ETV Bharat / state

গঙ্গারামপুরে BJP-র মিছিল লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - tmc

BJP-র বিজয় মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

BJP কর্মীদের বিক্ষোভ
author img

By

Published : May 27, 2019, 1:16 AM IST

Updated : May 27, 2019, 7:28 AM IST

গঙ্গারামপুর, 27 মে: গঙ্গারামপুরে BJP-র বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এলাকা থেকে উদ্ধার এক রাউন্ড গুলি। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ।

গুলি চালানোর ঘটনায় সনাতন দাস নামে এক তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে । যদিও কাউকে আটকের কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার। ফল বেরোনোর পর থেকেই জেলার একাধিক এলাকায় বিজয় মিছিল করছেন BJP কর্মীরা। গতকাল বিকেলে গঙ্গারামপুর ব্লকের ২ নম্বর বেলবাড়ি এলাকার গোয়ালপাড়াতে বিজয় মিছিল করেন তাঁরা।

BJP-র গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকারের অভিযোগ, লক্ষ্মীতলায় তাঁদের মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা।
খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে। উদ্ধার হয় এক রাউন্ড গুলি।

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, BJP-র সাজানো ঘটনা। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই সব করছে BJP।

গঙ্গারামপুর, 27 মে: গঙ্গারামপুরে BJP-র বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এলাকা থেকে উদ্ধার এক রাউন্ড গুলি। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ।

গুলি চালানোর ঘটনায় সনাতন দাস নামে এক তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে । যদিও কাউকে আটকের কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার। ফল বেরোনোর পর থেকেই জেলার একাধিক এলাকায় বিজয় মিছিল করছেন BJP কর্মীরা। গতকাল বিকেলে গঙ্গারামপুর ব্লকের ২ নম্বর বেলবাড়ি এলাকার গোয়ালপাড়াতে বিজয় মিছিল করেন তাঁরা।

BJP-র গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকারের অভিযোগ, লক্ষ্মীতলায় তাঁদের মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা।
খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে। উদ্ধার হয় এক রাউন্ড গুলি।

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, BJP-র সাজানো ঘটনা। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই সব করছে BJP।

Intro:বিজেপির বিজয় মিছিলে চলল গুলি, উদ্ধার গুলি; অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে।।

গঙ্গারামপুর, ২৬ মে: বিজেপির বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকা থেকে উদ্ধার এক রাউণ্ড গুলি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার বেলবাড়ি এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় সনাতন দাস নামে এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ বলে সূত্রের খবর। যদিও আটকের কথা অস্বীকার করেছে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ মে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হয়েছেন। প্রথমবার বালুরঘাট আসন থেকে বিজেপি প্রার্থী জয়ী হওয়ায় পর দিন অর্থাৎ ২৪ তারিখ থেকে জেলার বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করা হচ্ছে। এদিন বিকেলে গঙ্গারামপুর ব্লকের ২ নং বেল বাড়ি এলাকার গোয়ালপাড়াতে বিজেপির বিজয় মিছিল বের হয়। যার নেতৃত্ব দেন গঙ্গারামপুর ব্লক সভাপতি শুভেন্দু সনাতন কর্মকার। অভিযোগ বিজেপির বিজয় মিছিল লক্ষ্মীতলা মিছিল এলে তাতে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ওই এলাকায় এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে।

এবিষয়ে বিজেপির গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকার জানান, আজ তাদের বিজয় মিছিল বের হয়েছিল। বিজয় মিছিল বেলবাড়ির লক্ষ্মীতলা এলাকায় পৌঁছলে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় তৃণমূল কর্মী সনাতন দাস। যদিও গুলি তাদের কাউকে লাগে নি। অল্পের জন্য তারা বেঁচে যান। খবর পেয়ে পুলিশ এসে ওই তৃণমূল কর্মীকে আটক করেছে। ঘটনায় তারা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যদিও তৃণমূলের জেলা নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছেন। এই সব নিজেদেরই সাজানো ঘটনা। তাদের নাম বদনাম করতে এই সব করছে।

অন্য দিকে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, তারা অভিযোগ পেয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা হয় নি বলে জানিয়েছেন তিনি।Body:WB_SDIN_26 MAY_19_BJP RALLY FIRE_7204480Conclusion:WB_SDIN_26 MAY_19_BJP RALLY FIRE_7204480
Last Updated : May 27, 2019, 7:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.