কুশমণ্ডি, 7 জুলাই : দীর্ঘ দু'সপ্তাহ দিল্লিতে কাটিয়ে দক্ষিণ দিনাজপুরে ফিরলেন বিপ্লব মিত্র । তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ বাকি নয় জন সদস্য । জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে অভিনন্দন জানায় জেলা BJP নেতৃত্ব । জেলায় ফিরেই দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিপ্লব মিত্র । শুধু তাই নয় উত্তরবঙ্গের সব কটি জেলা থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করার ডাক দেন তিনি ।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি গত ২৪ জুন দিল্লিতে BJP-তে যোগ দেন । গতকাল বিকেলে দিল্লি থেকে বাগডোগরাতে নেমে জেলায় প্রবেশ করেন বিপ্লব মিত্র । প্রথমে কুশমণ্ডি বাসস্ট্যান্ডে বিপ্লব মিত্রকে সংবর্ধনা দেওয়া হয় । সেখানে উপস্থিত ছিলেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকারসহ অন্য জেলা নেতৃত্ব । এরপর গঙ্গারামপুর বাসস্ট্যান্ডেও বিপ্লব মিত্রকে সংবর্ধনা দেওয়া হয় ।
লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল অর্পিতা ঘোষকে । কিন্তু, তা মেনে নিতে পারেননি বিপ্লব মিত্র । ভোটে BJP প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন অর্পিতা । এই পরাজয়ের দায়ে বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় । দায়িত্ব পান অর্পিতা ঘোষ । জেলা সভাপতি হয়েই বিপ্লব মিত্রকে উপেক্ষা করে নতুন ব্লক ও শহর কমিটি গঠন করেন তিনি । বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লব অনুগামীদের ।
দলের একের পর এক সিদ্ধান্ত তাঁর বিরদ্ধে যাওয়া মানতে পারেননি বিপ্লব মিত্র । দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন । দিল্লিতে বিপ্লববাবুর পাশাপাশি লিপিকা রায়, মফিজ়উদ্দিন মিঞা, বিশ্বনাথ পাহান, শিপ্রা নিয়োগী, চিন্তামণি বিহা, প্রতিভা মণ্ডল, ইরা রায়, শংকর সরকার, পঞ্চানন বর্মণ ও গৌরী মালি সহ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন সদস্য সহ BJP-তে যোগদান করেন ।
গতকাল সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপ্লব মিত্র বলেন, "আজ থেকে নতুন ইনিংস শুরু করলাম । দক্ষিণ দিনাজপুর জেলার গ্রাম পঞ্চায়েতগুলি আমার হাতে তৈরি । সব সদস্যই BJP-তে যোগদান করবে বলে আমার বিশ্বাস । শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, উত্তরবঙ্গের সব জেলা থেকে তৃণমূলকে সাফ করে দেব । দক্ষিণ দিনাজপুরেও দেড় মাসের মধ্যে তৃণমূল সাইনবোর্ড হয়ে যাবে । ২০১৪ সালে যাকে বালুরঘাটের মানুষ জিতিয়েছিলেন তিনি আর যাই হোক রাজনীতি বোঝেন না।"