বালুরঘাট, 2 অগাস্ট : কোরোনা মোকাবিলায় এবার এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ৷ কনটেনমেন্ট জো়নে শিথিল করা হল লকডাউন ৷ জেলাজুড়ে লকডাউন উঠে গেলেও বালুরঘাট পৌরসভা ও কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও সাতদিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয় ৷ এই বিষয়ে এদিন জেলা প্রশাসনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷
দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 1200 ছুঁইছুঁই ৷ এর মধ্যে বালুরঘাট শহর ও কুমারগঞ্জে সবথেকে বেশি কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ তাই এই দুটো এলাকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ৷ প্রশাসন সূত্রের খবর, বালুরঘাট শহর ও কুমারগঞ্জের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এই দুটো জায়গাকে কনটেনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য দোকান খোলা থাকবে ৷ দুপুর 2টোর পর শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে ৷ এ বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল বলেন, "জেলাজুড়ে লকডাউন উঠে যাচ্ছে ৷ কিন্তু, সংক্রমণের কথা মাথায় রেখে বালুরঘাট পৌরসভা ও কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে আরও সাতদিনের জন্য লকডাউন কার্যকর থাকছে ৷"