বালুরঘাট, 27 অগাস্ট : রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা ৷
গতরাতে বালুরঘাটের বাস স্ট্যান্ড এলাকার একটি বাড়িতে জানলার গ্রিল ভেঙে ঢোকে দুষ্কৃতীরা ৷ ওই বাড়িতে ভাড়া থাকেন চিকিৎসক গোলাম মর্তুজা ৷ আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের ভিতরে চারদিকে জিনিসপত্র ছড়ানো ৷ আলমারির পাল্লা খোলা ৷ খোয়া গেছে নগদ 16 হাজার টাকা ও সোনার গয়না ৷ বাইরে জানালার গ্রিল খোলা অবস্থায় পড়ে রয়েছে ৷
গোলাম মর্তুজা জানান, গতরাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন ৷ তবে মাঝে বেশ কয়েকবার উঠেছিলেন ৷ কিন্তু কিছুই টের পাননি ৷ বলেন, "আমাদের আলমারির চাবি ড্রয়ারে রাখা থাকে ৷ চাবিটা সেখান থেকে বের করে দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে ৷ তবে মোবাইল ছিল ৷ সেটা নেয়নি ৷ পাশের ঘর খোলা ছিল ৷ সেখানে কম্পিউটার ছিল ৷ বাইরে বাইক ছিল ৷ সেগুলো নেয়নি ৷ "
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালুঘাট থানার পুলিশ ৷ IC জয়ন্ত দত্ত জানান, কীভাবে চুরি হল ও ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷