ETV Bharat / state

‘ভারত-নির্মাণ’ পুরস্কারে ভূষিত হল দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক - দক্ষিন দিনাজপুর সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক

চেয়ারম্যান বিপ্লব খাঁ জানান, শুধু কৃষি ক্ষেত্রেই নয় বর্তমানে আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যমে জনগণের বাড়ির দরজায় গিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন তাঁরা । আগামী 18 জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্যমে ওই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

পুরস্কার পত্র
পুরস্কার পত্র
author img

By

Published : May 6, 2021, 10:19 PM IST

বালুরঘাট, 6 মে : জাতীয় স্তরে ‘ভারত-নির্মাণ’ পুরস্কারে ভূষিত হল দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক। সামাজিক স্তরে ও জেলার অর্থনৈতিক স্তরে ভাল কাজের জন্য জাতীয় স্তরের এই পুরষ্কার সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্কের টুপিতে আরও একটি নতুন পালক জুড়ল । গতকাল মেল মারফত এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারেন ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানান ৷

স্বাধীনতার আগে 1915 সাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা কাজ করে চলেছে । আজও সেই কাজ ব্যাঙ্ক দায়িত্বের সঙ্গে পালন করছে । জেলায় এই ব্যাঙ্কের 9টি শাখা আছে ৷ প্রতি বছর জেলার 68টি কৃষি সমবায় সমিতির কৃষক সদস্যদের চাষাবাদের জন্য প্রত্যেক বছর কয়েক কোটি টাকা ঋণ দেয় এই ব্য়াঙ্ক । সময় মতো তা পরিষোধ করলে কৃষকদের সুদে ছাড়ও দেওয়া হয় । যার ফলে কৃষকরা উপকৃত হন ।

পুরস্কার পত্র
পুরস্কার পত্র

পাশাপাশি চেয়ারম্যান বিপ্লব খাঁ জানান, শুধু কৃষি ক্ষেত্রেই নয় বর্তমানে আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যমে জনগণের বাড়ির দরজায় গিয়ে পরিষেবা দেবার ব্যবস্থা করেছেন তারা । আগামী 18 জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্যমে ওই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

বালুরঘাট, 6 মে : জাতীয় স্তরে ‘ভারত-নির্মাণ’ পুরস্কারে ভূষিত হল দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক। সামাজিক স্তরে ও জেলার অর্থনৈতিক স্তরে ভাল কাজের জন্য জাতীয় স্তরের এই পুরষ্কার সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্কের টুপিতে আরও একটি নতুন পালক জুড়ল । গতকাল মেল মারফত এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারেন ব্যাঙ্কের চেয়ারম্যান বিপ্লব খাঁ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানান ৷

স্বাধীনতার আগে 1915 সাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা সেন্ট্রাল কো-অপেরেটিভ ব্যাঙ্ক জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা কাজ করে চলেছে । আজও সেই কাজ ব্যাঙ্ক দায়িত্বের সঙ্গে পালন করছে । জেলায় এই ব্যাঙ্কের 9টি শাখা আছে ৷ প্রতি বছর জেলার 68টি কৃষি সমবায় সমিতির কৃষক সদস্যদের চাষাবাদের জন্য প্রত্যেক বছর কয়েক কোটি টাকা ঋণ দেয় এই ব্য়াঙ্ক । সময় মতো তা পরিষোধ করলে কৃষকদের সুদে ছাড়ও দেওয়া হয় । যার ফলে কৃষকরা উপকৃত হন ।

পুরস্কার পত্র
পুরস্কার পত্র

পাশাপাশি চেয়ারম্যান বিপ্লব খাঁ জানান, শুধু কৃষি ক্ষেত্রেই নয় বর্তমানে আধুনিক ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যমে জনগণের বাড়ির দরজায় গিয়ে পরিষেবা দেবার ব্যবস্থা করেছেন তারা । আগামী 18 জুন নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্যমে ওই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.