হিলি, 7 মার্চ : 11 দিনের মাথায় ফের হিলিতে উদ্ধার 25 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট । শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার সীমান্তবর্তী আপতৈর BOP-র হাড়িপুকুর এলাকায় এক সন্দেহভাজন যুবকের কাছ থেকে 5 হাজারটি ইয়াবা ট্যাবটেল উদ্ধার করে BSF-র 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দেওয়া প্রক্রিয়া শুরু করেছে BSF । এদিকে এই ঘটনায় রিয়াজুল মণ্ডল(২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে BSF । ধৃত যুবকের বাড়ি হাড়িপুকুরে। গোটা ঘটনা খতিয়ে দেখছে BSF ।
বাংলাদেশে পাচারের আগে হিলিতে উদ্ধার ২৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট - রিয়াজুল মণ্ডল
এবিষয়ে BSF-র ১৯৯ ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তের হাড়িপুকুর এলাকায় ২৫ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । বাংলাদেশে পাচারের জন্য সেগুলি নিয়ে যাওয়া হয়েছিল বলে অনুমান।
হিলি, 7 মার্চ : 11 দিনের মাথায় ফের হিলিতে উদ্ধার 25 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট । শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার সীমান্তবর্তী আপতৈর BOP-র হাড়িপুকুর এলাকায় এক সন্দেহভাজন যুবকের কাছ থেকে 5 হাজারটি ইয়াবা ট্যাবটেল উদ্ধার করে BSF-র 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দেওয়া প্রক্রিয়া শুরু করেছে BSF । এদিকে এই ঘটনায় রিয়াজুল মণ্ডল(২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে BSF । ধৃত যুবকের বাড়ি হাড়িপুকুরে। গোটা ঘটনা খতিয়ে দেখছে BSF ।