ETV Bharat / state

ভোটের আগে BJP-তে যোগ দিল 510 জন

নির্বাচনের আর মাত্র 16 দিন বাকি। তার আগে বামফ্রন্ট ও তৃণমূল ছেড়ে প্রায় 510 জন যোগ দিল BJP-তে।

তৃণমূল ছেড়ে BJPতে যোগ দিল 510জন
author img

By

Published : Apr 7, 2019, 11:30 PM IST

বুনিয়াদপুর, 7 এপ্রিল : দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন 23 এপ্রিল। তার 16 দিন আগে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিল শতাধিক কর্মী সমর্থক।

গঙ্গারামপুর মহকুমার দুটি জায়গা থেকে গতকাল প্রায় 510 জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করে। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি। CPI(M) নিজেদের কর্মীদের ধরে রাখতে পারছে না। তৃণমূলের অভিযোগ, 'কুমিরের বাচ্চা' দেখানোর মতো BJP নিজেদের কর্মীদেরই নতুন করে যোগদান করাচ্ছে। তবে এতে BJP-র ভোট বাড়বে না। পঞ্চায়েতের চেয়েও ভালো ফল করবে তৃণমূল।

BJP-র দাবি, বংশীহারি ব্লকের 5 নম্বর মহাবারি পঞ্চায়েতের ডুমনিপাড়া এলাকার প্রায় 90 টি পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় 150 টি পরিবারের মোট 510 জন যোগ দিয়েছে BJP-তে। ডুমনিপাড়া এলাকার CPI(M) -এর প্রাক্তন সদস্য ক্ষীরোদচন্দ্র রায় এবং তৃণমূলের প্রাক্তন সদস্য দীপক ঠাকুর সহ আরও অনেকে গতকাল BJP-তে যোগ দেন। BJP-র পক্ষ থেকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন সভাপতি সঞ্জীব দাস, জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে।

এই বিষয়ে মহাবারি পঞ্চায়েতের সভাপতি সুরজিত ঘোষ বলেন, "আমাদের দল থেকে কেউ BJP-তে যাবে না। মমতা ব্যানার্জির উন্নয়নকে কেউ বন্ধ করতে পারবে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।"

বুনিয়াদপুর, 7 এপ্রিল : দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন 23 এপ্রিল। তার 16 দিন আগে তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিল শতাধিক কর্মী সমর্থক।

গঙ্গারামপুর মহকুমার দুটি জায়গা থেকে গতকাল প্রায় 510 জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করে। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি। CPI(M) নিজেদের কর্মীদের ধরে রাখতে পারছে না। তৃণমূলের অভিযোগ, 'কুমিরের বাচ্চা' দেখানোর মতো BJP নিজেদের কর্মীদেরই নতুন করে যোগদান করাচ্ছে। তবে এতে BJP-র ভোট বাড়বে না। পঞ্চায়েতের চেয়েও ভালো ফল করবে তৃণমূল।

BJP-র দাবি, বংশীহারি ব্লকের 5 নম্বর মহাবারি পঞ্চায়েতের ডুমনিপাড়া এলাকার প্রায় 90 টি পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় 150 টি পরিবারের মোট 510 জন যোগ দিয়েছে BJP-তে। ডুমনিপাড়া এলাকার CPI(M) -এর প্রাক্তন সদস্য ক্ষীরোদচন্দ্র রায় এবং তৃণমূলের প্রাক্তন সদস্য দীপক ঠাকুর সহ আরও অনেকে গতকাল BJP-তে যোগ দেন। BJP-র পক্ষ থেকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন সভাপতি সঞ্জীব দাস, জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে।

এই বিষয়ে মহাবারি পঞ্চায়েতের সভাপতি সুরজিত ঘোষ বলেন, "আমাদের দল থেকে কেউ BJP-তে যাবে না। মমতা ব্যানার্জির উন্নয়নকে কেউ বন্ধ করতে পারবে না। এটা আমাদের দৃঢ় বিশ্বাস।"

Intro:লোকসভা নির্বাচনের প্রায় ১৬ দিন আগে তৃনমূল এবং বামফ্রন্টে আবার ভাঙ্গন । বংশীহারি ব্লকের ডুমনী পাড়া এলাকায় তৃনমূল এবং বামফ্রন্টের প্রায় .৫১০জন বিজেপিতে যোগ দিল ।
বুনিয়াদপুর, ৭ এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী।বিজেপিতে যোগ দেওয়ায় লোকসভা ভোটের আগে বিজেপির হাত আবারও নতুন করে শক্ত হল । গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ৪১০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি ।বিজেপি কর্মীরা যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।

বংশীহারি ব্লকের ৫ নং মহাবারি গ্রাম পঞ্চায়েতের ডুমনী পাড়া এলাকায় আদিবাসী লোকজন সহ বিভিন্য এলাকায় প্রায় ৯০ টা পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় ১৫০ টা পরিবার ,সব মিলিয়ে মোট ৫১০ জন বিজেপিতে যোগ দিল । ডুমনী পাড়া এলাকার সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় এবং তৃনমূলের প্রাত্তন মেম্বার দীপক ঠাকুর সহ আরও অনেকে রবিবার বিজেপিতে যোগ দিল । বিজেপির পক্ষ থেকে পতাকা তুলে দেয় টাউন সভাপতি সঞ্জীব দাস , জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে ।সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় জানান সিপিএম ক্ষমতায় থাকা কালিন কোন রকমের কাজ করে নি সেই কারনেই আজকে আমরা বিজেপিতে যোগদান করলাম
এই বিশয়ে মহাবারি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সভাপতি সুরজিত ঘোষ জানান আমাদের দল থেকে কেউ বিজেপিতে যাবে না , কারন মমতা ব্যানারজির উন্যয়ন কে কেউ বন্ধ করতে পারবে না । বিজেপির লোকজন আজকে যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।সিপিএম থেকে গেলে জেতেও পারে কারন সিপিএম এর ক্ষমতা নেই উঠে দাঁড়ানোর । আমাদের তৃনমূল থেকে কেউ যাবে না এই সময় এটা আমাদের দৃঢ় বিশ্বাস ।


Body:লোকসভা নির্বাচনের প্রায় ১৬ দিন আগে তৃনমূল এবং বামফ্রন্টে আবার ভাঙ্গন । বংশীহারি ব্লকের ডুমনী পাড়া এলাকায় তৃনমূল এবং বামফ্রন্টের প্রায় .৫১০জন বিজেপিতে যোগ দিল ।
বুনিয়াদপুর, ৭ এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী।বিজেপিতে যোগ দেওয়ায় লোকসভা ভোটের আগে বিজেপির হাত আবারও নতুন করে শক্ত হল । গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ৪১০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি ।বিজেপি কর্মীরা যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।

বংশীহারি ব্লকের ৫ নং মহাবারি গ্রাম পঞ্চায়েতের ডুমনী পাড়া এলাকায় আদিবাসী লোকজন সহ বিভিন্য এলাকায় প্রায় ৯০ টা পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় ১৫০ টা পরিবার ,সব মিলিয়ে মোট ৫১০ জন বিজেপিতে যোগ দিল । ডুমনী পাড়া এলাকার সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় এবং তৃনমূলের প্রাত্তন মেম্বার দীপক ঠাকুর সহ আরও অনেকে রবিবার বিজেপিতে যোগ দিল । বিজেপির পক্ষ থেকে পতাকা তুলে দেয় টাউন সভাপতি সঞ্জীব দাস , জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে ।সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় জানান সিপিএম ক্ষমতায় থাকা কালিন কোন রকমের কাজ করে নি সেই কারনেই আজকে আমরা বিজেপিতে যোগদান করলাম
এই বিশয়ে মহাবারি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সভাপতি সুরজিত ঘোষ জানান আমাদের দল থেকে কেউ বিজেপিতে যাবে না , কারন মমতা ব্যানারজির উন্যয়ন কে কেউ বন্ধ করতে পারবে না । বিজেপির লোকজন আজকে যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।সিপিএম থেকে গেলে জেতেও পারে কারন সিপিএম এর ক্ষমতা নেই উঠে দাঁড়ানোর । আমাদের তৃনমূল থেকে কেউ যাবে না এই সময় এটা আমাদের দৃঢ় বিশ্বাস ।


Conclusion:লোকসভা নির্বাচনের প্রায় ১৬ দিন আগে তৃনমূল এবং বামফ্রন্টে আবার ভাঙ্গন । বংশীহারি ব্লকের ডুমনী পাড়া এলাকায় তৃনমূল এবং বামফ্রন্টের প্রায় .৫১০জন বিজেপিতে যোগ দিল ।
বুনিয়াদপুর, ৭ এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ভাঙ্গন। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে BJP-তে যোগ দিলেন শতাধিক কর্মী।বিজেপিতে যোগ দেওয়ায় লোকসভা ভোটের আগে বিজেপির হাত আবারও নতুন করে শক্ত হল । গঙ্গারামপুর মহকুমার দুটো জায়গায় প্রায় ৪১০ জন বিভিন্ন দল ছেড়ে BJP-তে যোগদান করল। যদিও তৃণমূলের দাবি তাদের দল থেকে BJP-তে কেউ যোগদান করেনি ।বিজেপি কর্মীরা যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।

বংশীহারি ব্লকের ৫ নং মহাবারি গ্রাম পঞ্চায়েতের ডুমনী পাড়া এলাকায় আদিবাসী লোকজন সহ বিভিন্য এলাকায় প্রায় ৯০ টা পরিবার এবং কাশিমপুর এলাকার প্রায় ১৫০ টা পরিবার ,সব মিলিয়ে মোট ৫১০ জন বিজেপিতে যোগ দিল । ডুমনী পাড়া এলাকার সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় এবং তৃনমূলের প্রাত্তন মেম্বার দীপক ঠাকুর সহ আরও অনেকে রবিবার বিজেপিতে যোগ দিল । বিজেপির পক্ষ থেকে পতাকা তুলে দেয় টাউন সভাপতি সঞ্জীব দাস , জেলা সভাপতি ফণীভূষণ মাহাত সহ আরও অনেকে ।সিপিএম এর প্রাত্তন মেম্বার ক্ষীরোদ চন্দ্র রায় জানান সিপিএম ক্ষমতায় থাকা কালিন কোন রকমের কাজ করে নি সেই কারনেই আজকে আমরা বিজেপিতে যোগদান করলাম
এই বিশয়ে মহাবারি গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সভাপতি সুরজিত ঘোষ জানান আমাদের দল থেকে কেউ বিজেপিতে যাবে না , কারন মমতা ব্যানারজির উন্যয়ন কে কেউ বন্ধ করতে পারবে না । বিজেপির লোকজন আজকে যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারায় নতুন করে বিজেপিতে যোগ দিল ।সিপিএম থেকে গেলে জেতেও পারে কারন সিপিএম এর ক্ষমতা নেই উঠে দাঁড়ানোর । আমাদের তৃনমূল থেকে কেউ যাবে না এই সময় এটা আমাদের দৃঢ় বিশ্বাস ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.