ETV Bharat / state

তপনে নাবালিকার বিয়ে রুখল পুলিশ - নাবালিকার বিয়ে রুখল পুলিশ ও চাইল্ড লাইন

18 বছরের আগে মেয়ের বিয়ে দেবে না, চাইল্ড লাইনকে মুচলেকা দিল পরিবার ৷ নজর রাখা হবে, জানাল পুলিশ ৷

stopped marriage of minor girl in Tapan
নাবালিকার বিয়ে রুখল পুলিশ ৷
author img

By

Published : Jun 28, 2020, 10:44 PM IST

তপন, 28 জুন: গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে এক নাবালিকার বিয়ে রুখল স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইন । তপন থানার মালঞ্চা এলাকার ঘটনা । পুলিশ ও চাইল্ড লাইনের তরফে বোঝানোর পর 18 বছরের আগে নাবালিকার বিয়ে দেবে না বলে মুচলেকা দিল পরিবার ।

চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ক্লাস টেনের ছাত্রী । 15 বছর বয়সি নাবালিকার সঙ্গে পাশের গ্রামেরই 35 বছর বয়সি এক ব্যক্তির বিয়ে ঠিক করে পরিবার । গতকাল রাতে বিয়ে হওয়ার কথা ছিল । সেইমতো আয়োজনও ছিল । কিন্তু, সেই আয়োজন ভেস্তে যায় ৷ বিকেলেই স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা ওই নাবালিকার বাড়িতে হাজির হয় ৷ বিয়ে বন্ধ করে দেয় ।

18 বছরের আগে বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে চাইল্ড লাইনের কর্মীরা তা বোঝান পরিবারটিকে । এরপরই উপযুক্ত বয়সের আগে মেয়ের বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় পরিবারের লোকেরা ।

চাইল্ড লাইন কর্মী রিতা মাহাতো বলেন, "গতকাল তপনে এক নাবালিকার বিয়ে রুখে দেওয়া হয়েছে । গত 23 মার্চ থেকে 28 জুন পর্যন্ত 46 জন নাবালিকার বিয়ে আটকেছে চাইল্ড লাইন । চলতি মাসেই 21 টি বিয়ে রুখে দেওয়া গেছে ।"

তপন, 28 জুন: গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে এক নাবালিকার বিয়ে রুখল স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইন । তপন থানার মালঞ্চা এলাকার ঘটনা । পুলিশ ও চাইল্ড লাইনের তরফে বোঝানোর পর 18 বছরের আগে নাবালিকার বিয়ে দেবে না বলে মুচলেকা দিল পরিবার ।

চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ক্লাস টেনের ছাত্রী । 15 বছর বয়সি নাবালিকার সঙ্গে পাশের গ্রামেরই 35 বছর বয়সি এক ব্যক্তির বিয়ে ঠিক করে পরিবার । গতকাল রাতে বিয়ে হওয়ার কথা ছিল । সেইমতো আয়োজনও ছিল । কিন্তু, সেই আয়োজন ভেস্তে যায় ৷ বিকেলেই স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা ওই নাবালিকার বাড়িতে হাজির হয় ৷ বিয়ে বন্ধ করে দেয় ।

18 বছরের আগে বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে চাইল্ড লাইনের কর্মীরা তা বোঝান পরিবারটিকে । এরপরই উপযুক্ত বয়সের আগে মেয়ের বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় পরিবারের লোকেরা ।

চাইল্ড লাইন কর্মী রিতা মাহাতো বলেন, "গতকাল তপনে এক নাবালিকার বিয়ে রুখে দেওয়া হয়েছে । গত 23 মার্চ থেকে 28 জুন পর্যন্ত 46 জন নাবালিকার বিয়ে আটকেছে চাইল্ড লাইন । চলতি মাসেই 21 টি বিয়ে রুখে দেওয়া গেছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.