গঙ্গারামপুর , 30 এপ্রিল : স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ । ধৃতদের নাম রশিদ মিঞা ও মোস্তফা মিঞা ৷ তাদের বাড়ি গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম এলাকায় । বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে দু'জনকেই 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন । দক্ষিণ দিনাজপুরের অনেক শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে রয়েছেন । জেলার হরিরামপুর, কুশমণ্ডি, গঙ্গারামপুর, সহ অন্যান্য ব্লকের কয়েক হাজার শ্রমিক কাজ করতে গিয়ে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন । শুধুমাত্র ভিন রাজ্যের নয়, রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করতে গিয়ে আটকে পড়েছেন দক্ষিণ দিনাজপুরের শ্রমিকরা । গোয়ায় কাজ করতে গিয়ে আটকে পড়েছেন এই জেলারই কয়েকজন শ্রমিক ।
গতকাল ওই এলাকার এক শ্রমিক ভিন রাজ্য থেকে এলে এলাকার এক আশা কর্মী তাঁকে কোয়ারানটিনে যাওয়ার পরামর্শ দেন ৷ এবং স্বাস্থ্যদপ্তরের কর্মীরা তাকে কোয়ারানটিনে পাঠিয়ে দেয় । এই বিষয় নিয়ে ওই শ্রমিকের পরিবারের সদস্যরা আশা কর্মীর উপর চড়াও হয়ে মারধর করেন এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ ৷ এই ঘটনার পর আশা কর্মী আজ গঙ্গারামপুর থানায় দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করেছে ৷