ETV Bharat / state

গ্রিল ভেঙে চুরি নগদ টাকা ও সোনার গয়না - বালুরঘাটে জানালার গ্রিল ভেঙে চুরি নগদ টাকা ও সোনার গয়না

রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি ৷

চুরি
author img

By

Published : Aug 27, 2019, 1:54 PM IST

বালুরঘাট, 27 অগাস্ট : রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা ৷

গতরাতে বালুরঘাটের বাস স্ট্যান্ড এলাকার একটি বাড়িতে জানলার গ্রিল ভেঙে ঢোকে দুষ্কৃতীরা ৷ ওই বাড়িতে ভাড়া থাকেন চিকিৎসক গোলাম মর্তুজা ৷ আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের ভিতরে চারদিকে জিনিসপত্র ছড়ানো ৷ আলমারির পাল্লা খোলা ৷ খোয়া গেছে নগদ 16 হাজার টাকা ও সোনার গয়না ৷ বাইরে জানালার গ্রিল খোলা অবস্থায় পড়ে রয়েছে ৷

গোলাম মর্তুজা জানান, গতরাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন ৷ তবে মাঝে বেশ কয়েকবার উঠেছিলেন ৷ কিন্তু কিছুই টের পাননি ৷ বলেন, "আমাদের আলমারির চাবি ড্রয়ারে রাখা থাকে ৷ চাবিটা সেখান থেকে বের করে দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে ৷ তবে মোবাইল ছিল ৷ সেটা নেয়নি ৷ পাশের ঘর খোলা ছিল ৷ সেখানে কম্পিউটার ছিল ৷ বাইরে বাইক ছিল ৷ সেগুলো নেয়নি ৷ "

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালুঘাট থানার পুলিশ ৷ IC জয়ন্ত দত্ত জানান, কীভাবে চুরি হল ও ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

বালুরঘাট, 27 অগাস্ট : রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও সোনার গয়না চুরি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা ৷

গতরাতে বালুরঘাটের বাস স্ট্যান্ড এলাকার একটি বাড়িতে জানলার গ্রিল ভেঙে ঢোকে দুষ্কৃতীরা ৷ ওই বাড়িতে ভাড়া থাকেন চিকিৎসক গোলাম মর্তুজা ৷ আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের ভিতরে চারদিকে জিনিসপত্র ছড়ানো ৷ আলমারির পাল্লা খোলা ৷ খোয়া গেছে নগদ 16 হাজার টাকা ও সোনার গয়না ৷ বাইরে জানালার গ্রিল খোলা অবস্থায় পড়ে রয়েছে ৷

গোলাম মর্তুজা জানান, গতরাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন ৷ তবে মাঝে বেশ কয়েকবার উঠেছিলেন ৷ কিন্তু কিছুই টের পাননি ৷ বলেন, "আমাদের আলমারির চাবি ড্রয়ারে রাখা থাকে ৷ চাবিটা সেখান থেকে বের করে দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে ৷ তবে মোবাইল ছিল ৷ সেটা নেয়নি ৷ পাশের ঘর খোলা ছিল ৷ সেখানে কম্পিউটার ছিল ৷ বাইরে বাইক ছিল ৷ সেগুলো নেয়নি ৷ "

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বালুঘাট থানার পুলিশ ৷ IC জয়ন্ত দত্ত জানান, কীভাবে চুরি হল ও ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:পুজোর আগে জানালার গ্রিল ভেঙে বালুরঘাটে চিকিৎসকের বাড়িতে চুরি, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।

বালুরঘাট, ২৭ আগস্ট: পুজোর আগে ফের চুরি বালুরঘাটে। রাতের বেলা চিকিৎসকের বাড়িতে জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট পৌর বাসস্ট্যান্ড এলাকায়। আলমারিতে থাকা নগদ টাকা ও সোনার গয়না চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 

জানা গেছে, মুর্শিদাবাদ জেলার গোবিন্দপুর এলাকার চিকিৎসক গোলাম মর্তুজা। ২০১৫ সাল থেকে কর্মসূত্রে দক্ষিণ দিনাজপুর জেলায় স্ত্রী ও সন্তানকে নিয়ে রয়েছেন। প্রথমে কিছুদিনের জন্য বালুরঘাট তারপর তপনে ছিলেন। তিনি গত বছরের এপ্রিল মাসে বালুরঘাট থানার কামারপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে কাজে যোগদান। ওই সময় থেকেই তিনি বালুরঘাট পৌর বাস স্ট্যান্ড এলাকায় শিবরাম কুণ্ডুর বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ, গত কাল গভীর রাতে দুষ্কৃতীরা চিকিৎসক গোলাম মোর্তোজার বাড়িতে জানালার গ্রিল ভেঙে ঢোকে। এরপর শোয়ার ঘরে ঢুকে চাবি দিয়ে আলমারি খুলে ভেতরে থাকা নগদ ১৬ হাজার টাকা ও ১৬ গ্রাম সোনার গয়নার ব্যগ বের করে। বাইরে বাইরে গিয়ে সেই ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র হাত দেয়নি চোরের দল। চুরি যাওয়া সোনার গয়না ও নগদ টাকায় মিলে প্রায় এক লাখ টাকা খোয়া গেছে। এদিন সকালে ঘুম থেকে উঠে আলমারির দরজা খোলা দেখে চুরির বিষয়টি নজরে আসে চিকিৎসক দম্পতির। এরপরে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তারা।

এবিষয়ে চিকিৎসক গোলাম মর্তুজা জানান, প্রায় দেড় বছর ধরে এই বাড়িতে তিনি ভাড়া রয়েছেন। বর্তমানে কামারপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তিনি। প্রত্যেকদিন রাতে দেরি করে ঘুমানো তারা। গতকাল রাতে তার সন্তানকে ওষুধ খাইয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যান তারা। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন আলমারির দরজা খোলা। ঘরের বাইরে পরে রয়েছে আলমারির আসবাবপত্র। আলমারিতে থাকা ১৬ হাজার টাকা ও ১৬ গ্রাম সোনার গয়না খোয়া গেছে। যেভাবে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করেছিল তাদের প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারত। ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। বালুঘাট থানা পুলিশ এসে পুরো ঘটনা খতিয়ে দেখছে। 

অন্যদিকে বিষয়ে বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। কিভাবে চুরি হল ও ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.