তপন, 11 ডিসেম্বর : বাংলাদেশে পাচারের সময় BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর ৷ আজ ভোরে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের তপন থানার লক্ষ্মীনারায়ণপুর বিওপির ভূতকুড়ি এলাকায় ৷ ঘটনাস্থান থেকে 15টি গোরু ও একটি রামদা উদ্ধার করেন জওয়ানরা ৷
আজ ভোরে একদল পাচারকারী গোরু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল ৷ বিষয়টি নজরে আসতেই ওই পাচারকারীদের সতর্ক করেন জওয়ানরা ৷ কিন্তু, তারপরও গোরুগুলি পাচারের চেষ্টা করতে থাকে তারা ৷ পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় BSF ৷ মুজিবুর রহমান নামে এক পাচারকারীর ঘটনায় মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে BSF-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও তপন থানার পুলিশ ৷ পরে মৃতদেহটিকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
BSF-র এক আধিকারিক জানান, গোরু পাচারে বাধা দেওয়া হলে জওয়ানদের পালটা চ্যালেঞ্জ করে পাচারকারীরা ৷ অস্ত্র নিয়ে কর্তব্যরত জওয়ানদের আক্রমণের চেষ্টা করে ৷ গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ বাকিরা পালিয়ে যায় ৷ এই পাচার চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷