ETV Bharat / state

মমতাকে 'লেডি হিটলার', জবাবে শুভেন্দুকে 'মধু খাওয়া মীরজাফর' বলল তৃণমূল - বিধানসভা ভোট 2021

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার । মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে 'লেডি হিটলার' আখ্যাও দেন শুভেন্দু ।

শুভেন্দু
শুভেন্দু
author img

By

Published : Apr 16, 2021, 8:06 AM IST

Updated : Apr 16, 2021, 11:31 AM IST

বালুরঘাট, 16 এপ্রিল : "উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে-পাহাড়ে নিজের ব্যবহারের জন্য 30 টি রাজপ্রাসাদ বানিয়েছেন । সঙ্গে তার নিজের সুবিধার জন্য 26 টি হেলিপ্যাড বানিয়েছেন । তিনি উত্তরবঙ্গে বেড়াতে আসেন " বালুরঘাটের সভা থেকে মুখ্য়মন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী । বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার । এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে 'লেডি হিটলার' আখ্যাও দেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তুলে আনেন 'তোলাবাজ ভাইপো' প্রসঙ্গ । বাংলায় গণতন্ত্র নেই বোঝাতে তিনি গত পঞ্চায়েতের তৃণমূলের সন্ত্রাসের কথা তোলেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কাজে নয় উত্তরবঙ্গে বারবার বেড়াতে আসেন । পাহাড়ে এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাঁর বেড়ানোর জন্য তিরিশটি প্রাসাদ ও হেলিপ্যাড তৈরি করেছেন লেডি হিটলার ।"

জনসভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, পাল্টা সুভাষ চাকী

আরও পড়ুন : নন্দীগ্রামে গুলি চলার পরই জানতে পারি বুদ্ধ-শুভেন্দুর আঁতাতের কথা : মমতা

এপ্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান,"যাঁরা তৃণমূলে দশ বছর থেকে মধু খেয়ে মীরজাফরী করছে তাঁদের সভা ফ্লপ হয়েছে । বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে । সেই কারণেই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তাঁরা মিথ্যা প্রচার চালাচ্ছেন । উত্তরবঙ্গে যে হেলিপ্যাড ও আবাসন তৈরি হয়েছে সেগুলি সরকারি দফতর হিসেবে ব্যবহার হচ্ছে । "

বালুরঘাট, 16 এপ্রিল : "উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে-পাহাড়ে নিজের ব্যবহারের জন্য 30 টি রাজপ্রাসাদ বানিয়েছেন । সঙ্গে তার নিজের সুবিধার জন্য 26 টি হেলিপ্যাড বানিয়েছেন । তিনি উত্তরবঙ্গে বেড়াতে আসেন " বালুরঘাটের সভা থেকে মুখ্য়মন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি এবং তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডুর সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী । বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার । এদিনের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু ৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে 'লেডি হিটলার' আখ্যাও দেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তুলে আনেন 'তোলাবাজ ভাইপো' প্রসঙ্গ । বাংলায় গণতন্ত্র নেই বোঝাতে তিনি গত পঞ্চায়েতের তৃণমূলের সন্ত্রাসের কথা তোলেন ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কাজে নয় উত্তরবঙ্গে বারবার বেড়াতে আসেন । পাহাড়ে এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় তাঁর বেড়ানোর জন্য তিরিশটি প্রাসাদ ও হেলিপ্যাড তৈরি করেছেন লেডি হিটলার ।"

জনসভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, পাল্টা সুভাষ চাকী

আরও পড়ুন : নন্দীগ্রামে গুলি চলার পরই জানতে পারি বুদ্ধ-শুভেন্দুর আঁতাতের কথা : মমতা

এপ্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান,"যাঁরা তৃণমূলে দশ বছর থেকে মধু খেয়ে মীরজাফরী করছে তাঁদের সভা ফ্লপ হয়েছে । বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে । সেই কারণেই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে তাঁরা মিথ্যা প্রচার চালাচ্ছেন । উত্তরবঙ্গে যে হেলিপ্যাড ও আবাসন তৈরি হয়েছে সেগুলি সরকারি দফতর হিসেবে ব্যবহার হচ্ছে । "

Last Updated : Apr 16, 2021, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.