ETV Bharat / state

তপন সীমান্তে গোরু পাচারের চেষ্টা, BSF-র গুলিতে মৃত 1

বাংলাদেশে গোরু পাচারের সময় BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর ৷ তার কাছ থেকে একটি রামদা ও 15 টি গোরু উদ্ধার করেছে BSF ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 11, 2019, 10:37 AM IST

Updated : Dec 11, 2019, 10:48 AM IST

তপন, 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর ৷ আজ ভোরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন থানার লক্ষ্মীনারায়ণপুর বিওপির ভূতকুড়ি এলাকায় ৷ ঘটনাস্থান থেকে 15টি গোরু ও একটি রামদা উদ্ধার করেন জওয়ানরা ৷

আজ ভোরে একদল পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ৷ বিষয়টি নজরে আসতেই ওই পাচারকারীদের সতর্ক করেন জওয়ানরা ৷ কিন্তু, তারপরও গোরুগুলি পাচারের চেষ্টা করতে থাকে তারা ৷ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় BSF ৷ মুজিবুর রহমান নামে এক পাচারকারীর ঘটনায় মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে BSF-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও তপন থানার পুলিশ ৷ পরে মৃতদেহটিকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

BSF-র এক আধিকারিক জানান, গোরু পাচারে বাধা দেওয়া হলে জওয়ানদের পালটা চ্যালেঞ্জ করে পাচারকারীরা ৷ অস্ত্র নিয়ে কর্তব্যরত জওয়ানদের আক্রমণের চেষ্টা করে ৷ গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ বাকিরা পালিয়ে যায় ৷ এই পাচার চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

তপন, 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর ৷ আজ ভোরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন থানার লক্ষ্মীনারায়ণপুর বিওপির ভূতকুড়ি এলাকায় ৷ ঘটনাস্থান থেকে 15টি গোরু ও একটি রামদা উদ্ধার করেন জওয়ানরা ৷

আজ ভোরে একদল পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ৷ বিষয়টি নজরে আসতেই ওই পাচারকারীদের সতর্ক করেন জওয়ানরা ৷ কিন্তু, তারপরও গোরুগুলি পাচারের চেষ্টা করতে থাকে তারা ৷ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় BSF ৷ মুজিবুর রহমান নামে এক পাচারকারীর ঘটনায় মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে BSF-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও তপন থানার পুলিশ ৷ পরে মৃতদেহটিকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

BSF-র এক আধিকারিক জানান, গোরু পাচারে বাধা দেওয়া হলে জওয়ানদের পালটা চ্যালেঞ্জ করে পাচারকারীরা ৷ অস্ত্র নিয়ে কর্তব্যরত জওয়ানদের আক্রমণের চেষ্টা করে ৷ গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ বাকিরা পালিয়ে যায় ৷ এই পাচার চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:তপন সীমান্তে চ্যালেঞ্জ জানিয়ে গোরু পাচারের চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত পাচারকারী।। 

তপন, ১১ ডিসেম্বর: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গোরু পাচারকারী। মৃতের নাম মুজিবুর রহমান(৩৪)। বাড়ি মালদা জেলার দৌলতপুর (নালাগোলা) এলাকায়। বুধবার ভোরে ঘটনাটি ঘটে তপন থানার লক্ষীনারায়নপুর বিওপির ভূতকুড়ি এলাকায়। পরে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে বিএসএফ ১২২ ব্যাটম্যানের জওয়ানরা। ঘটনায় ১৫ টি গোরু ও মৃত পাচারকারী কাছ থেকে একটি রামদা উদ্ধার করে বিএসএফ। গোটা ঘটনা খতিয়ে দেখে দেখছে বিএসএফ ও তপন থানার পুলিশ। 

জানা গেছে, এদিন ভোর বেলায় তপন থানার লক্ষীনারায়নপুর বিওপির ভূতকুড়ি এলাকায় একদল পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। বিষয়টি নজর পড়তেই বিএসএফের পক্ষ থেকে সতর্ক করা হয় গোরু পাচারকারীদের। বিএসএফকে চ্যালেঞ্জ জানিয়ে গোরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। পাচারকারীদের হাতে নানা ধরনের ধারালো অস্ত্র ছিল। সতর্ক করার পরও পাচারকারীরা বিএসএফের কথা না শোনায় জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায়। বিএসএফের ছোড়া গুলি লাগে মুজিবুর রহমান নামে এক পাচারকারীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে আসে বিএসএফ ১২২ ব্যাটেলিয়ানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। ঘটনাস্থল থেকে একটি রামদা ও ১৫ টি গোরু উদ্ধার করে বিএসএফ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার বিশাল পুলিশ বাহিনী। পরে মৃতদেহটি বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের ১২২ ব্যাটালিয়নের এক আধিকারিক জানান, গোরু পাচারে বাধা দেওয়া হলে বিএসএফ জওয়ানদের উল্টে চ্যালেঞ্জ করে পাচারকারীরা। ধারালো অস্ত্র নিয়ে কর্তব্যরত জওয়ানের দিকে যাচ্ছিল। সেই সময় বিএসএফ জওয়ান গুলি চালালে এক পাচারকারী মৃত্যু হয়। বাকি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃতের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকা থেকে ১৫ টি গরু উদ্ধার করা হয়েছে।  মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই পাচার চক্র আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।Body:TapanConclusion:Tapan
Last Updated : Dec 11, 2019, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.