হিলি, 8 জুন : বাংলাদেশে পাচারের আগে বাংলাদেশ-হিলি সীমান্তে উদ্ধার এক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। হিলি থানার ভিমপুর এলাকায় অভিযান চালিয়ে একহাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপের বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান BSF-এর৷ গোটা ঘটনার তদন্ত করছে BSF ও হিলি থানার পুলিশ।
BSF সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই BSF ও হিলি থানার পুলিশ শ্রীকৃষ্ণপুর গ্রামের ভিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ৷ তখন বর্ডারের কাছাকাছি কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে BSF জওয়ানরা ৷ BSF জওয়ানদের দেখে তারা পালিয়ে যায় ৷ সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
এবিষয়ে BSF-এর ১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, "গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে ৷ সেই খবরের ভিত্তিতে ভিমপুর সীমান্ত থেকে একহাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক লাখ ৭০ হাজার টাকা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আজ উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপগুলি হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
২ লাখ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল BSF - নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার
গোপন সূত্রে খবর পায় BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই BSF ও হিলি থানার পুলিশ শ্রীকৃষ্ণপুর গ্রামের ভিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে ৷
হিলি, 8 জুন : বাংলাদেশে পাচারের আগে বাংলাদেশ-হিলি সীমান্তে উদ্ধার এক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। হিলি থানার ভিমপুর এলাকায় অভিযান চালিয়ে একহাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপের বাজার মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া কাফ সিরাপগুলি হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। নিষিদ্ধ কাফ সিরাপগুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান BSF-এর৷ গোটা ঘটনার তদন্ত করছে BSF ও হিলি থানার পুলিশ।
BSF সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় BSF-এর 199 ব্যাটেলিয়নের জওয়ানরা। তারপরই BSF ও হিলি থানার পুলিশ শ্রীকৃষ্ণপুর গ্রামের ভিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ৷ তখন বর্ডারের কাছাকাছি কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে BSF জওয়ানরা ৷ BSF জওয়ানদের দেখে তারা পালিয়ে যায় ৷ সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।
এবিষয়ে BSF-এর ১৯৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, "গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে ৷ সেই খবরের ভিত্তিতে ভিমপুর সীমান্ত থেকে একহাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক লাখ ৭০ হাজার টাকা। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আজ উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপগুলি হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।