বালুরঘাট, 12 জুলাই: অল্প বৃষ্টিতেই রাস্তায় জমে হাঁটুজল । এমনকি বৃষ্টি থেমে গেলেও নামে না রাস্তার জল । নরক যন্ত্রনা থেকে রেহাই পেতে বারংবার পৌরসভাকে জানিয়েছেন স্থানীয়রা । তবে তাতেও হয়নি কোন লাভ । নিকাশি ব্যবস্থায় কোনও উন্নতি নেই । তাই এবার রাস্তার হাঁটুজলে মাছ ধরা জাল ফেলে বিক্ষোভ দেখাল বালুরঘাট পৌরসভার বঙ্গী এলাকাবাসী । অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পৌর প্রশাসনের ।
প্রসঙ্গত, বাম আমল থেকেই বালুরঘাট পৌরসভার পুরোনো 17 নম্বর ওয়ার্ডের বঙ্গী এলাকায় অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে । বাম ও তৃণমূল জমানাতে বারংবার পৌরসভাকে জানিয়েও কোন লাভ হয়নি । বর্তমানে বালুরঘাট পৌরসভায় প্রশাসক দায়িত্বে রয়েছে । অভিযোগ, কয়েকদিনের টানা বৃষ্টিতে বালুরঘাটের বিভিন্ন এলাকার পাশাপাশি বঙ্গী এলাকায় জমে রয়েছে এক হাঁটু জল । সমস্যার কথা বার বার জানলেও কোনও লাভ না হওয়ায় শেষ অবধি পৌরসভার রাস্তাকে পুকুর বানিয়ে মাছ ধরার জাল ফেলে বিক্ষোভ দেখাল শহরবাসীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালুরঘাট ক্লাব থেকে উচাবঙ্গী পর্যন্ত দীর্ঘদিন ধরে একই সমস্যায় ভুগছেন তারা ।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা চুমকি সরকার বলেন, "আমাদের এই রাস্তায় দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটুর বেশি জল জমে থাকে । আগে এরকম কখনও হয়নি । কিন্তু নিকাশি ব্যবস্থার মাস্টারপ্ল্যান করার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে । বর্ষাকালে আমাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায় । পৌরসভায় বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । আমাদের এখানকার সমস্যার সমাধান না হলে আগামী দিনে রাস্তা অবরোধ ও পৌরসভায় সমগ্র এলাকাবাসীরা মিলে বিক্ষোভ দেখাব।"
অন্যদিকে এ-বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌর প্রশাসক বিশ্বরঞ্জন মুখার্জি বলেন, "আজকে কোনও বিক্ষোভের অভিযোগ আসেনি । তবে আমরা শহরে ড্রেন সংস্কারে উদ্যোগ নিয়েছি ।"