ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার

কোরোনায় আক্রান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ৷ উপসর্গ থাকায় গত 28 আগস্ট তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় মালদায় । এরপর গতকাল ওই আধিকারিকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 31, 2020, 10:09 PM IST

বালুরঘাট, 31 অগাস্ট : এবার কোরোনায় আক্রান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ৷ এই নিয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কোরোনায় আক্রান্ত হলেন মোট 6 জন ৷ যদিও সেখানকার কোনও আবাসিক আক্রান্ত হয়নি ৷ সরকারি আবাসনেই চিকিৎসা চলছে জেলারের ৷

দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে । গতকাল নতুন করে 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । নতুন আক্রান্ত মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 হাজার 672 জন । যদিও এর মধ্যে 3 হাজার 121 জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন 24 জন । এদিকে আজকের নতুন 30 জনের মধ্যে 18 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে । বাকি 12 জনের রিপোর্ট এসেছে জেলার অ্যান্টিজেন ও ট্রুনাট টেস্টে । তখনই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ওই জেলার কোরোনায় আক্রান্ত । উপসর্গ থাকায় গত 28 আগস্ট তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় মালদায় । এরপর গতকাল ওই আধিকারিকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আরও পাঁচ জন । কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পাঁচজনই সরকারি কর্মী ।

এবিষয়ে জেলার জানান, জ্বর সর্দির উপসর্গ থাকায় কোরোনা টেস্ট করান । গতকাল সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । একাই থাকায় তিনি আপাতত সরকারি আবাসনেই রয়েছেন । বর্তমানে তিনি সুস্থ আছেন ।

বালুরঘাট, 31 অগাস্ট : এবার কোরোনায় আক্রান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ৷ এই নিয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কোরোনায় আক্রান্ত হলেন মোট 6 জন ৷ যদিও সেখানকার কোনও আবাসিক আক্রান্ত হয়নি ৷ সরকারি আবাসনেই চিকিৎসা চলছে জেলারের ৷

দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে । গতকাল নতুন করে 30 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । নতুন আক্রান্ত মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 হাজার 672 জন । যদিও এর মধ্যে 3 হাজার 121 জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন 24 জন । এদিকে আজকের নতুন 30 জনের মধ্যে 18 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে । বাকি 12 জনের রিপোর্ট এসেছে জেলার অ্যান্টিজেন ও ট্রুনাট টেস্টে । তখনই বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের ওই জেলার কোরোনায় আক্রান্ত । উপসর্গ থাকায় গত 28 আগস্ট তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় মালদায় । এরপর গতকাল ওই আধিকারিকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । এর আগে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আরও পাঁচ জন । কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পাঁচজনই সরকারি কর্মী ।

এবিষয়ে জেলার জানান, জ্বর সর্দির উপসর্গ থাকায় কোরোনা টেস্ট করান । গতকাল সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । একাই থাকায় তিনি আপাতত সরকারি আবাসনেই রয়েছেন । বর্তমানে তিনি সুস্থ আছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.