ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগ, পরে সালিশিসভা ঘিরে উত্তেজনা বালুরঘাটে - kangaroo court

মেলা উপলক্ষ্যে মামারবাড়ি বালুরঘাট ভাটপাড়াকলোনি এলাকা গতকাল ঘুরতে যায় এক যুবতি । সেসময় কয়েকজন যুবক তাকে প্রথমে কটুক্তি করে । পরে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ।

সালিশিসভা ঘিরে উত্তেজনা
author img

By

Published : Jun 6, 2019, 5:40 AM IST

বালুরঘাট, 6 জুন : যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । বিষয়টি মিটমাট করে নিতে সালিশিসভার নিদান দিয়েছিল স্থানীয়রা । অভিযোগ, সেখানে যুবতির পরিবারের লোকজনকে মারধর করা হয় । ঘটনাটি বালুরঘাটের ভাটপাড়াকলোনি এলাকার । ভাঙচুর করা হয় তিনটি বাইক । আহত দু'জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

মেলা উপলক্ষ্যে মামারবাড়ি ঘুরতে গেছিল ওই যুবতি । মেলায় কয়েকজন যুবক তাকে কটুক্তি করে । তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । 19 বছরের যুবতির বাবার বাড়ি বালুরঘাটের পাঙ্গারপাড়ায় । তার শ্বশুরবাড়ি বালুরঘাটের খিদিরপুরে । মেলা দেখতে গতকাল মামারবাড়ির এলাকায় আসে সে । সন্ধ্যাবেলা যখন পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে গেছিল সেই সময় কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে । পরে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ । প্রতিবাদ করায় ওই যুবকদের সঙ্গে বচসা বাধে যুবতির স্বামী ও ভাইয়ের ।

বচসা মেটাতে গতকাল সকালে সালিশিসভার আয়োজন করে পুজো কমিটি । কিন্তু মঙ্গলবার মাঝরাতে যুবতির মামার বাড়ি গিয়ে হুমকি দেয় ওই যুবকরা । সালিশি সভায় সকলে উপস্থিত হলে যুবতির পরিবারের উপর হামলা চালায় তারা । বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনায় আহত হয় যুবতির মামা ও একজন প্রতিবেশী । তাদের হাসপাতালে ভরতি করা হয় । তিনটি বাইক ভাঙচুর করা হয় । দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

অন্যদিকে এবিষয়ে DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, দু'পক্ষের তরফেই অভিযোগ পেয়েছেন তাঁরা । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

বালুরঘাট, 6 জুন : যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । বিষয়টি মিটমাট করে নিতে সালিশিসভার নিদান দিয়েছিল স্থানীয়রা । অভিযোগ, সেখানে যুবতির পরিবারের লোকজনকে মারধর করা হয় । ঘটনাটি বালুরঘাটের ভাটপাড়াকলোনি এলাকার । ভাঙচুর করা হয় তিনটি বাইক । আহত দু'জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

মেলা উপলক্ষ্যে মামারবাড়ি ঘুরতে গেছিল ওই যুবতি । মেলায় কয়েকজন যুবক তাকে কটুক্তি করে । তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । 19 বছরের যুবতির বাবার বাড়ি বালুরঘাটের পাঙ্গারপাড়ায় । তার শ্বশুরবাড়ি বালুরঘাটের খিদিরপুরে । মেলা দেখতে গতকাল মামারবাড়ির এলাকায় আসে সে । সন্ধ্যাবেলা যখন পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে গেছিল সেই সময় কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে । পরে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ । প্রতিবাদ করায় ওই যুবকদের সঙ্গে বচসা বাধে যুবতির স্বামী ও ভাইয়ের ।

বচসা মেটাতে গতকাল সকালে সালিশিসভার আয়োজন করে পুজো কমিটি । কিন্তু মঙ্গলবার মাঝরাতে যুবতির মামার বাড়ি গিয়ে হুমকি দেয় ওই যুবকরা । সালিশি সভায় সকলে উপস্থিত হলে যুবতির পরিবারের উপর হামলা চালায় তারা । বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনায় আহত হয় যুবতির মামা ও একজন প্রতিবেশী । তাদের হাসপাতালে ভরতি করা হয় । তিনটি বাইক ভাঙচুর করা হয় । দু'পক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

অন্যদিকে এবিষয়ে DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান, দু'পক্ষের তরফেই অভিযোগ পেয়েছেন তাঁরা । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:মামার বাড়ি মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার যুবতি, সালিশিসভায় ভাঙল ৩ টি মোটর বাইক; আহত ৩।।

বালুরঘাট, ৫ জুন: মামার বাড়ি মেলা দেখতে এসে শ্রীলতাহানির শিকার যুবতী। ঘটনাটি বালুরঘাট থানার ভাটপাড়া কলোনি এলাকার। ঘটনায় মেলাতেই অভিযুক্তদের সঙ্গে বচসা বাধে যুবতীর স্বামী ও ভাইয়ের। তখনকার মতো বিষয়টি মিটমাট হলেও রাতে ওই যুবতীর মামার বাড়ি গিয়ে ফের হুমকি দেয় অভিযুক্তরা। বুধবার সকালে পুরো বিষয়টি সালিশিসভার মধ্য দিয়ে মীমাংসার করার কথা ছিল। সকালে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের লালামাটা এলাকায় দু'পক্ষের লোকজন জমা হতেই বচসা শুরু হয়।গড়ায় হাতাহাতিতে। ঘটনায় তিনজন জখম হন এদের মধ্যে যুবতির মামা বিপ্লব বর্মণ ও প্রতিবেশী সুব্রত বর্মণ নামে দু'জন বালুরঘাট হাসপাতলে চকিৎসাধীন। ভাঙচুর করা হয় তিনটে মোটরবাইক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। আক্রান্ত যুবতীর পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযুক্ত বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। অন্যদিকে অপর পক্ষের তরফ থেকে বালুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবতীর বাড়ি বালুরঘাট শহরের খিদিরপুর এলাকায়। তার বাবার বাড়ি ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়াতে। বছর খানেক আগে খিদিরপুর এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় তার। গতকাল ভাটপাড়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় রক্ষাকালী পূজার মেলা দেখতে ভাই ও স্বামীর সঙ্গে মামার বাড়ি আসে ওই যুবতী। রাতে ভাই ও স্বামীর সঙ্গে মেলাতে যায় যুবতী। সেখানে একটি ফুচকার দোকানের সামনে যুবতীকে দেখে অশ্লীল মন্তব্য করে লালমাটা এলাকার কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ করে যুবতীর সঙ্গে থাকা স্বামী ও ভাই। প্রতিবাদ করায় মেলাতে শুরু হয় বচসা। স্থানীয়দের চেষ্টায় তখনকার মত মিটমাট হয়ে যায়। অভিযোগ, এরপরে রাতে ওই যুবতীর বাড়ি ফের অভিযুক্তরা দল বেঁধে যায়। দেখে নেয়ার হুমকি দেওয়া হয় পরিবারের লোকেদের। রাতে ইনি স্থানীয়রা সালিশি সভা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন। সেইমতো আজ সকালে যুবতীর পরিবারের লোকজন লালমাটা এলাকায় আসেন। সেখানে ফের দু'পক্ষের মধ্যে বচসা ও পরে হাতাহাতি হয়। বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বিপ্লব বর্মণ, সুব্রত বর্মণ সহ বেশ কয়েকজন। আহতদের বালুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে যুবতীর আত্মীয় ব্রাহ্মণী বর্মন জানান, গতকাল স্বামী ভাইকে নিয়ে মেলাতে গেছিল যুবতি। এখনকার বিবাহিত মেয়েরা সে ভাবে শাঁখা-সিঁদুর পরে না। যার ফলে তাকে কুমারী ভেবেছিল অভিযুক্তরা। পাশে ভাই ও স্বামী আছে বুঝতে না পারায় ওই যুবতীকে দেখে প্রথমে অশ্লীল মন্তব্য করে। সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে তার স্বামী ও ভাই। এতেই শুরু হয় বচসা। গতকালের বচসা আজ ভয়ঙ্কর আকার নেয়। সালিশি সভায় যারা গেছে তাদেরকে মারধর ও মোটরবাইক ভাঙচুর করে দেয় অভিযুক্তরা। কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেডকোয়াটার ধীমান মিত্র জানান, দু'পক্ষের তরফ থেকেই অভিযোগ পেয়েছেন তারা। ওটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.