ঘুরলেন সর্বত্র, সেফ হোমে পাঠাতে নাজেহাল স্বাস্থ্যকর্মীরা - দক্ষিণ দিনাজপুরের খবর

কোরোনা আক্রান্ত বৃদ্ধা দিনভর ঘুরলেন গঙ্গারামপুর থেকে বালুরঘাট । সেফ হোমে পাঠাতে গিয়ে নাকানিচোবানি খেলেন স্বাস্থ্যকর্মীরা ।

aa
কোরোনা
author img

By

Published : Aug 16, 2020, 10:35 AM IST

বালুরঘাট, 16 অগাস্ট : কোরোনা আক্রান্ত এক বৃদ্ধাকে নিয়ে ফাঁপড়ে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ । সকাল থেকে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে পৌরসভার দ্বারস্থ হন ওই বৃদ্ধা । অবশেষে গতকাল বিকালে তাঁকে সেফ হোমে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা ।

বৃদ্ধার বাড়ি গঙ্গারামপুর থানার কাঁদিঘাট এলাকায়। বয়স প্রায় 75 বছর । স্বামী অনেকদিন আগেই গত হয়েছেন । এক মেয়ে । তাঁরও বিয়ে হয়েছে বালুরঘাটের খিদিরপুর এলাকায় । 13 অগাস্ট মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী ওই বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হন । এরপর 14 তারিখ স্বাস্থ্যকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন । এদিকে বাড়িতে একা থাকায় সেফ হোমে যেতে রাজি হননি বৃদ্ধা । নিজের বাড়িতেই থাকবেন বলে জানান স্বাস্থ্যকর্মীদের । কিন্তু নিজের বাড়িতে থাকতে গেলেও প্রতিবেশীরা বাধ সাধে বলে অভিযোগ । অগত্যা মেয়ের বাড়ি যাবেন বলে ঠিক করেন । সেই মতো গতকাল ব্যাগ-পত্র গুছিয়ে বেসরকারি বাসে করে বালুরঘাটে আসেন । কিন্তু বালুরঘাট আসার পর থেকেই বিপাকে পড়েন । মেয়ের বাড়ি যেতে চাইলেও যেতে পারেননি । বালুরঘাটে আসার পর অনেকেই জেনে যান তিনি কোরোনা পজ়িটিভ । এরপরে স্থানীয় কয়েকজন তাঁকে বালুরঘাট পৌরসভার সঙ্গে যোগাযোগ করা কথা বলেন । সেইমতো পৌরসভায় যান তিনি ।

পৌরসভায় পৌঁছে পুরো বিষয়টি জানান বৃদ্ধা । কোরোনা পজ়িটিভ হওয়ার পরও তিনি সর্বত্র ঘুরে বেরিয়েছেন জানতে পেরে আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে । পুরো বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এবং পৌর কর্তৃপক্ষের নজরে নিয়ে আসেন কর্মীরা । এরপর বালুরঘাট পৌরসভার অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে চিকিৎসার জন্য হোসেনপুর এলাকার সেফ হোমে নিয়ে যাওয়া হয় ।

বালুরঘাট, 16 অগাস্ট : কোরোনা আক্রান্ত এক বৃদ্ধাকে নিয়ে ফাঁপড়ে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ । সকাল থেকে বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে পৌরসভার দ্বারস্থ হন ওই বৃদ্ধা । অবশেষে গতকাল বিকালে তাঁকে সেফ হোমে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা ।

বৃদ্ধার বাড়ি গঙ্গারামপুর থানার কাঁদিঘাট এলাকায়। বয়স প্রায় 75 বছর । স্বামী অনেকদিন আগেই গত হয়েছেন । এক মেয়ে । তাঁরও বিয়ে হয়েছে বালুরঘাটের খিদিরপুর এলাকায় । 13 অগাস্ট মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী ওই বৃদ্ধা কোরোনায় আক্রান্ত হন । এরপর 14 তারিখ স্বাস্থ্যকর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন । এদিকে বাড়িতে একা থাকায় সেফ হোমে যেতে রাজি হননি বৃদ্ধা । নিজের বাড়িতেই থাকবেন বলে জানান স্বাস্থ্যকর্মীদের । কিন্তু নিজের বাড়িতে থাকতে গেলেও প্রতিবেশীরা বাধ সাধে বলে অভিযোগ । অগত্যা মেয়ের বাড়ি যাবেন বলে ঠিক করেন । সেই মতো গতকাল ব্যাগ-পত্র গুছিয়ে বেসরকারি বাসে করে বালুরঘাটে আসেন । কিন্তু বালুরঘাট আসার পর থেকেই বিপাকে পড়েন । মেয়ের বাড়ি যেতে চাইলেও যেতে পারেননি । বালুরঘাটে আসার পর অনেকেই জেনে যান তিনি কোরোনা পজ়িটিভ । এরপরে স্থানীয় কয়েকজন তাঁকে বালুরঘাট পৌরসভার সঙ্গে যোগাযোগ করা কথা বলেন । সেইমতো পৌরসভায় যান তিনি ।

পৌরসভায় পৌঁছে পুরো বিষয়টি জানান বৃদ্ধা । কোরোনা পজ়িটিভ হওয়ার পরও তিনি সর্বত্র ঘুরে বেরিয়েছেন জানতে পেরে আতঙ্ক ছড়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে । পুরো বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এবং পৌর কর্তৃপক্ষের নজরে নিয়ে আসেন কর্মীরা । এরপর বালুরঘাট পৌরসভার অ্যাম্বুলেন্সে করে বৃদ্ধাকে চিকিৎসার জন্য হোসেনপুর এলাকার সেফ হোমে নিয়ে যাওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.