বুনিয়াদপুর, 7 এপ্রিল : দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন 23 এপ্রিল। তার 16 দিন আগে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিল শতাধিক কর্মী সমর্থক।
গঙ্গারামপুর মহকুমার দুটি জায়গা থেকে গতকাল প্রায় 510 জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করে। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি। CPI(M) নিজেদের কর্মীদের ধরে রাখতে পারছে না। তৃণমূলের অভিযোগ, 'কুমিরের বাচ্চা' দেখানোর মতো BJP নিজেদের কর্মীদেরই নতুন করে যোগদান করাচ্ছে। তবে এতে BJP-র ভোট বাড়বে না। পঞ্চায়েতের চেয়েও ভালো ফল করবে তৃণমূল।
BJP-র দাবি, বংশীহারি ব্লকের 5 নম্বর মহাবারি পঞ্চায়েতের ডুমনিপাড়া এলাকার প্রায় 90 টি পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় 150 টি পরিবারের মোট 510 জন যোগ দিয়েছে BJP-তে। ডুমনিপাড়া এলাকার CPI(M) -এর প্রাক্তন সদস্য ক্ষীরোদচন্দ্র রায় এবং তৃণমূলের প্রাক্তন সদস্য দীপক ঠাকুর সহ আরও অনেকে গতকাল BJP-তে যোগ দেন। BJP-র পক্ষ থেকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন সভাপতি সঞ্জীব দাস, জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে।
এই বিষয়ে মহাবারি পঞ্চায়েতের সভাপতি সুরজিত ঘোষ বলেন, "আমাদের দল থেকে কেউ BJP-তে যাবে না। মমতা ব্যানার্জির উন্নয়নকে কেউ বন্ধ করতে পারবে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।"