বংশীহারি, 30 জুন : তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার কুশকারী এলাকার ঘটনা। যদিও পুরো ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে দাবি করা হয়েছে BJP পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।
জানা গিয়েছে, গতকাল রাত দশটা নাগাদ বংশীহারী ব্লকের মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান নুরজাহান খাতুনের বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা মকলেসুর রহমান কে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। হামলার ঘটনায় এদিন বংশীহারী থানায় সাত জনের নামে অভিযোগ দায়ের করেছেন মকলেসুর রহমানের স্ত্রী মহাবাড়ি পঞ্চায়েত প্রধান নুরজাহান খাতুন।
এই বিষয়ে প্রধানের স্বামী মকলেসুর রহমান বলেন, "গতকাল রাত 10টা নাগাদ বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। আমাকে প্রাণনাশের হুমকিও দেয়। দুষ্কৃতীরা বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে হামলা চালিয়েছে। দুষ্কৃতীদের মধ্যে কয়েকজন আমাদের প্রতিবেশী। ঘটনায় 7 জনের নামে বংশীহারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।"
বংশীহারীর BJP নেতা তথা BJPর রাজ্য কমিটির সদস্য ফনীভূষণ মাহাত বলেন, "নিজেদের গোষ্ঠীকোন্দলের কারণেই গুলি-বোমা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। কাটমানির ভাগ না পাওয়ায় এই হামলার ঘটনা ঘটে। BJP র পক্ষ থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে।"
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দিপ কুমার দাস বলেন, "বংশীহারি থানার মহাবাড়ি এলাকায় গতকাল রাতে দুষ্কৃতীরা হামলা চালায় এলাকার প্রধানের বাড়িতে। বংশীহারি থানায় অভিযোগ দায়ের হয়েছে ,পুলিশ তদন্ত করছে ।বংশীহারি থানার পুলিশ এখন পর্যন্ত 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।"